ETV Bharat / sports

Virat Kohli :ফের রেকর্ড বুকে কোহলি, ষষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে 7 হাজার 500 রান পূর্ণ - ষষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে 7হাজার 500 রান পূর্ণ

কম সময়ে টেস্টে 7 হাজার 500 রান করার নিরিখে বিরাট কোহলি আছেন নবম স্থানে ৷ অন্যদিকে ভারতীয়দের মধ্যে তিনি সুনীল গাভাসকরের সঙ্গে যুগ্মভাবে আছেন চতুর্থ স্থানে ৷ সুনীল গাভাসকর ও বিরাট কোহলি দু’জনেই টেস্টে ক্রিকেটে সাড়ে সাত হাজার রান করতে নিয়েছেন 154টি ইনিংস ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Jun 19, 2021, 9:17 PM IST

সাউদাম্পটন, 19 জুন : বড় মঞ্চে ফের রেকর্ড ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ আগেই অধিনায়ক হিসেবে ভারতকে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন ৷ ব্যাট হাতেও গড়লেন অনন্য নজির ৷ ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে 7 হাজার 500 রান পূর্ণ করলেন বিরাট ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির জন্য প্রথম দিনে খেলা হয়নি ৷ দ্বিতীয় দিনে নিউজ়িল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ৷ সেখানেই এই রেকর্ড গড়েন ভারত অধিনায়ক ৷

কম সময়ে টেস্টে 7 হাজার 500 রান করার নিরিখে বিরাট আছেন নবম স্থানে ৷ অন্যদিকে ভারতীয়দের মধ্যে তিনি সুনীল গাভাসকরের সঙ্গে যুগ্মভাবে আছেন চতুর্থ স্থানে ৷ সুনীল গাভাসকর ও বিরাট কোহলি দু’জনেই টেস্টে ক্রিকেটে সাড়ে সাত হাজার রান করতে নিয়েছেন 154টি ইনিংস ৷ যদিও তালিকায় সবার উপরে যুগ্মভাবে আছেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগ ৷ 7 হাজার 500 রান করার ক্ষেত্রে তাঁরা নিয়েছিলেন 144টি ইনিংস ৷

টেস্টে ভারতের মধ্যে দ্রুততম সাড়ে সাত হাজার রানের তালিকায় প্রথম পাঁচ ব্যাটসম্যান হলেন-

1) সচিন তেন্ডুলকার- নিয়েছিলেন 144টি ইনিংস

2) বীরেন্দ্র সেওয়াগ - নিয়েছিলেন 144 টি ইনিংস

3) রাহুতল দ্রাবিড় - নিয়েছিলেন 148 টি ইনিংস

4) বিরাট কোহলি -নিলেন 154টি ইনিংস

5) সুনীল গাভাসকর - নিয়েছিলেন 154টি ইনিংস

আরও পড়ুন : WTC Final : মিলখাকে শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে ভারতীয় ক্রিকেটাররা

শনিবার টস করতে নেমে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন কোহলি ৷ দেশকে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হন তিনি ৷ এতদিন এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ ভারতের অধিনায়কত্বের ব্যাটন হাতে নিয়ে 60টি টেস্ট খেলেছেন ধোনি ৷ আজ কোহলি দেশকে 61তম ম্যাচে অধিনায়কত্ব দিচ্ছেন ৷

সাউদাম্পটন, 19 জুন : বড় মঞ্চে ফের রেকর্ড ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ আগেই অধিনায়ক হিসেবে ভারতকে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন ৷ ব্যাট হাতেও গড়লেন অনন্য নজির ৷ ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে 7 হাজার 500 রান পূর্ণ করলেন বিরাট ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির জন্য প্রথম দিনে খেলা হয়নি ৷ দ্বিতীয় দিনে নিউজ়িল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ৷ সেখানেই এই রেকর্ড গড়েন ভারত অধিনায়ক ৷

কম সময়ে টেস্টে 7 হাজার 500 রান করার নিরিখে বিরাট আছেন নবম স্থানে ৷ অন্যদিকে ভারতীয়দের মধ্যে তিনি সুনীল গাভাসকরের সঙ্গে যুগ্মভাবে আছেন চতুর্থ স্থানে ৷ সুনীল গাভাসকর ও বিরাট কোহলি দু’জনেই টেস্টে ক্রিকেটে সাড়ে সাত হাজার রান করতে নিয়েছেন 154টি ইনিংস ৷ যদিও তালিকায় সবার উপরে যুগ্মভাবে আছেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগ ৷ 7 হাজার 500 রান করার ক্ষেত্রে তাঁরা নিয়েছিলেন 144টি ইনিংস ৷

টেস্টে ভারতের মধ্যে দ্রুততম সাড়ে সাত হাজার রানের তালিকায় প্রথম পাঁচ ব্যাটসম্যান হলেন-

1) সচিন তেন্ডুলকার- নিয়েছিলেন 144টি ইনিংস

2) বীরেন্দ্র সেওয়াগ - নিয়েছিলেন 144 টি ইনিংস

3) রাহুতল দ্রাবিড় - নিয়েছিলেন 148 টি ইনিংস

4) বিরাট কোহলি -নিলেন 154টি ইনিংস

5) সুনীল গাভাসকর - নিয়েছিলেন 154টি ইনিংস

আরও পড়ুন : WTC Final : মিলখাকে শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে ভারতীয় ক্রিকেটাররা

শনিবার টস করতে নেমে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন কোহলি ৷ দেশকে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হন তিনি ৷ এতদিন এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ ভারতের অধিনায়কত্বের ব্যাটন হাতে নিয়ে 60টি টেস্ট খেলেছেন ধোনি ৷ আজ কোহলি দেশকে 61তম ম্যাচে অধিনায়কত্ব দিচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.