ETV Bharat / sports

Shoaib Akhtar on Kohli : নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে কোহলিকে, বিরাট-বিতর্ক উস্কে মন্তব্য শোয়েবের - Sourav on Show Cause Controversy

তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন ক্যাপ্টেন কোহলি ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে ৷ এবার সেই বিতর্ক উস্কে দিলেন পাক পেসার ৷ শোয়েব আখতার সাফ জানালেন, নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে কোহলিকে (Kohli was forced to leave captaincy) ৷

Shoaib Akhtar on Kohli
নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে কোহলিকে, বিরাট-বিতর্ক উস্কে মন্তব্য শোয়েবের
author img

By

Published : Jan 23, 2022, 1:05 PM IST

মাসকাট, 23 জানুয়ারি : গত তিন মাসের ব্যবধানে ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটে শেষ হয়ে গিয়েছে 'বিরাট যুগ' ৷ 2021 টি-20 বিশ্বকাপের আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব ছেড়েছিলেন ৷ গত ডিসেম্বরে ওয়ান ডে ফরম্যাটে নেতৃ্ত্বের ব্যাটন কোহলির হাত থেকে নিয়ে তুলে নির্বাচকরা রোহিত শর্মার হাতে তুলে দেন ৷ তারপরেই গত 15 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট (Virat Kohli steps down as India Test captain today) ৷ তারপর থেকেই উত্তাল ভারতীয় ক্রিকেট ৷ সেই আগুনেই এবার ঘি ঢাললেন পাক কিংবদন্তি শোয়েব আখতার ৷

এই মুহূর্তে লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে ওমানে রয়েছেন পাক পেসার ৷ সেখান থেকেই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিরাটকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে (Kohli was forced to leave captaincy) ৷ কোহলির জন্য এটা খুব কঠিন সময়, ওকে প্রমাণ করতে হবে ও কী দিয়ে তৈরি ৷ বিরাট জানে ওকে কী করতে হবে, এর মধ্যেই অনেক কিছু ঝুলিতে পুরে ফেলেছে ৷ এবার শুধু মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হবে ৷’’ যদিও, সৌরভেও ভরসা রেখেছেন শোয়েব ৷ জানিয়েছেন, ‘‘সৌরভ আমার খুব ভাল বন্ধু ৷ ওর নেতৃত্বে বিসিসিআই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সঠিক সিদ্ধান্তই নেবে ৷’’

কোহলি টি-20 অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত বদলের কথা বলেছিলেন । যা মানতে চাননি কোহলি । এমনটাই জানিয়ে ছিলেন সৌরভ । তবে, বিসিসিআই এর তরফে কেউ তাঁকে এমন অনুরোধ করেনি বলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন কোহলি । যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিরাট কোহলির মধ্যে বিরোধ দেখা দেয় ।

আরও পড়ুন : বিরাটকে শোকজ করতে চেয়েছিলেন, খবরের সত্যতা ওড়ালেন সৌরভ

কয়েকদিন আগে বিসিসিআই’র এক সূত্র দাবি করেছিল, সেই সময় টেস্ট সিরিজে এর প্রভাব পড়তে পারে ভেবে কোহলিকে শোকজ না করার সিদ্ধান্ত নেওয়া হয় । বিরাট কোহলির বিতর্কিত সাংবাদিক বৈঠকের পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে শোকজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ টেস্ট সিরিজের পরে তাঁর কাছে এনিয়ে জবাব চাওয়া হত । কিন্তু, তার আগেই তৃতীয় টেস্ট হেরে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট । অন্যদিকে, বোর্ড সচিব জয় শাহর হস্তক্ষেপের পরে বিরাটকে শোকজ করেননি সৌরভ ৷ যদিও বিসিসিআই সভাপতির জানান, তাঁর কোহলিকে শোকজ করতে চাওয়ার খবরের মধ্যে কোনও সত্যতা নেই (Sourav on Show Cause Controversy)।

মাসকাট, 23 জানুয়ারি : গত তিন মাসের ব্যবধানে ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটে শেষ হয়ে গিয়েছে 'বিরাট যুগ' ৷ 2021 টি-20 বিশ্বকাপের আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব ছেড়েছিলেন ৷ গত ডিসেম্বরে ওয়ান ডে ফরম্যাটে নেতৃ্ত্বের ব্যাটন কোহলির হাত থেকে নিয়ে তুলে নির্বাচকরা রোহিত শর্মার হাতে তুলে দেন ৷ তারপরেই গত 15 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট (Virat Kohli steps down as India Test captain today) ৷ তারপর থেকেই উত্তাল ভারতীয় ক্রিকেট ৷ সেই আগুনেই এবার ঘি ঢাললেন পাক কিংবদন্তি শোয়েব আখতার ৷

এই মুহূর্তে লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে ওমানে রয়েছেন পাক পেসার ৷ সেখান থেকেই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিরাটকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে (Kohli was forced to leave captaincy) ৷ কোহলির জন্য এটা খুব কঠিন সময়, ওকে প্রমাণ করতে হবে ও কী দিয়ে তৈরি ৷ বিরাট জানে ওকে কী করতে হবে, এর মধ্যেই অনেক কিছু ঝুলিতে পুরে ফেলেছে ৷ এবার শুধু মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হবে ৷’’ যদিও, সৌরভেও ভরসা রেখেছেন শোয়েব ৷ জানিয়েছেন, ‘‘সৌরভ আমার খুব ভাল বন্ধু ৷ ওর নেতৃত্বে বিসিসিআই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সঠিক সিদ্ধান্তই নেবে ৷’’

কোহলি টি-20 অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত বদলের কথা বলেছিলেন । যা মানতে চাননি কোহলি । এমনটাই জানিয়ে ছিলেন সৌরভ । তবে, বিসিসিআই এর তরফে কেউ তাঁকে এমন অনুরোধ করেনি বলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন কোহলি । যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিরাট কোহলির মধ্যে বিরোধ দেখা দেয় ।

আরও পড়ুন : বিরাটকে শোকজ করতে চেয়েছিলেন, খবরের সত্যতা ওড়ালেন সৌরভ

কয়েকদিন আগে বিসিসিআই’র এক সূত্র দাবি করেছিল, সেই সময় টেস্ট সিরিজে এর প্রভাব পড়তে পারে ভেবে কোহলিকে শোকজ না করার সিদ্ধান্ত নেওয়া হয় । বিরাট কোহলির বিতর্কিত সাংবাদিক বৈঠকের পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে শোকজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ টেস্ট সিরিজের পরে তাঁর কাছে এনিয়ে জবাব চাওয়া হত । কিন্তু, তার আগেই তৃতীয় টেস্ট হেরে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট । অন্যদিকে, বোর্ড সচিব জয় শাহর হস্তক্ষেপের পরে বিরাটকে শোকজ করেননি সৌরভ ৷ যদিও বিসিসিআই সভাপতির জানান, তাঁর কোহলিকে শোকজ করতে চাওয়ার খবরের মধ্যে কোনও সত্যতা নেই (Sourav on Show Cause Controversy)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.