ETV Bharat / sports

BCCI Warns Virat: সোশাল মিডিয়ায় অভ্যন্তরীণ তথ্য ফাঁস, বোর্ডের ‘বিরাট’ তোপের মুখে কোহলি

Virat Kohli shares Yo-Yo test score on Social Media: বিসিসিআই-এর অনুমান, এটি অভ্যন্তরীণ বিষয় ৷ এই নিয়ে কোনও পোস্ট সামাজিক মাধ্যমে নতুন আলোচনার সৃষ্টি করবে । ফলে এর আগেও সোশাল মিডিয়ায় ইয়ো-ইয়ো পরীক্ষার ফলাফল শেয়ার না-করার সতর্কবার্তা দিয়েছিল বিসিসিআই ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 6:47 PM IST

বেঙ্গালুরু, 25 অগস্ট: এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো টেস্ট হয়েছে ক্রিকেটারদের ৷ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হওয়া সেই পরীক্ষাতেই পাশ করেছেন বিরাট কোহলি ৷ তারপরেই সোশাল মিডিয়ায় সেই খবর জানিয়ে দেন ভারতীয় তারকা ৷ শুধু ফিটনেস টেস্টে পাশ করেছেনই নয়, কত পয়েন্ট পেয়েছেন তাও লিখেছিলেন বিরাট । এই পোস্ট নজরে আসতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়লেন কোহলি ৷ আগেই বিসিসিআই ক্রিকেটারদের এই জাতীয় তথ্য ফাঁস করতে নিষেধ করে দিয়েছিল । তা লঙ্ঘন করাতেই 'ধমক' খেলেন বিরাট ৷

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এশিয়া কাপ 2023-এর প্রস্তুতির অংশ হিসাবে নির্বাচিত ক্রিকেটারদের জন্য ইয়ো ইয়ো টেস্টের আয়োজন করেছে ৷ এতে বলা হয়েছিল, এটি বাধ্যতামূলক না-হলেও প্রত্যেকেরই উপস্থিত হওয়া উচিত ৷ বিরাট কোহলি-সহ অনেকেই সেই টেস্ট দিয়ে ফেলেছেন । তারপরেই কোহলি তাঁর টেস্ট স্কোর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেন ।

সোশাল মিডিয়ায় ওই পোস্টে কোহলি লেখেন, ইয়ো ইয়ো টেস্টে 17.2 স্কোর পেয়েছেন । বিসিসিআই-এর সাম্প্রতিক নিয়ম বলছে, ন্যূনতম 16.5 স্কোর করতে হবে খেলোয়াড়দের । কোহলি সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেও, কিছু ক্রিকেটার তা পারেননি বলেই সূত্রের খবর । বিসিসিআই-এর অনুমান, এটি অভ্যন্তরীণ বিষয় ৷ এই নিয়ে কোনও পোস্ট সামাজিক মাধ্যমে নতুন আলোচনার সৃষ্টি করবে ।

আরও পড়ুন: তিলক ওডিআই খেলার যোগ্য, চহাল বড় ছাঁটাই; ভারতীয় দল নিয়ে মত হেডেনের

এর আগেও কেউ তাদের সোশাল মিডিয়ায় ইয়ো-ইয়ো পরীক্ষার ফলাফল শেয়ার না-করার সতর্কবার্তা দিয়েছিল বিসিসিআই । নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে । কোনও গোপন তথ্য সমাজমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের । অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ । কিন্তু কেউ ইয়ো ইয়ো টেস্টে কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের ।”

30 অগস্ট শুরু হবে এশিয়া কাপ 2023 ৷ টুর্নামেন্টের সূচনা হবে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে । মোট ছ’টি দল অংশ নেবে । পাকিস্তান, নেপাল ও ভারত গ্রুপ এ এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ বি গ্রুপে রয়েছে ।

BCCI Warns Virat
বোর্ডের ‘বিরাট’ তোপের মুখে কোহলি

ইয়ো ইয়ো টেস্ট কী ?

ইয়ো-ইয়ো ইন্টারমিটেন্ট টেস্টের লক্ষ্য হল ফুটবল (সকার), ক্রিকেট, বাস্কেটবল এর মতো বিভিন্ন খেলায় পারফরম্যান্স অনুমান করা । এটি 1990 এর দশকের গোড়ার দিকে ডেনিশ সকার ফিজিওলজিস্ট জেনস ব্যাংসবোর মস্তিষ্কপ্রসূত ৷ 20 মিটার দূরত্বের মধ্যে ক্রিকেটারদের ছুটতে হয় । তারপর অর্ধবৃত্তাকার পথ হেঁটে ফের 20 মিটার ছুটে ফিরে আসতে হয় । দৌড় শেষ করার সময় নির্দিষ্ট রয়েছে ।

আরও পড়ুন: জীবিত আছেন হিথ স্ট্রিক, দ্বিতীয় পোস্টে ভুল শোধরালেন হেনরি ওলোংগা

বেঙ্গালুরু, 25 অগস্ট: এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো টেস্ট হয়েছে ক্রিকেটারদের ৷ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হওয়া সেই পরীক্ষাতেই পাশ করেছেন বিরাট কোহলি ৷ তারপরেই সোশাল মিডিয়ায় সেই খবর জানিয়ে দেন ভারতীয় তারকা ৷ শুধু ফিটনেস টেস্টে পাশ করেছেনই নয়, কত পয়েন্ট পেয়েছেন তাও লিখেছিলেন বিরাট । এই পোস্ট নজরে আসতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়লেন কোহলি ৷ আগেই বিসিসিআই ক্রিকেটারদের এই জাতীয় তথ্য ফাঁস করতে নিষেধ করে দিয়েছিল । তা লঙ্ঘন করাতেই 'ধমক' খেলেন বিরাট ৷

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এশিয়া কাপ 2023-এর প্রস্তুতির অংশ হিসাবে নির্বাচিত ক্রিকেটারদের জন্য ইয়ো ইয়ো টেস্টের আয়োজন করেছে ৷ এতে বলা হয়েছিল, এটি বাধ্যতামূলক না-হলেও প্রত্যেকেরই উপস্থিত হওয়া উচিত ৷ বিরাট কোহলি-সহ অনেকেই সেই টেস্ট দিয়ে ফেলেছেন । তারপরেই কোহলি তাঁর টেস্ট স্কোর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেন ।

সোশাল মিডিয়ায় ওই পোস্টে কোহলি লেখেন, ইয়ো ইয়ো টেস্টে 17.2 স্কোর পেয়েছেন । বিসিসিআই-এর সাম্প্রতিক নিয়ম বলছে, ন্যূনতম 16.5 স্কোর করতে হবে খেলোয়াড়দের । কোহলি সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেও, কিছু ক্রিকেটার তা পারেননি বলেই সূত্রের খবর । বিসিসিআই-এর অনুমান, এটি অভ্যন্তরীণ বিষয় ৷ এই নিয়ে কোনও পোস্ট সামাজিক মাধ্যমে নতুন আলোচনার সৃষ্টি করবে ।

আরও পড়ুন: তিলক ওডিআই খেলার যোগ্য, চহাল বড় ছাঁটাই; ভারতীয় দল নিয়ে মত হেডেনের

এর আগেও কেউ তাদের সোশাল মিডিয়ায় ইয়ো-ইয়ো পরীক্ষার ফলাফল শেয়ার না-করার সতর্কবার্তা দিয়েছিল বিসিসিআই । নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে । কোনও গোপন তথ্য সমাজমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের । অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ । কিন্তু কেউ ইয়ো ইয়ো টেস্টে কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের ।”

30 অগস্ট শুরু হবে এশিয়া কাপ 2023 ৷ টুর্নামেন্টের সূচনা হবে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে । মোট ছ’টি দল অংশ নেবে । পাকিস্তান, নেপাল ও ভারত গ্রুপ এ এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ বি গ্রুপে রয়েছে ।

BCCI Warns Virat
বোর্ডের ‘বিরাট’ তোপের মুখে কোহলি

ইয়ো ইয়ো টেস্ট কী ?

ইয়ো-ইয়ো ইন্টারমিটেন্ট টেস্টের লক্ষ্য হল ফুটবল (সকার), ক্রিকেট, বাস্কেটবল এর মতো বিভিন্ন খেলায় পারফরম্যান্স অনুমান করা । এটি 1990 এর দশকের গোড়ার দিকে ডেনিশ সকার ফিজিওলজিস্ট জেনস ব্যাংসবোর মস্তিষ্কপ্রসূত ৷ 20 মিটার দূরত্বের মধ্যে ক্রিকেটারদের ছুটতে হয় । তারপর অর্ধবৃত্তাকার পথ হেঁটে ফের 20 মিটার ছুটে ফিরে আসতে হয় । দৌড় শেষ করার সময় নির্দিষ্ট রয়েছে ।

আরও পড়ুন: জীবিত আছেন হিথ স্ট্রিক, দ্বিতীয় পোস্টে ভুল শোধরালেন হেনরি ওলোংগা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.