ETV Bharat / sports

Virat Kohli Ask for Break : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ থেকে অব্যাহতি চাইলেন কোহলি - Virat Kohli Ask for Break

দক্ষিণ আফ্রিকা সফরের আগে আরও একটা ধাক্কা ভারতীয় শিবিরে ৷ টেস্ট সিরিজের পর জানুয়ারি মাসে বিরতি চাইলেন বিরাট কোহলি (Virat Kohli Ask for Break) ৷ বোর্ডের কাছে এমনটাই আবেদন জানিয়েছেন তিনি (Virat Kohli requests BCCI for break) ৷

Virat Kohli Ask for Break
Virat Kohli Ask for Break
author img

By

Published : Dec 14, 2021, 2:45 PM IST

মুম্বই, 14 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ খেলতে চান না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat set to miss ODI series against South Africa ) ৷ বিসিসিআই-কে এমনটাই নাকি জানিয়েছেন বিরাট ৷ আর এর পিছনে ব্যক্তিগত কারণ রয়েছে বলে বোর্ডকে জানিয়েছেন তিনি ৷ কোহলি বোর্ডকে জানিয়েছেন, 3 ম্যাচের টেস্ট সিরিজের পর, জানুয়ারি মাসে তিনি সাময়িক বিরতি চান (Virat Kohli Ask for Break) ৷ কারণ সেই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে চাইছেন ৷ প্রসঙ্গত, আগামী 11 জানুয়ারি বিরাট কোহলির মেয়ে ভামিকার এক বছরের জন্মদিন ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, বোর্ডের একটি সূত্রের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷ ওই সূত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, ‘‘হ্যাঁ, কোহলি জানুয়ারি মাসে সাময়িত বিরতি চেয়েছেন ৷ ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান (Virat Kohli requests BCCI for break) ৷ এর অর্থ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি ৷’’

আরও পড়ুন : Kapil Dev in Kolkata : ‘‘রোহিত, বিরাটকে 83-এর টিকিট পাঠিয়ে দেব’’: কপিল দেব

প্রসঙ্গত, গত সপ্তাহে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান’ডে দলের অধিনায়ক করা হয় ৷ বোর্ডের তরফে এনিয়ে বিবৃতি দিয়ে জানানও হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, রোহিত শর্মা ভারতের ওয়ান’ডে এবং টি-20 দলের অধিনায়কত্ব করবেন ৷ স্বাভাবিকভাবেই বিরাট কোহিল কেবল টেস্ট দলের অধিনায়ক হিসেবে থেকে যান ৷ যার পরেই বোর্ড এবং কোহলির মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে চলে আসে ৷

আরও পড়ুন : Rohit Sharma ruled out : হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত

আর এ সবের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা ৷ এবার বিরাটের ওয়ান’ডে সিরিজ থেকে সরে যাওয়া ভারতীয় ক্রিকেটে নতুন কোনও ঝড়ের ইঙ্গিত কিনা সেই প্রশ্নই উঠছে ৷

মুম্বই, 14 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ খেলতে চান না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat set to miss ODI series against South Africa ) ৷ বিসিসিআই-কে এমনটাই নাকি জানিয়েছেন বিরাট ৷ আর এর পিছনে ব্যক্তিগত কারণ রয়েছে বলে বোর্ডকে জানিয়েছেন তিনি ৷ কোহলি বোর্ডকে জানিয়েছেন, 3 ম্যাচের টেস্ট সিরিজের পর, জানুয়ারি মাসে তিনি সাময়িক বিরতি চান (Virat Kohli Ask for Break) ৷ কারণ সেই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে চাইছেন ৷ প্রসঙ্গত, আগামী 11 জানুয়ারি বিরাট কোহলির মেয়ে ভামিকার এক বছরের জন্মদিন ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, বোর্ডের একটি সূত্রের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷ ওই সূত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, ‘‘হ্যাঁ, কোহলি জানুয়ারি মাসে সাময়িত বিরতি চেয়েছেন ৷ ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান (Virat Kohli requests BCCI for break) ৷ এর অর্থ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি ৷’’

আরও পড়ুন : Kapil Dev in Kolkata : ‘‘রোহিত, বিরাটকে 83-এর টিকিট পাঠিয়ে দেব’’: কপিল দেব

প্রসঙ্গত, গত সপ্তাহে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান’ডে দলের অধিনায়ক করা হয় ৷ বোর্ডের তরফে এনিয়ে বিবৃতি দিয়ে জানানও হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, রোহিত শর্মা ভারতের ওয়ান’ডে এবং টি-20 দলের অধিনায়কত্ব করবেন ৷ স্বাভাবিকভাবেই বিরাট কোহিল কেবল টেস্ট দলের অধিনায়ক হিসেবে থেকে যান ৷ যার পরেই বোর্ড এবং কোহলির মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে চলে আসে ৷

আরও পড়ুন : Rohit Sharma ruled out : হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত

আর এ সবের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা ৷ এবার বিরাটের ওয়ান’ডে সিরিজ থেকে সরে যাওয়া ভারতীয় ক্রিকেটে নতুন কোনও ঝড়ের ইঙ্গিত কিনা সেই প্রশ্নই উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.