মেলবোর্ন, 23 অক্টোবর: খাতায়-কলমে সুপার 12-এর তৃতীয় ম্যাচ ৷ কিন্তু চলতি বিশ্বকাপের সম্ভবত সেরা খেলাটা চাক্ষুষ করে ফেলল এমসিজি-র 90 হাজারের সামান্য বেশি দর্শক ৷ আর অবশ্যই বিশ্বজুড়ে টেলিভিশন কিংবা মোবাইলে চোখ রাখা অগণিত ক্রিকেটপ্রেমী ৷ পরত-পরতে নাটকের যবনিকা পড়ল ম্যাচের শেষ বলে ৷ স্নায়ুযুদ্ধে 4 উইকেটে জিতে 364 দিন বাদে পাকিস্তানের বিরুদ্ধে গত বিশ্বকাপে হারের মধুর বদলা নিল টিম ইন্ডিয়া (India beat Pakistan in T20 WC) ৷ সৌজন্যে বিরাট কোহলি ৷ কয়েক সপ্তাহ আগেও বিশ্বকাপ স্কোয়াডে যাঁকে রাখা নিয়ে বিভক্ত ছিল ক্রিকেট জনতা ৷
53 বলে মারকাটারি 82 রান ৷ যে ইনিংসের থরে থরে সাজানো 6টি চার এবং চারটি বিশাল ছক্কা (Virat Kohli made 82 runs from just 53) ৷ দল হারলেও গত বিশ্বকাপে বাবরদের বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান ৷ কিন্তু দেশের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে হারের জ্বালা ক্ষতবিক্ষত করেছিল তাঁকে ৷ সেই 'বিরাট জ্বালা' জুড়োনোর মঞ্চ হিসেবে এদিন সাক্ষী রইল এমসিজি ৷ 37 বছর আগে অভিজাত এমসিজি-তেই বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাক সংহারের নায়ক ছিলেন রবি শাস্ত্রী ৷ প্রায় চার দশক বাদে সেই মাঠে 'পাক বধ'-এর নায়ক হয়ে রইলেন শাস্ত্রীর প্রিয় ছাত্র ৷
এখন কথা হচ্ছে খারাপ সময়কে মাঠের বাইরে পাঠিয়ে বিরাট তো রানে ফিরেছেন বেশ কিছুদিন হল ৷ এশিয়া কাপে আফগানদের বিরুদ্ধে ম্য়াচে ধ্রুপদী শতরানে জানান দিয়েছেন, এখনও অনেক ক্রিকেট বাকি তাঁর মধ্যে ৷ তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে কেন 'কিং কোহলি'র প্রত্যাবর্তন বলা হচ্ছে? আসলে বর্ণময় কেরিয়ারে বিরাট ক্রিকেট বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন 'চেজ মাস্টার' হিসেবে ৷ গত কয়েকবছরে সেই 'চেজ মাস্টার' বিরাটকেই পাওয়া যাচ্ছিল না যে ৷ এদিন মেলবোর্ন ফিরিয়ে দিল সেই পুরনো বিরাটকে ৷ রাজার বেশে ফেরা বিরাটের রবিবারের ইনিংসে মুগ্ধ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তো বলেই ফেললেন, "বিরাট, এটাই তোমার জীবনের সেরা ইনিংস ৷" স্বাভাবিকভাবেই এই ইনিংসকে বিরাটের প্রত্যাবর্তন বলা হবে না তো কোনটাকে বলা হবে?
-
The KING is back 👑
— ICC (@ICC) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Take a bow, Virat Kohli 🙌#T20WorldCup | #INDvPAK pic.twitter.com/OdAnbmso0h
">The KING is back 👑
— ICC (@ICC) October 23, 2022
Take a bow, Virat Kohli 🙌#T20WorldCup | #INDvPAK pic.twitter.com/OdAnbmso0hThe KING is back 👑
— ICC (@ICC) October 23, 2022
Take a bow, Virat Kohli 🙌#T20WorldCup | #INDvPAK pic.twitter.com/OdAnbmso0h
আরও পড়ুন: মেলবোর্নে 'বিরাট' মূর্ছনা, কোহলির ব্যাটে 'পাক বধ' করে বিশ্বকাপ শুরু ভারতের
আর যাঁর ব্যাটে ফের আন্দোলিত হত কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেই বিরাট ভাষা হারালেন ম্য়াচ শেষে ৷ তবুও বলতে তো হয় ৷ তাই বিরাট বললেন, "এটা কীভাবে সম্ভব হল আমি জানি না ৷ তবে নিজেকে বলেছিলাম শেষ পর্যন্ত থাকতে হবে ৷" সারথী হার্দিকের সঙ্গে প্রতিনিয়ত আলোচনাও যে কাজটা সহজ করে দিয়েছে, তাও জানালেন ৷ আর সবশেষে 'কিং কোহলি' ধন্যবাদ জানিয়ে গেলেন তাঁর অনুরাগীদের ৷ বললেন, "গত কয়েকমাস ধরে যখন ব্যাট হাতে ধুঁকছিলাম, চালিকাশক্তি হয়ে ছিলে তোমরাই ৷ অসংখ্য ধন্যবাদ সকলকে ৷"