লেস্টারশায়ার, 24 জুন : লাল বলের ক্রিকেটে জো রুটের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা চলে প্রতিনিয়ত । অফ-ফর্মের গেরোয় টেস্ট ক্রিকেটে শতরানের নিরিখে তাঁকে টপকে যেতে আর মাত্র একটি শতরান দরকার প্রাক্তন ইংরেজ অধিনায়কের । সেই জো রুটের সঙ্গে এবার বাইশ গজে অন্য ডুয়েলে মাতলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি । সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন পিচে ব্যাট দাঁড় করিয়ে শিরোনামে এসেছিলেন রুট । বৃহস্পতিবার লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন সেই চেষ্টাই করলেন বিরাট (Virat Kohli tried to make his bat stand like Joe Root) ।
ম্যাচের একটি ভিডিয়ো আন্তর্জালে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 'ম্যাজিশিয়ন' রুটকে অনুসরণ করে নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে ব্যাট ব্যালান্স করার চেষ্টা করছেন কোহলি । ডানদিক-বামদিক নানাভাবে চেষ্টা করেও পিচে ব্যাট দাঁড় করাতে ব্যর্থ হন প্রাক্তন ভারত অধিনায়ক । পাশাপাশি ব্যাট হাতেও প্রস্তুতি ম্যাচে সফল হতে পারলেন না 70টি আন্তর্জাতিক শতরানের মালিক ।
-
After Joe roots magic which was seen on the pitch by balancing the bat @imVkohli trying the same 😂 pic.twitter.com/TUZpAUJSA1
— Yashwanth (@bittuyash18) June 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After Joe roots magic which was seen on the pitch by balancing the bat @imVkohli trying the same 😂 pic.twitter.com/TUZpAUJSA1
— Yashwanth (@bittuyash18) June 23, 2022After Joe roots magic which was seen on the pitch by balancing the bat @imVkohli trying the same 😂 pic.twitter.com/TUZpAUJSA1
— Yashwanth (@bittuyash18) June 23, 2022
শুধু তাই নয়, আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এদিন মাঠ ছাড়েন বিরাট । 69 বলে 33 রান করে অখ্যাত রোমান ওয়াকারের ডেলিভারিতে এলবিডব্লু হয়ে ফেরেন কোহলি (Kohli scored 33 runs against Leicestershire) । প্রথমসারির ব্যাটাররা ব্যর্থ হলেও লোয়ার মিডল-অর্ডারে উইকেটরক্ষক শ্রীকর ভরতের অপরাজিত 70 রান প্রস্তুতি ম্যাচে টানছে দলকে ।
আরও পড়ুন : মলদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে পৌঁছেই করোনা আক্রান্ত কোহলি
প্রথমদিনের শেষে ভারতের রান 8 উইকেট হারিয়ে 246 । অন্যদিকে বৃহস্পতিবার লিডসে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে শতরানের নিরিখে কোহলির পাশাপাশি স্টিভ স্মিথকে ছাপিয়ে যাওয়ার হাতছানি 'দশ হাজারি' রুটের সামনে । উল্লেখ্য, চলতি সিরিজেই লাল বলের ক্রিকেটে 10 হাজার রানের এলিট ক্লাবে ঢুকে পড়েছেন রুট ।