ETV Bharat / sports

Virat Kohli's 28th Test Century: 1206 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 28তম টেস্ট সেঞ্চুরি বিরাটের - মর্ডান ডে গ্রেট

সাড়ে 3 বছরের অপেক্ষার শেষে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি এল বিরাট কোহলির ব্যাট থেকে ৷ আমেদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের 28 তম সেঞ্চুরি করলেন মর্ডান ডে গ্রেট (Virat Kohli's 28th Test Century) ৷

Virat Kohli's 28th Test Century ETV BHARAT
Virat Kohli's 28th Test Century
author img

By

Published : Mar 12, 2023, 12:46 PM IST

Updated : Mar 12, 2023, 2:01 PM IST

আমেদাবাদ, 12 মার্চ: প্রায় সাড়ে তিন বছরের ব্যবধান ৷ আর দিনের হিসেবে 1206 দিন। শেষমেশ অপেক্ষার অবসান ৷ টেস্ট ক্রিকেটের 28 নম্বর সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli Gets 28th Test Century After 1206 Days) ৷ সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্য়া 75। সেই সঙ্গে পূরণ হল কোটি কোটি ক্রিকেট প্রেমীর আশা ৷ আমেদাবাদে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করলেন তিনি ৷ 241 বলে শতরান পূরণ করেন মর্ডান ডে গ্রেট ৷ বিরাটের শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল 2019 সালের 22 নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৷ ভারতের প্রথম ডে-নাইট টেস্টে 139 রান করেছিলেন বিরাট ৷

এরপর প্রায় 3 বছর আন্তর্জাতিক স্তরে কোনও সেঞ্চুরি আসেনি বিরাটের ৷ এরপর 2022 সালের সেপ্টেম্বর এশিয়া কাপ টি-20’তে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি ৷ তারপর ওয়ান ডে ক্রিকেটেও 2টি সেঞ্চুরি এসেছে বিরাটের ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে 100 রান ছুঁতে পারছিলেন না কিং কোহলি ৷ অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল আমেদাবাদে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠেই সেই কাঙ্খিত সেঞ্চুরি করলেন ৷ বিরাটের এই সেঞ্চুরিতে ছিল ধৈর্য ৷ লম্বা এই ইনিংসে মাত্র 5টি বাউন্ডারি মেরেছেন তিনি ৷ আর ওভার বাউন্ডারির প্রশ্নই আসে না সেখানে ৷

চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর বিরাট তাঁর সেঞ্চুরি করেন ৷ দু’টি সেশনের কিছু বেশি সময় নিয়ে কোহলি সেঞ্চুরির গণ্ডি পার করেন ৷ তবে, বিরাটের এই ইনিংসে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল, তাঁর ধৈর্য ৷ ইনিংসে কোনও তাড়াহুড়ো ছিল না ৷ ছিল ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফরম্যাটের বাধ্য ছাত্রের একনিষ্ঠতা ৷ ছিল ক্রিকেটীয় শৈলীর নির্দশন ৷ বিরাটের এই ইনিংস খুবই সহজেই কোনও ক্রিকেট কোচিং সেন্টারে প্রশিক্ষণের জন্য দেখানো যেতে পারে ৷ বিরাটের ডিফেন্স, তাঁর বল ছাড়ার কৌশল, জিরো পার্সেন্ট ঝুঁকিতে বাউন্ডারি থেকে শুরু করে উইকেটের মাঝে দৌড়- আগামী প্রজন্মের শেখার অনেক উপকরণ রেখে গেলেন কোহলি ৷

আমেদাবাদ টেস্টে এই মুহূর্তে ম্যাচ 50-50 সিচুয়েশনে দাঁড়িয়ে ৷ যে কোনও দল এই টেস্টে জিততে পারে ৷ তবে, বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট 90 শতাংশ ড্র হওয়ার দিকে এগোচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ উল্লেখ্য, এই টেস্টের ফলাফলের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে ৷ ম্যাচ জিতলে ভারত সরাসরি কোয়ালিফাই করবে ৷ আর ড্র করলে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে ৷

আরও পড়ুন: একটা সময়ে বড় রান না পেয়ে চাপে ছিলেন শুভমন

2 ম্যাচের সেই সিরিজ শ্রীলঙ্কা হারলে ভারত কোয়ালিফাই করে যাবে ৷ তবে, সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে অন্তত 1-0 ফলাফলে সিরিজ জিততে হবে ৷ তবেই ভারতের সামনে সুযোগ থাকবে এ বছর জুন মাসে লন্ডনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ৷ নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে কিউয়িদের 285 রান করতে হবে জেতার জন্য ৷ চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড 1 উইকেট হারিয়ে 28 রান তুলেছে ৷ পঞ্চমদিনে কিউয়িদের জয়ের জন্য আরও 257 রান দরকার ৷

আমেদাবাদ, 12 মার্চ: প্রায় সাড়ে তিন বছরের ব্যবধান ৷ আর দিনের হিসেবে 1206 দিন। শেষমেশ অপেক্ষার অবসান ৷ টেস্ট ক্রিকেটের 28 নম্বর সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli Gets 28th Test Century After 1206 Days) ৷ সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্য়া 75। সেই সঙ্গে পূরণ হল কোটি কোটি ক্রিকেট প্রেমীর আশা ৷ আমেদাবাদে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করলেন তিনি ৷ 241 বলে শতরান পূরণ করেন মর্ডান ডে গ্রেট ৷ বিরাটের শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল 2019 সালের 22 নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৷ ভারতের প্রথম ডে-নাইট টেস্টে 139 রান করেছিলেন বিরাট ৷

এরপর প্রায় 3 বছর আন্তর্জাতিক স্তরে কোনও সেঞ্চুরি আসেনি বিরাটের ৷ এরপর 2022 সালের সেপ্টেম্বর এশিয়া কাপ টি-20’তে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি ৷ তারপর ওয়ান ডে ক্রিকেটেও 2টি সেঞ্চুরি এসেছে বিরাটের ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে 100 রান ছুঁতে পারছিলেন না কিং কোহলি ৷ অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল আমেদাবাদে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠেই সেই কাঙ্খিত সেঞ্চুরি করলেন ৷ বিরাটের এই সেঞ্চুরিতে ছিল ধৈর্য ৷ লম্বা এই ইনিংসে মাত্র 5টি বাউন্ডারি মেরেছেন তিনি ৷ আর ওভার বাউন্ডারির প্রশ্নই আসে না সেখানে ৷

চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর বিরাট তাঁর সেঞ্চুরি করেন ৷ দু’টি সেশনের কিছু বেশি সময় নিয়ে কোহলি সেঞ্চুরির গণ্ডি পার করেন ৷ তবে, বিরাটের এই ইনিংসে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল, তাঁর ধৈর্য ৷ ইনিংসে কোনও তাড়াহুড়ো ছিল না ৷ ছিল ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফরম্যাটের বাধ্য ছাত্রের একনিষ্ঠতা ৷ ছিল ক্রিকেটীয় শৈলীর নির্দশন ৷ বিরাটের এই ইনিংস খুবই সহজেই কোনও ক্রিকেট কোচিং সেন্টারে প্রশিক্ষণের জন্য দেখানো যেতে পারে ৷ বিরাটের ডিফেন্স, তাঁর বল ছাড়ার কৌশল, জিরো পার্সেন্ট ঝুঁকিতে বাউন্ডারি থেকে শুরু করে উইকেটের মাঝে দৌড়- আগামী প্রজন্মের শেখার অনেক উপকরণ রেখে গেলেন কোহলি ৷

আমেদাবাদ টেস্টে এই মুহূর্তে ম্যাচ 50-50 সিচুয়েশনে দাঁড়িয়ে ৷ যে কোনও দল এই টেস্টে জিততে পারে ৷ তবে, বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট 90 শতাংশ ড্র হওয়ার দিকে এগোচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ উল্লেখ্য, এই টেস্টের ফলাফলের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে ৷ ম্যাচ জিতলে ভারত সরাসরি কোয়ালিফাই করবে ৷ আর ড্র করলে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে ৷

আরও পড়ুন: একটা সময়ে বড় রান না পেয়ে চাপে ছিলেন শুভমন

2 ম্যাচের সেই সিরিজ শ্রীলঙ্কা হারলে ভারত কোয়ালিফাই করে যাবে ৷ তবে, সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে অন্তত 1-0 ফলাফলে সিরিজ জিততে হবে ৷ তবেই ভারতের সামনে সুযোগ থাকবে এ বছর জুন মাসে লন্ডনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ৷ নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে কিউয়িদের 285 রান করতে হবে জেতার জন্য ৷ চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড 1 উইকেট হারিয়ে 28 রান তুলেছে ৷ পঞ্চমদিনে কিউয়িদের জয়ের জন্য আরও 257 রান দরকার ৷

Last Updated : Mar 12, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.