পোর্ট অফ স্পেন, 19 জুলাই: লক্ষ্মীবারে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে ভারত ৷ ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্টে 'বিরাট' নজির গড়বেন দলের রানমেশিন ৷ পোর্ট অফ স্পেনে কেরিয়ারের 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি ৷ তার আগে কুইন্স পার্ক ওভালে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার সাক্ষাৎ পেলেন বিরাট ৷
-
When in Trinidad, you do not miss catching up with the legendary Brian Lara 😃👏#TeamIndia | #WIvIND | @BrianLara pic.twitter.com/t8L8lV6Cso
— BCCI (@BCCI) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When in Trinidad, you do not miss catching up with the legendary Brian Lara 😃👏#TeamIndia | #WIvIND | @BrianLara pic.twitter.com/t8L8lV6Cso
— BCCI (@BCCI) July 19, 2023When in Trinidad, you do not miss catching up with the legendary Brian Lara 😃👏#TeamIndia | #WIvIND | @BrianLara pic.twitter.com/t8L8lV6Cso
— BCCI (@BCCI) July 19, 2023
দুই ম্যাচের সিরিজে ইতিমধ্যেই 1-0 এগিয়ে থেকে নামছে ভারত ৷ ফলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পোরাই এখন লক্ষ্য রোহিত-কোহলিদের ৷ প্রথম ম্যাচে কার্যত ধুয়েমুছে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ বদ্ধপরিকর শেষ ম্যাচ জিতে মুখরক্ষা করতে ৷ ঘরের মাঠে সেই ম্যাচের প্রস্তুতি দেখতেই এসেছিলেন 'প্রিন্স অব ত্রিনিদাদ' ৷ প্র্যাকটিসের পর কিংবদন্তির দেখা পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন রোহিত-কোহলিরা ৷ পুরনো বন্ধুকে কাছে পেয়ে গল্পে মাতলেন কোচ রাহুল দ্রাবিড়ও ৷
বিসিসিআই'য়ের টুইট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্যাচে আগের দিন প্র্যাকটিসে এসেছিল ভারতীয় দল ৷ সেখানেই ছিলেন ব্রায়ান লারা ৷ বেরনোর সময় প্রথমে কোহলির সঙ্গে সাক্ষাৎ হয় লারার ৷ তারপর একে একে রোহিত-জয়সওয়ালরা ঘিরে ধরেন কিংবদন্তিকে ৷ পাঁচদিনের ক্রিকেটের মাস্টারের থেকে টিপসও নেন ভারতীয় ব্যাটাররা ৷ পুরনো সতীর্থের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন দ্রাবিড়ও ৷
ডমিনিকায় অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল ৷ কথা বলেছে রোহিতের ব্যাটও, তিন অঙ্কের সংখ্যা পেরিয়েছেন মুম্বইকর ৷ পাটা পিচে হাত খুলেছেন ভারতীয় ব্যাটাররা ৷ সেখানে ভালো শুরু করেও সেঞ্চুরি পেতে ব্যর্থ বিরাট ৷ 76 রান করে ফিরতে হয়েছে কোহলিকে ৷ 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ নজিরের ম্যাচে সেই গাঁটও পেরতে চাইবেন 'কিং কোহলি' ৷
আরও পড়ুন: বাবরদের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু রোহিতদের, 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাক মহারণ