ETV Bharat / sports

Virushka in Nainital: অনুরাগীদের নাগাল এড়িয়ে নীম করৌলি ধামে পুজো, জমজমাট 'বিরুষ্কা'র নৈনিতাল সফর - Virushka are in Nainital at holiday

গতকাল অভিনেত্রী স্ত্রী এবং ছোট্ট কন্যাসন্তানকে নিয়ে হেলিপ্যাডে চড়ে ভাওয়ালির সৈনিক স্কুলে নেমেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক (Kohli landed on the helipad at Sainik School in Bhawali by helicopter) ৷ সৈনিক স্কুলে নামার পর গাড়িতে চেপে তিনজনে কোথায় গিয়েছিলেন, সেটা যদিও অজানা ৷ তবে বৃহস্পতিবার সকালে ফের সস্ত্রীক বেরিয়ে পড়েন বিরাট ৷

Virushka in Nainital
অনুরাগীদের নাগাল এড়িয়ে নীম করৌলি ধামে পুজো, জমজমাট 'বিরুষ্কা'র নৈনিতাল সফর
author img

By

Published : Nov 17, 2022, 5:33 PM IST

নৈনিতাল, 17 নভেম্বর: সাময়িক বিরতি ঘরে বসে উপভোগ করার পক্ষপাতী নন তিনি ৷ তার উপর সদ্যসমাপ্ত টি-20 বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের হতাশা তো রয়েইছে ৷ তাই স্ত্রী-কে নিয়ে আপাতত নৈনিতালে ছুটিতে মজে বিরাট কোহলি (Virushka are in Nainital at holiday) ৷ গতকাল অভিনেত্রী স্ত্রী এবং কন্যাসন্তান ভামিকাকে নিয়ে হেলিপ্যাডে চড়ে ভাওয়ালির সৈনিক স্কুলে নেমেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক (Kohli landed on the helipad at Sainik School in Bhawali by helicopter) ৷

সৈনিক স্কুলে নামার পর গাড়িতে চেপে তিনজনে কোথায় গিয়েছিলেন, সেটা যদিও অজানা ৷ তবে বৃহস্পতিবার সকালে ফের সস্ত্রীক বেরিয়ে পড়েন বিরাট ৷ এদিন তাদের গন্তব্য ছিল বাবা নীম করৌলি ধাম (Virat Kohli and Anushka Sharma reached Neem Karauli Dham in Nainital) ৷ সেখানে পুজো দেওয়ার পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করেন 2022 টি-20 বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক ৷ অন্যদিকে করৌলি ধামে আরতিতে অংশ নেন অনুষ্কা ৷ যিনি সম্প্রতি কলকাতায় তাঁর আগামী ছবির শ্যুটিং শেষ করেছেন ৷

আরও পড়ুন: Virat-Anushka: বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ! যন্ত্রণা ভুলতে অনুষ্কার সঙ্গে শ্বশুরবাড়িতে বিরাট

'বিরুষ্কা'র পৌঁছনোর খবর পেতেই এদিন মন্দির সংলগ্ন চত্বরে ভিড় জমিয়েছিলেন উৎসাহী সমর্থকেরা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করে মুক্তেশ্বরে ফিরে যান দু'জনে ৷ যদিও মন্দির কর্তৃপক্ষের জনাকয়েক সদস্যের সঙ্গে খোলামনে ছবি তোলেন তাঁরা ৷

নৈনিতাল, 17 নভেম্বর: সাময়িক বিরতি ঘরে বসে উপভোগ করার পক্ষপাতী নন তিনি ৷ তার উপর সদ্যসমাপ্ত টি-20 বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের হতাশা তো রয়েইছে ৷ তাই স্ত্রী-কে নিয়ে আপাতত নৈনিতালে ছুটিতে মজে বিরাট কোহলি (Virushka are in Nainital at holiday) ৷ গতকাল অভিনেত্রী স্ত্রী এবং কন্যাসন্তান ভামিকাকে নিয়ে হেলিপ্যাডে চড়ে ভাওয়ালির সৈনিক স্কুলে নেমেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক (Kohli landed on the helipad at Sainik School in Bhawali by helicopter) ৷

সৈনিক স্কুলে নামার পর গাড়িতে চেপে তিনজনে কোথায় গিয়েছিলেন, সেটা যদিও অজানা ৷ তবে বৃহস্পতিবার সকালে ফের সস্ত্রীক বেরিয়ে পড়েন বিরাট ৷ এদিন তাদের গন্তব্য ছিল বাবা নীম করৌলি ধাম (Virat Kohli and Anushka Sharma reached Neem Karauli Dham in Nainital) ৷ সেখানে পুজো দেওয়ার পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করেন 2022 টি-20 বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক ৷ অন্যদিকে করৌলি ধামে আরতিতে অংশ নেন অনুষ্কা ৷ যিনি সম্প্রতি কলকাতায় তাঁর আগামী ছবির শ্যুটিং শেষ করেছেন ৷

আরও পড়ুন: Virat-Anushka: বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ! যন্ত্রণা ভুলতে অনুষ্কার সঙ্গে শ্বশুরবাড়িতে বিরাট

'বিরুষ্কা'র পৌঁছনোর খবর পেতেই এদিন মন্দির সংলগ্ন চত্বরে ভিড় জমিয়েছিলেন উৎসাহী সমর্থকেরা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করে মুক্তেশ্বরে ফিরে যান দু'জনে ৷ যদিও মন্দির কর্তৃপক্ষের জনাকয়েক সদস্যের সঙ্গে খোলামনে ছবি তোলেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.