বেঙ্গালুরু, 25 এপ্রিল: এক অবাধ্য অনুরাগীর উপর রেগে গেলেন বিরাট কোহলি ৷ কারণ, নিরাপত্ত বেষ্টনী টপকে সেই অনুরাগী অনুষ্কার সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন ৷ ঘটনাটি সম্প্রতি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ আইপিএল ম্যাচের মাঝে স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বেঙ্গালুরুর একটি অভিজাত রেস্তোরাঁয় গিয়েছিলেন বিরাট ৷ সেখান থেকে বেরনোর সময় ঘটনাটি ঘটে ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে রেস্তোরাঁর বাইরে বিরাট এবং অনুষ্কার অনুরাগীদের ভিড় ৷ একটাই আবদার সকলের, সেলফি তুলবেন তাঁরা ৷ কিন্তু, সেই বিশাল ভিড়ের সঙ্গে সেলফি তোলা বাস্তব সম্মত নয় ৷ তাই নিরাপত্তারক্ষীদের প্রহরায় ধীরে ধীরে গাড়ির দিকে এগোচ্ছিলেন তাঁরা ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুষ্কা সামনে ছিলেন ৷ আর বিরাট তাঁর পিছনে ৷ এই অবস্থায় গাড়ির সামনে তাঁরা পৌঁছাতেই এক অনুরাগী নিরাপত্তাবেষ্টনী ভেঙে অনুষ্কার সামনে চলে আসেন ৷ প্রায় অযাচিতভাবে অনুষ্কার সঙ্গে সেলফি তুলতে যান ৷
-
Virat Kohli got mobbed in Bengaluru 😆❤️🔥 after lunch date with Anushka nd family . pic.twitter.com/JYHNtDaYMo
— `` (@KohlifiedGal) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Virat Kohli got mobbed in Bengaluru 😆❤️🔥 after lunch date with Anushka nd family . pic.twitter.com/JYHNtDaYMo
— `` (@KohlifiedGal) April 22, 2023Virat Kohli got mobbed in Bengaluru 😆❤️🔥 after lunch date with Anushka nd family . pic.twitter.com/JYHNtDaYMo
— `` (@KohlifiedGal) April 22, 2023
এতেই ক্ষিপ্ত হয়ে যান বিরাট ৷ কড়া ভাবে ওই যুবককে অনুষ্কার সামনে থেকে সরে যেতে বলেন তিনি ৷ ততক্ষণে অবশ্য নিরাপত্তারক্ষীরা ওই যুবককে সরিয়ে দেন ৷ কিন্তু, তার পরেও গাড়িতে উঠতে সমস্যায় পড়তে হয় বিরুষ্কাকে ৷ কারণ, তাঁদের গাড়ি ঘিরে রেখেছিলেন অনুরাগীরা ৷ পরবর্তী সময়ে অনুষ্কা সোশাল মিডিয়ায় সেই রেস্তোরাঁর ছবি শেয়ার করেছিলেন ৷ যার পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষও, বিরাট এবং অনুষ্কার ছবি তাদের অফিসিয়াল পেজে আপলোড করে ৷
আরও পড়ুন: সচিনের নামে স্ট্যান্ড উদ্বোধন শারজা স্টেডিয়ামে
এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছেন বিরাট এবং অনুষ্কা ৷ বিরাট আইপিএল খেলতে আরসিবি শিবিরের সঙ্গে রয়েছেন ৷ ঘরের মাঠে গত রবিবার রাজস্থানের সঙ্গে ম্যাচে 7 রানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাদের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার কলকাতা নাইট রাইর্ডাসের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ এই ম্যাচেও বিরাট স্ট্যান্ডবাই হিসেবে অধিনায়কত্ব করতে পারেন বলে জানা গিয়েছে ৷