ETV Bharat / sports

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 'বিরাট' প্রস্তুতি, অনুশীলনে খোশমেজাজে ভারতীয় দল - রবিচন্দ্রন অশ্বিন

পুরোদমে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি ৷ আজ দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ৷ রোহিত, ঈশানরাও মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন ৷ রইল ভারতীয় দলের অনুশীলনের কিছু মুহূর্ত ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023
author img

By

Published : May 29, 2023, 8:20 PM IST

অরুন্ডেল (সাসেক্স), 29 মে: ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি ৷ আজ বিসিসিআই-এর সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে ৷ রৌদ্রজ্জ্বল সাসেক্সের মাঠে আজ অনুশীলন শুরু করেছেন তিনি ৷ বেশ কিছুক্ষণ ড্রিল এবং মাঠে দৌড়ানোর পর, নেট সেশনে যান বিরাট ৷ আজ চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকট এবং মহম্মদ সিরাজও ভারতীয় দলের অনুশীলেন যোগ দিয়েছেন ৷ আগামিকাল অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিষাণ অনুশীলনে যোগ দেবেন দলের বাকিদের সঙ্গে ৷

আইপিএল পর্ব শেষ এবার জাতীয় দলের ডিউটি করার পালা ৷ তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল ৷ কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রেদের তত্ত্বাবধানে অনুশীলেন খোশ মেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের ৷ পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের নতুন কিট স্পনসর এসেছে ৷ ফলে নতুন অনুশীলন জার্সিও পছন্দ হয়েছে ক্রিকেটারদের ৷ এ দিন বিসিসিআই-এর তরফে করা টুইটে লেখা হয়, ‘‘ভারতীয় দল অরুন্ডেল ক্যাসেল ক্রিকেট ক্লাবে তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷’’

কোহলি নেট সেশনে যেমন ডুবে গিয়েছেন ৷ তেমনি রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকটকে কোহলির বিরুদ্ধে পুরোদমে বোলিং করতে দেখা গেল ৷ উনাদকটকে রাহুল দ্রাবিড় এবং পরশ মামব্রের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে ৷ একমাত্র চেতেশ্বর পূজারা সঠিক টেস্ট ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে ছিলেন ৷ সাসেক্সের হয়ে এ বছর তিনি অধিনায়কত্ব করেছেন ৷ ফলে তাঁকে দেখা গেল কিছুটা রিল্যাক্স মুডে ৷ তবে, তিনিও পরে নেট সেশনে যোগ দেন ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে 'গ্রিন কার্ড' যশস্বীর

রোহিত শর্মা, ঈশান কিষাণ আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন ৷ তাঁরাও লন্ডন পৌঁছে গিয়েছেন ৷ অন্যদিকে, আজ আইপিএল ফাইনাল খেলে আমেদাবাদ থেকেই মঙ্গলবার লন্ডনের বিমানে উঠবেন, শুভমন গিল, মহম্মদ শামি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত এবং রবীন্দ্র জাদেজা ৷ তাঁরা বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবেন বলেই মনে করা হচ্ছে ৷

অরুন্ডেল (সাসেক্স), 29 মে: ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি ৷ আজ বিসিসিআই-এর সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে ৷ রৌদ্রজ্জ্বল সাসেক্সের মাঠে আজ অনুশীলন শুরু করেছেন তিনি ৷ বেশ কিছুক্ষণ ড্রিল এবং মাঠে দৌড়ানোর পর, নেট সেশনে যান বিরাট ৷ আজ চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকট এবং মহম্মদ সিরাজও ভারতীয় দলের অনুশীলেন যোগ দিয়েছেন ৷ আগামিকাল অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিষাণ অনুশীলনে যোগ দেবেন দলের বাকিদের সঙ্গে ৷

আইপিএল পর্ব শেষ এবার জাতীয় দলের ডিউটি করার পালা ৷ তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল ৷ কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রেদের তত্ত্বাবধানে অনুশীলেন খোশ মেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের ৷ পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের নতুন কিট স্পনসর এসেছে ৷ ফলে নতুন অনুশীলন জার্সিও পছন্দ হয়েছে ক্রিকেটারদের ৷ এ দিন বিসিসিআই-এর তরফে করা টুইটে লেখা হয়, ‘‘ভারতীয় দল অরুন্ডেল ক্যাসেল ক্রিকেট ক্লাবে তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷’’

কোহলি নেট সেশনে যেমন ডুবে গিয়েছেন ৷ তেমনি রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকটকে কোহলির বিরুদ্ধে পুরোদমে বোলিং করতে দেখা গেল ৷ উনাদকটকে রাহুল দ্রাবিড় এবং পরশ মামব্রের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে ৷ একমাত্র চেতেশ্বর পূজারা সঠিক টেস্ট ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে ছিলেন ৷ সাসেক্সের হয়ে এ বছর তিনি অধিনায়কত্ব করেছেন ৷ ফলে তাঁকে দেখা গেল কিছুটা রিল্যাক্স মুডে ৷ তবে, তিনিও পরে নেট সেশনে যোগ দেন ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে 'গ্রিন কার্ড' যশস্বীর

রোহিত শর্মা, ঈশান কিষাণ আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন ৷ তাঁরাও লন্ডন পৌঁছে গিয়েছেন ৷ অন্যদিকে, আজ আইপিএল ফাইনাল খেলে আমেদাবাদ থেকেই মঙ্গলবার লন্ডনের বিমানে উঠবেন, শুভমন গিল, মহম্মদ শামি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত এবং রবীন্দ্র জাদেজা ৷ তাঁরা বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবেন বলেই মনে করা হচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.