ETV Bharat / sports

WTC Final : কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি - বিরাটের সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট যদি শতরান করতে পারেন, তাহলে একটি অনন্য রেকর্ড গড়বেন তিনি ৷ অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ বিরাটের সামনে ৷ বর্তমানে বিরাট ও রিকি পন্টিং, দু’জনেরই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরানের সংখ্যা 41 ৷

বিরাটের সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি
বিরাটের সামনে বিরাট রেকর্ড গড়ার হতছানি
author img

By

Published : Jun 15, 2021, 10:57 AM IST

সাউদাম্পটন, 15 জুন : মঞ্চ তৈরি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলার জন্য তৈরি ভারত-নিউজ়িল্যান্ড ৷ বর্তমান বিশ্বের একনম্বর দল নিউজ়িল্যান্ড ৷ সম্প্রতি ভারতকে সরিয়ে একনম্বর স্থান দখল করেছে তারা ৷ তবে তা নিয়ে চিন্তিত নয় বিরাট কোহলির (Virat Kohli) মেন ইন হোয়াইটস ৷ অন্যদিকে অধিনায়ক কোহলিও দাঁড়িয়ে এক বিশাল মাইল ফলকের সামনে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট যদি শতরান করতে পারেন, তাহলে একটি অনন্য রেকর্ড গড়বেন তিনি ৷ অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ বিরাটের সামনে ৷ বর্তমানে বিরাট ও রিকি পন্টিং, দু’জনেরই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরানের সংখ্যা 41 ৷

ক্রিকেট সম্বন্ধীয় কোনও কিছু লেখার সময় কোহলির আগে ‘বিগ ম্যাচ প্লেয়ার’ বিশ্লেষণ ব্যবহার করা হয় ৷ প্রকৃত অর্থেই তিনি বড় ম্যাচের খেলোয়াড় ৷ তবে দীর্ঘদিন তাঁর ব্যাটে শতরান দেখা যায়নি ৷ শেষ বার টেস্টে তিনি শতরান করেছিলেন 2019 সালে ভারত বনাম বাংলাদেশ দিন রাতের টেস্টে ৷ তাই জ্বলে ওঠার জন্য এর থেকে ভাল মঞ্চ কোহলির কাছে আর কী হতে পারে?

অজ়ি সিরিজ় ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ তাই প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ই এখন ভারতের প্রধান লক্ষ্য ৷

আরও পড়ুন : EURO 2020: সুযোগ হাতছাড়া হওয়ার খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের

ভারতের প্রাক্তন উইকেটকরক্ষক পার্থিব প্যাটেল মনে করেন, 2018 সালে ইংল্যান্ড সফরে নিজের ব্যাটিং থেকে অনুপ্রেরণা নিতে পারেন বিরাট ৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, বিরাট নিজেকে কিছুটা সময় দিয়ে চিন্তা করতে পারেন 2018-র ইংল্যান্ড সফরে তিনি কীরকম ব্য়াটিং করেছিলেন ৷ সেই সফরে বিরাট একগুচ্ছ শতরান করেছিলেন ৷’’

সাউদাম্পটন, 15 জুন : মঞ্চ তৈরি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলার জন্য তৈরি ভারত-নিউজ়িল্যান্ড ৷ বর্তমান বিশ্বের একনম্বর দল নিউজ়িল্যান্ড ৷ সম্প্রতি ভারতকে সরিয়ে একনম্বর স্থান দখল করেছে তারা ৷ তবে তা নিয়ে চিন্তিত নয় বিরাট কোহলির (Virat Kohli) মেন ইন হোয়াইটস ৷ অন্যদিকে অধিনায়ক কোহলিও দাঁড়িয়ে এক বিশাল মাইল ফলকের সামনে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট যদি শতরান করতে পারেন, তাহলে একটি অনন্য রেকর্ড গড়বেন তিনি ৷ অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ বিরাটের সামনে ৷ বর্তমানে বিরাট ও রিকি পন্টিং, দু’জনেরই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরানের সংখ্যা 41 ৷

ক্রিকেট সম্বন্ধীয় কোনও কিছু লেখার সময় কোহলির আগে ‘বিগ ম্যাচ প্লেয়ার’ বিশ্লেষণ ব্যবহার করা হয় ৷ প্রকৃত অর্থেই তিনি বড় ম্যাচের খেলোয়াড় ৷ তবে দীর্ঘদিন তাঁর ব্যাটে শতরান দেখা যায়নি ৷ শেষ বার টেস্টে তিনি শতরান করেছিলেন 2019 সালে ভারত বনাম বাংলাদেশ দিন রাতের টেস্টে ৷ তাই জ্বলে ওঠার জন্য এর থেকে ভাল মঞ্চ কোহলির কাছে আর কী হতে পারে?

অজ়ি সিরিজ় ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ তাই প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ই এখন ভারতের প্রধান লক্ষ্য ৷

আরও পড়ুন : EURO 2020: সুযোগ হাতছাড়া হওয়ার খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের

ভারতের প্রাক্তন উইকেটকরক্ষক পার্থিব প্যাটেল মনে করেন, 2018 সালে ইংল্যান্ড সফরে নিজের ব্যাটিং থেকে অনুপ্রেরণা নিতে পারেন বিরাট ৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, বিরাট নিজেকে কিছুটা সময় দিয়ে চিন্তা করতে পারেন 2018-র ইংল্যান্ড সফরে তিনি কীরকম ব্য়াটিং করেছিলেন ৷ সেই সফরে বিরাট একগুচ্ছ শতরান করেছিলেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.