ETV Bharat / sports

আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে ফেরার সম্ভাবনা বিরাটের, নেতৃত্বে রোহিত ? জল্পনা তুঙ্গে - India vs Afghanistan

Virat Kohli and Rohit Sharma: 11 জানুয়ারি থেকে শুরু হওয়া টি-20 সিরিজের জন্য উপলব্ধ আছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ ইটিভি ভারতের সঞ্জীব গুহ-কে এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর একটি সূত্র ৷ আজ 3 ম্যাচে টি-20 আন্তর্জাতিকের দল ঘোষণা করবে জাতীয় নির্বাচক কমিটি ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 2:36 PM IST

Updated : Jan 5, 2024, 3:22 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 11 জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ সেই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক কমিটিকে ৷ ফলে 2022 সালে নভেম্বর মাসের পর ফের দুই মহারথীর জাতীয় টি-20 দলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ৷ বিসিসিআইয়ের একটি সূত্র ইটিভি ভারতকে একথা জানিয়েছে ৷

তবে, প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা ভারতীয় টি-20 দলে ফিরলে, এই সিরিজে অধিনায়ক কে হবেন ? কারণ, গত 2 বছরে টি-20 আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ গত দুই সিরিজে পান্ডিয়া না থাকায়, সূর্যকুমার যাদব নেতৃত্ব সামলেছেন ৷ এবার চোটের জন্য 2 মাস মাঠের বাইরে সূর্যও ৷ এই পরিস্থিতিতে হার্দিকও চোট সারিয়ে উঠতে পারেননি ৷ ফলে রোহিত আফগান সিরিজের দলে এলে, এই সিরিজে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি ৷ সেক্ষেত্রে আগামী জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-20 বিশ্বকাপে কে নেতৃত্ব দেবেন ভারতকে ? সেই নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

তবে, বিসিসিআই সূত্রের দাবি অনুযায়ী, জুন মাসে টি-20 বিশ্বকাপের আগে বিরাট এবং রোহিতকে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তৈরি হয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে ৷ আন্তর্জাতিক টি-20তে দুই সিনিয়র ক্রিকেটারের কাছে তাঁদের স্কিল ঝালিয়ে নেওয়ার এটা একটা সুযোগও বলা যেতে পারে ৷ শুক্রবার ইটিভি ভারতকে বোর্ডের সূত্র জানিয়েছে, "এটা এখনও স্পষ্ট নয়, কে দলকে নেতৃত্ব দেবেন ? কিন্তু, রোহিত এবং বিরাট দু’জনেই নিশ্চিত করেছেন, তাঁরা ভারতের হয়ে টি-20 খেলবেন ৷

তবে, অধিনায়ক কে হবেন ? এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পাঁচ সদস্যের নির্বাচক কমিটির বৈঠকে ৷ যেখানে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও থাকবেন ৷ উল্লেখ্য, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর, সলিল আঙ্কোলা এবং শিবসুন্দর দাস দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে রয়েছেন ৷ বাকি দুই নির্বাচক ভার্চুয়ালি ভারত থেকে এই বৈঠকে যোগ দেবেন ৷ মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলেও, জাতীয় দলে রোহিত শর্মা সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্ব দিতে পারেন ৷ তবে, আরও বেশ কয়েকটি নাম নেতৃত্বের জন্য উঠে আসছে ৷

সূত্রের দাবি অনুযায়ী, "কেউ জানেন না রাহুল দ্রাবিড় কী চাইছেন ৷ যদি, নির্বাচকরা এবং কোচ তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার পক্ষে মত দেন, তাহলে রবীন্দ্র জাদেজা এবং শ্রেয়স আইয়ারের মধ্যে কারওকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তুলে আনা হতে পারে ৷" আবার শুভমন গিলের মতো কোনও তরুণকেও টি-20 তে দায়িত্ব দিতে পারে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন:

  1. খোয়া যাওয়া 'ব্যাগি গ্রিন' খুঁজে পেয়ে স্বস্তিতে ডেভিড ওয়ার্নার
  2. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
  3. কেপটাউনে জিতে ম্যান্ডেলার দেশে এক যুগ পর টেস্ট সিরিজ ড্র ভারতের

কলকাতা, 5 জানুয়ারি: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 11 জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ সেই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক কমিটিকে ৷ ফলে 2022 সালে নভেম্বর মাসের পর ফের দুই মহারথীর জাতীয় টি-20 দলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ৷ বিসিসিআইয়ের একটি সূত্র ইটিভি ভারতকে একথা জানিয়েছে ৷

তবে, প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা ভারতীয় টি-20 দলে ফিরলে, এই সিরিজে অধিনায়ক কে হবেন ? কারণ, গত 2 বছরে টি-20 আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ গত দুই সিরিজে পান্ডিয়া না থাকায়, সূর্যকুমার যাদব নেতৃত্ব সামলেছেন ৷ এবার চোটের জন্য 2 মাস মাঠের বাইরে সূর্যও ৷ এই পরিস্থিতিতে হার্দিকও চোট সারিয়ে উঠতে পারেননি ৷ ফলে রোহিত আফগান সিরিজের দলে এলে, এই সিরিজে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি ৷ সেক্ষেত্রে আগামী জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-20 বিশ্বকাপে কে নেতৃত্ব দেবেন ভারতকে ? সেই নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

তবে, বিসিসিআই সূত্রের দাবি অনুযায়ী, জুন মাসে টি-20 বিশ্বকাপের আগে বিরাট এবং রোহিতকে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তৈরি হয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে ৷ আন্তর্জাতিক টি-20তে দুই সিনিয়র ক্রিকেটারের কাছে তাঁদের স্কিল ঝালিয়ে নেওয়ার এটা একটা সুযোগও বলা যেতে পারে ৷ শুক্রবার ইটিভি ভারতকে বোর্ডের সূত্র জানিয়েছে, "এটা এখনও স্পষ্ট নয়, কে দলকে নেতৃত্ব দেবেন ? কিন্তু, রোহিত এবং বিরাট দু’জনেই নিশ্চিত করেছেন, তাঁরা ভারতের হয়ে টি-20 খেলবেন ৷

তবে, অধিনায়ক কে হবেন ? এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পাঁচ সদস্যের নির্বাচক কমিটির বৈঠকে ৷ যেখানে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও থাকবেন ৷ উল্লেখ্য, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর, সলিল আঙ্কোলা এবং শিবসুন্দর দাস দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে রয়েছেন ৷ বাকি দুই নির্বাচক ভার্চুয়ালি ভারত থেকে এই বৈঠকে যোগ দেবেন ৷ মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলেও, জাতীয় দলে রোহিত শর্মা সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্ব দিতে পারেন ৷ তবে, আরও বেশ কয়েকটি নাম নেতৃত্বের জন্য উঠে আসছে ৷

সূত্রের দাবি অনুযায়ী, "কেউ জানেন না রাহুল দ্রাবিড় কী চাইছেন ৷ যদি, নির্বাচকরা এবং কোচ তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার পক্ষে মত দেন, তাহলে রবীন্দ্র জাদেজা এবং শ্রেয়স আইয়ারের মধ্যে কারওকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তুলে আনা হতে পারে ৷" আবার শুভমন গিলের মতো কোনও তরুণকেও টি-20 তে দায়িত্ব দিতে পারে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন:

  1. খোয়া যাওয়া 'ব্যাগি গ্রিন' খুঁজে পেয়ে স্বস্তিতে ডেভিড ওয়ার্নার
  2. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
  3. কেপটাউনে জিতে ম্যান্ডেলার দেশে এক যুগ পর টেস্ট সিরিজ ড্র ভারতের
Last Updated : Jan 5, 2024, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.