ETV Bharat / sports

Virat Kohli hits a Ton: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর পর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান - Port of Spain

Virat Kohli hits a ton against West Indies: 29 নম্বর টেস্ট সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান এল ভারতের রানেমেশিনের ব্যাটে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 21, 2023, 8:08 PM IST

Updated : Jul 21, 2023, 11:06 PM IST

পোর্ট অফ স্পেন, 21 জুলাই: ক্যারিবিয়ান মুলুকে ‘কিং’ সেই কোহলি ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ নজিরের ম্যাচে পাঁচ বছরের সেই গাঁটও পেরিয়ে গেলেন বিরাট ৷ 29 নম্বর টেস্ট সেঞ্চুরি এল কোহলির ব্যাটে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাটের শতরানের দৌলতে ভালো জায়গায় ভারত ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের 500তম ম্যাচ খেলতে নেমেছেন বিরাট ৷ ঐতিহাসিক ম্যাচে আগেই ছুঁয়েছেন দুই নজির ৷ প্রথম ব্যাটার হিসেবে 500তম আন্তর্জাতিক ম্যাচে অর্ধ-শতরান করেছেন ৷ তারপর আন্তর্জাতিক ম্যাচে রান শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন কোহলি ৷ টপকে গিয়েছেন জ্যাক কালিসকে ৷ তারপরেই শতরানের গন্ডিও পেরিয়ে গেলেন সচিনের উত্তরসূরি ৷ এখনও পর্যন্ত 197 বলে 118 রানে অপরাজিত রয়েছেন বিরাট । সাজানো ইনিংসে রয়েছে মোট 11টি বাউন্ডারি ।

আরও পড়ুন: ঐতিহাসিক টেস্টে অভিষেক বঙ্গ পেসারের, আগুন ঝরাতে তৈরি মুকেশ

ডমিনিকায় প্রথম ম্যাচে ভালো শুরু করেও থামতে হয়েছিল 76 রানে ৷ দ্বিতীয় ম্যাচে সেই ভুল আর করেননি বিরাট ৷ প্রথম দিনেই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, অজিঙ্ক রাহানে ফেরায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছিল বিরাট ও জাদেজার ওপরেই ৷ প্রথমে ধরে খেললেও পাটা পিচে হাত খুলতে শুরু করেছেন দুই ব্যাটার ৷ ইতিমধ্যেই অর্ধ-শতরানের গণ্ডি টপকে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই 1-0 এগিয়ে গিয়েছে ভারত ৷ ফলে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই এখন লক্ষ্য রাহুল দ্রাবিড়ের ছেলেদের ৷ প্রথম দিনে রোহিত-জয়সওয়াল ভালো শুরু করার পরেও চারে পরে গিয়েছিল দল ৷ সেখান থেকে বিরাটের ব্যাটে ফের চালকের আসনে ভারত ৷

পোর্ট অফ স্পেন, 21 জুলাই: ক্যারিবিয়ান মুলুকে ‘কিং’ সেই কোহলি ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ নজিরের ম্যাচে পাঁচ বছরের সেই গাঁটও পেরিয়ে গেলেন বিরাট ৷ 29 নম্বর টেস্ট সেঞ্চুরি এল কোহলির ব্যাটে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাটের শতরানের দৌলতে ভালো জায়গায় ভারত ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের 500তম ম্যাচ খেলতে নেমেছেন বিরাট ৷ ঐতিহাসিক ম্যাচে আগেই ছুঁয়েছেন দুই নজির ৷ প্রথম ব্যাটার হিসেবে 500তম আন্তর্জাতিক ম্যাচে অর্ধ-শতরান করেছেন ৷ তারপর আন্তর্জাতিক ম্যাচে রান শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন কোহলি ৷ টপকে গিয়েছেন জ্যাক কালিসকে ৷ তারপরেই শতরানের গন্ডিও পেরিয়ে গেলেন সচিনের উত্তরসূরি ৷ এখনও পর্যন্ত 197 বলে 118 রানে অপরাজিত রয়েছেন বিরাট । সাজানো ইনিংসে রয়েছে মোট 11টি বাউন্ডারি ।

আরও পড়ুন: ঐতিহাসিক টেস্টে অভিষেক বঙ্গ পেসারের, আগুন ঝরাতে তৈরি মুকেশ

ডমিনিকায় প্রথম ম্যাচে ভালো শুরু করেও থামতে হয়েছিল 76 রানে ৷ দ্বিতীয় ম্যাচে সেই ভুল আর করেননি বিরাট ৷ প্রথম দিনেই রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, অজিঙ্ক রাহানে ফেরায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছিল বিরাট ও জাদেজার ওপরেই ৷ প্রথমে ধরে খেললেও পাটা পিচে হাত খুলতে শুরু করেছেন দুই ব্যাটার ৷ ইতিমধ্যেই অর্ধ-শতরানের গণ্ডি টপকে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই 1-0 এগিয়ে গিয়েছে ভারত ৷ ফলে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই এখন লক্ষ্য রাহুল দ্রাবিড়ের ছেলেদের ৷ প্রথম দিনে রোহিত-জয়সওয়াল ভালো শুরু করার পরেও চারে পরে গিয়েছিল দল ৷ সেখান থেকে বিরাটের ব্যাটে ফের চালকের আসনে ভারত ৷

Last Updated : Jul 21, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.