বেঙ্গালুরু, 19 জুলাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ শুরুর প্রাক্কালে অনাহুত অতিথির মতো বয়ে এসেছিল দুঃসংবাদটা ৷ ফলশ্রুতি হিসেবে জুনে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ তো বটেই, কুঁচকির চোট পরবর্তীতে ইংল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছিল কান্নুর লোকেশ রাহুলকে ৷ গত মাসে তিনি চলে গিয়েছিলেন জার্মানিতে অস্ত্রোপচার সারতে ৷ সেখান থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে আপাতত অনুশীলনরত রাহুল ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের মাধ্যমে বাইশ গজে প্রত্যাবর্তনের অপেক্ষায় দক্ষিণী ব্যাটার ৷
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনরত কেএল রাহুলের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে আন্তর্জালে ৷ যেখানে নেটে ঝুলন গোস্বামীকে ফেস করতে দেখা যাচ্ছে তাঁকে (Video wevt viral as Jhulan Goswami bowls to KL Rahul at NCA nets) ৷ দেশের সবচেয়ে সফল মহিলা পেসারকে নেটে ভালোই সামলাচ্ছেন ওপেনিং ব্যাটার ৷ ভাইরাল ভিডিয়ো অন্তত তেমনটাই বলছে ৷ নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে ঝুলনের সঙ্গে রাহুলের ডুয়েলের এই ভিডিয়ো ৷
-
K L Rahul is batting and Jhulan Goswami is bowling.
— 𝘛𝘶𝘴𝘩𝘢𝘳 ⚡ (@TUSHARBAGGA1M) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
He is fully fit for West Indies tour 💙🔥 #MenInBlue
📍NCA, Bangalore#KlRahul #IndvsWI #INDvsEND
pic.twitter.com/UAfCxhdimc
">K L Rahul is batting and Jhulan Goswami is bowling.
— 𝘛𝘶𝘴𝘩𝘢𝘳 ⚡ (@TUSHARBAGGA1M) July 18, 2022
He is fully fit for West Indies tour 💙🔥 #MenInBlue
📍NCA, Bangalore#KlRahul #IndvsWI #INDvsEND
pic.twitter.com/UAfCxhdimcK L Rahul is batting and Jhulan Goswami is bowling.
— 𝘛𝘶𝘴𝘩𝘢𝘳 ⚡ (@TUSHARBAGGA1M) July 18, 2022
He is fully fit for West Indies tour 💙🔥 #MenInBlue
📍NCA, Bangalore#KlRahul #IndvsWI #INDvsEND
pic.twitter.com/UAfCxhdimc
আরও পড়ুন: একত্রিশেই অবসর, আর ওয়ান ডে খেলবেন না ইংল্যান্ডের বিশ্বজয়ের নায়ক স্টোকস
ইংল্যান্ডকে তাঁদেরই মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে হারিয়ে ঘরের মাঠে এবার 'মেন ইন ব্লু'-র মিশন ওয়েস্ট ইন্ডিজ ৷ 22 জুলাই থেকে শুরু হতে চলা ওয়ান-ডে সিরিজে রাহুল না-খেললেও 29 জুলাই থেকে শুরু হতে চলা টি-20 সিরিজে দলের শরিক হবেন তিনি ৷ তারই প্রস্তুতি চলছে জোরকদমে ৷ অন্যদিকে আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ঘোষিত দলে তাঁর নাম না-থাকলেও 'চাকদা এক্সপ্রেস'-ও ব্যস্ত নিজেকে ফিট রাখতে ৷ আর সে কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকেই বেছে নিয়েছেন বঙ্গ পেসার ৷