নয়াদিল্লি, 29 জুলাই: শুক্রবার কমনওয়েলথ গেমসে পদকের অভিযান শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ বার্মিংহ্যামে হরমনপ্রীত কর অ্যান্ড কোম্পানির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ তার আগে বিরাট কোহলির শুভেচ্ছাবার্তা পৌঁছে গেল ভারতীয় শিবিরে ৷ বৃহস্পতিবার রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক (Virat Kohli extends his wishes to Indian Womens Cricket team at CWG) ৷
-
My best wishes to the Indian women's cricket team and all our athletes participating in the Commonwealth Games. 🇮🇳🙌
— Virat Kohli (@imVkohli) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My best wishes to the Indian women's cricket team and all our athletes participating in the Commonwealth Games. 🇮🇳🙌
— Virat Kohli (@imVkohli) July 28, 2022My best wishes to the Indian women's cricket team and all our athletes participating in the Commonwealth Games. 🇮🇳🙌
— Virat Kohli (@imVkohli) July 28, 2022
টুইটে বিরাট লেখেন, "ভারতের মহিলা ক্রিকেট দল এবং কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী দেশের সকল অ্যাথলিটদের জন্য আমার সবটুকু শুভেচ্ছা রইল ৷" কুড়ি-বিশের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অভিযান শুরুর ম্যাচে বিরাটের বার্তা হরমনপ্রীত কর, স্মৃতি মন্ধনাদের কতোটা মোটিভেট করে এখন সেটাই দেখার ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, 1998 কুয়ালা লামপুর গেমসে ছেলেদের 50 ওভারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও তারপর থেকে কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে আর অন্তর্ভুক্ত করা হয়নি ৷
আরও পড়ুন: বার্মিংহাম কমনওয়েলথ গেমস উদ্বোধনে ভারতের পতাকাবাহক সিন্ধু এবং মনপ্রীত
23 বছর বাদে মহিলা টি-20 ক্রিকেটের সঙ্গে কমনওয়েলথে প্রত্যাবর্তন হচ্ছে বাইশ গজের লড়াইয়ের ৷ ভারত অধিনায়িকা প্রথম ম্যাচে মাঠে নামার আগে উত্তেজিত ৷ প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন, "ওদের বিরুদ্ধে যখনই সুযোগ পেয়েছি আগের পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছি ৷ এবারেও একইরকম ইতিবাচক মানসিকতা নিয়েই নামছি ৷ আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷"
টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল ৷ টস জিতে হরমনপ্রীত জানান, উইকেট দেখে মনে হচ্ছে প্রচুর রান রয়েছে, তিন পয়েন্টের লক্ষ্যেই নামছি আমরা ৷