ETV Bharat / sports

India's T20 squad against SL : কোহলি-পন্থকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে নামবে ভারত - Ruturaj Gaikwad and Sanju Samson included in T20 squad

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন (Ruturaj Gaikwad and Sanju Samson included in T20 squad) ৷

T20 squad against SL
কোহলি-পন্থকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে নামবে ভারত
author img

By

Published : Feb 19, 2022, 6:48 PM IST

মুম্বই, 19 ফেব্রুয়ারি : শুক্রবার কলকাতায় দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের পরেই বোর্ডের কাছে দিন দশেকের বাবল-ব্রেক চেয়ে নিয়েছিলেন বিরাট কোহলি ৷ কানাঘুষো শোনা যাচ্ছিল টেস্ট সিরিজে আরও শক্তিশালী হয়ে ফিরতেই বোর্ডের কাছে এই আবদার করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ বোর্ড কোহলির সেই ছুটি মঞ্জুরও করে ৷ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-20 স্কোয়াডও ঘোষিত হল কোহলিকে বাইরে রেখে ৷

দাসুন শানাকাদের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবেন না ঋষভ পন্থও (Virat Kohli and Rishabh Pant rested for T20 series against SL) ৷ শুক্রবার মারকাটারি ইনিংস খেলে দলকে সিরিজ জেতানোর পর বোর্ডের কাছে জৈব বলয় থেকে ছুটি চেয়ে নিয়েছেন তিনিও ৷ শনিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে টেস্ট স্কোয়াডের পাশাপাশি টি-20 স্কোয়াড ঘোষণা করেন জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা ৷

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন (Ruturaj Gaikwad and Sanju Samson included in T20 squad) ৷ আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দাপুটে ব্যাটিং করা রুতুরাজকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজেও না-রাখা নিয়ে কম কথা হয়নি ৷ কোহলি টি-20 সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সুযোগ মিলল মহারাষ্ট্রের এই ব্যাটারের ৷

আরও পড়ুন : রোহিতকে নয়া টেস্ট অধিনায়ক বেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের

অন্যদিকে ঋষভ পন্থ না থাকায় ইশান কিষানের সঙ্গে বিকল্প উইকেটরক্ষক হিসেবে লড়াইয়ে সঞ্জু স্যামসন ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর টেস্ট স্কোয়াডের পাশাপাশি টি-20 স্কোয়াডেও ঢুকলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja returns in T20 squad) ৷

একনজরে টি-20 স্কোয়াড : রোহিত (অধিনায়ক), রুতুরাজ, ইশান, সূর্যকুমার, শ্রেয়স, ভেঙ্কটেশ, হুডা, বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর, দীপক, হর্ষল, সিরাজ, স্যামসন, জাদেজা, বিষ্ণোই, চাহাল, কুলদীপ, আবেশ ৷

মুম্বই, 19 ফেব্রুয়ারি : শুক্রবার কলকাতায় দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের পরেই বোর্ডের কাছে দিন দশেকের বাবল-ব্রেক চেয়ে নিয়েছিলেন বিরাট কোহলি ৷ কানাঘুষো শোনা যাচ্ছিল টেস্ট সিরিজে আরও শক্তিশালী হয়ে ফিরতেই বোর্ডের কাছে এই আবদার করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ বোর্ড কোহলির সেই ছুটি মঞ্জুরও করে ৷ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-20 স্কোয়াডও ঘোষিত হল কোহলিকে বাইরে রেখে ৷

দাসুন শানাকাদের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবেন না ঋষভ পন্থও (Virat Kohli and Rishabh Pant rested for T20 series against SL) ৷ শুক্রবার মারকাটারি ইনিংস খেলে দলকে সিরিজ জেতানোর পর বোর্ডের কাছে জৈব বলয় থেকে ছুটি চেয়ে নিয়েছেন তিনিও ৷ শনিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে টেস্ট স্কোয়াডের পাশাপাশি টি-20 স্কোয়াড ঘোষণা করেন জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা ৷

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন (Ruturaj Gaikwad and Sanju Samson included in T20 squad) ৷ আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দাপুটে ব্যাটিং করা রুতুরাজকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজেও না-রাখা নিয়ে কম কথা হয়নি ৷ কোহলি টি-20 সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সুযোগ মিলল মহারাষ্ট্রের এই ব্যাটারের ৷

আরও পড়ুন : রোহিতকে নয়া টেস্ট অধিনায়ক বেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের

অন্যদিকে ঋষভ পন্থ না থাকায় ইশান কিষানের সঙ্গে বিকল্প উইকেটরক্ষক হিসেবে লড়াইয়ে সঞ্জু স্যামসন ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর টেস্ট স্কোয়াডের পাশাপাশি টি-20 স্কোয়াডেও ঢুকলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja returns in T20 squad) ৷

একনজরে টি-20 স্কোয়াড : রোহিত (অধিনায়ক), রুতুরাজ, ইশান, সূর্যকুমার, শ্রেয়স, ভেঙ্কটেশ, হুডা, বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর, দীপক, হর্ষল, সিরাজ, স্যামসন, জাদেজা, বিষ্ণোই, চাহাল, কুলদীপ, আবেশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.