ETV Bharat / sports

কোভিড মোকাবিলায় বিরুষ্কার দান 2 কোটি - virat kohli

করোনা মোকাবিলায় স্বামী বিরাট কোহলির সঙ্গে মিলে কিছু একটা পদক্ষেপ করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্কা শর্মা ৷ কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷

virat kohli and anuska sharma donate 2 crore rupees for covid 19 fight
virat kohli and anuska sharma donate 2 crore rupees for covid 19 fight
author img

By

Published : May 7, 2021, 3:30 PM IST

মুম্বই, 7 মে : আইপিএল স্থগিত হওয়ার পর সদ্য বাড়ি ফিরেছেন ৷ বহুদিন পর পরিবারের কাছে ফিরে অবশ্য বসে রইলেন না বিরাট কোহলি ৷ নেমে পড়লেন করোনা যুদ্ধে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় দান করলেন 2 কোটি টাকা ৷ পাশাপাশি করোনা তহবিল গঠন করে অন্যদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ৷

করোনা মোকাবিলায় স্বামী বিরাট কোহলির সঙ্গে মিলে কিছু একটা পদক্ষেপ করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্কা শর্মা ৷ কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷ কী সেই পদক্ষেপ তা আজ জানালেন বিরুষ্কা ৷ কয়েকমাস আগে কন্যাসন্তানের বাবা-মা হওয়া বিরাট এবং অনুষ্কা দুজনই নিজেদের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ যেখানে বিরুষ্কাকে পাশাপাশি বসে বলতে শোনা যায়, "দিন-রাত যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন তাঁদের কৃতজ্ঞতা জানাই ৷ তাঁদের কাজকে কুর্ণিশ জানাচ্ছি ৷ কিন্তু এই পরিস্থিতিতে তাঁদের সমর্থনের প্রয়োজন ৷ আর তাঁদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন ৷ তাই অনুষ্কা এবং আমি ketto নামে একটি কোভিড তহবিলে অনুদান দিতে এগিয়ে এসেছি ৷ সকলকে অনুরোধ করছি নিজেদের সাধ্যমতো এই তহবিল গড়ে তোলার কাজে সাহায্য করুন ৷"

  • Anushka and I have started a campaign on @ketto, to raise funds for Covid-19 relief, and we would be grateful for your support.

    Let’s all come together and help those around us in need of our support.

    I urge you all to join our movement.

    Link in Bio! 🙏#InThisTogether pic.twitter.com/RjpbOP2i4G

    — Virat Kohli (@imVkohli) May 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনাকে কিস্তিমাত করতে এবার টেরাকোটার আদলে দাবা

তাঁরা আরও বলেন, "আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের বলছি, এই সময়টা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ৷ সকলে মিলে এই কঠিন সময়টা ঠিক উতরে দিতে পারব ৷ একে অপরের পাশে থাকলে এই যুদ্ধে আমরা জয়ী হবই ৷ সবাই সুস্থ থাকুন ৷" জানা গিয়েছে, এই উদ্যোগে বিরুষ্কার 2 কোটি সহ মোট 7 কোটি টাকা করোনা মোকাবিলায় কাজে লাগাতে তৈরি ketto ৷

মুম্বই, 7 মে : আইপিএল স্থগিত হওয়ার পর সদ্য বাড়ি ফিরেছেন ৷ বহুদিন পর পরিবারের কাছে ফিরে অবশ্য বসে রইলেন না বিরাট কোহলি ৷ নেমে পড়লেন করোনা যুদ্ধে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় দান করলেন 2 কোটি টাকা ৷ পাশাপাশি করোনা তহবিল গঠন করে অন্যদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ৷

করোনা মোকাবিলায় স্বামী বিরাট কোহলির সঙ্গে মিলে কিছু একটা পদক্ষেপ করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্কা শর্মা ৷ কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ৷ কী সেই পদক্ষেপ তা আজ জানালেন বিরুষ্কা ৷ কয়েকমাস আগে কন্যাসন্তানের বাবা-মা হওয়া বিরাট এবং অনুষ্কা দুজনই নিজেদের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ যেখানে বিরুষ্কাকে পাশাপাশি বসে বলতে শোনা যায়, "দিন-রাত যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন তাঁদের কৃতজ্ঞতা জানাই ৷ তাঁদের কাজকে কুর্ণিশ জানাচ্ছি ৷ কিন্তু এই পরিস্থিতিতে তাঁদের সমর্থনের প্রয়োজন ৷ আর তাঁদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন ৷ তাই অনুষ্কা এবং আমি ketto নামে একটি কোভিড তহবিলে অনুদান দিতে এগিয়ে এসেছি ৷ সকলকে অনুরোধ করছি নিজেদের সাধ্যমতো এই তহবিল গড়ে তোলার কাজে সাহায্য করুন ৷"

  • Anushka and I have started a campaign on @ketto, to raise funds for Covid-19 relief, and we would be grateful for your support.

    Let’s all come together and help those around us in need of our support.

    I urge you all to join our movement.

    Link in Bio! 🙏#InThisTogether pic.twitter.com/RjpbOP2i4G

    — Virat Kohli (@imVkohli) May 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনাকে কিস্তিমাত করতে এবার টেরাকোটার আদলে দাবা

তাঁরা আরও বলেন, "আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের বলছি, এই সময়টা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ৷ সকলে মিলে এই কঠিন সময়টা ঠিক উতরে দিতে পারব ৷ একে অপরের পাশে থাকলে এই যুদ্ধে আমরা জয়ী হবই ৷ সবাই সুস্থ থাকুন ৷" জানা গিয়েছে, এই উদ্যোগে বিরুষ্কার 2 কোটি সহ মোট 7 কোটি টাকা করোনা মোকাবিলায় কাজে লাগাতে তৈরি ketto ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.