মেলবোর্ন, 7 মার্চ : রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য় সম্পন্ন হবে প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের (State Funeral for Shane Warne) ৷ এমনটাই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার এমপি ড্যানিয়েল অ্যান্ড্রুস ৷ একটি টুইট করে ড্যানিয়েল জানান, তিনি ওয়ার্নের পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁরা সাধারণ মানুষকে তাঁদের সঙ্গে শোকপ্রকাশ করার অনুমতি দিয়েছেন (Family of Shane Warne Gives Permission for State Funeral) ৷
ভিক্টোরিয়ান সরকারের ওই এমপি টুইটে লেখেন, ‘‘আজ আবারও আমি ওয়ার্ন পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ শেনের প্রতি সম্মান জানাতে তাঁরা আমার তরফে দেওয়া রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য়ে রাজি হয়েছেন (Victorian Government Arrange State Funeral for Shane Warne) ৷ আমাদের রাজ্য ও দেশের হয়ে তাঁর খেলার মাধ্যমে যে অবদান শেন রেখেছেন, তাঁর সেই অবদানকে সম্মান জানানোর সুযোগ পাবেন ভিক্টোরিয়ানরা ৷ আগামী দিনে সবকিছু চূড়ান্ত করা হবে ৷’’
আরও পড়ুন : Shane Warne Death : ওয়ার্নের মৃত্যু কি অস্বাভাবিক ! মেঝে এবং তোয়ালেতে রক্তের দাগ পেল তাই পুলিশ
-
I've spoken with the Warne family again today and they have accepted my offer of a State Funeral to remember Shane.
— Dan Andrews (@DanielAndrewsMP) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
It will be an opportunity for Victorians to pay tribute to his contribution to his sport, to our state and the country.
Details will be finalised in coming days.
">I've spoken with the Warne family again today and they have accepted my offer of a State Funeral to remember Shane.
— Dan Andrews (@DanielAndrewsMP) March 6, 2022
It will be an opportunity for Victorians to pay tribute to his contribution to his sport, to our state and the country.
Details will be finalised in coming days.I've spoken with the Warne family again today and they have accepted my offer of a State Funeral to remember Shane.
— Dan Andrews (@DanielAndrewsMP) March 6, 2022
It will be an opportunity for Victorians to pay tribute to his contribution to his sport, to our state and the country.
Details will be finalised in coming days.
প্রসঙ্গত, শেন ওয়ার্নের মৃত্যুর তদন্ত শুরু করেছে তাইল্যান্ড পুলিশ ৷ যেখানে বেড়াতে গিয়ে গত শুক্রবার তাঁর ভিলায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায় শেন ওয়ার্নকে ৷ প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে মনে করা হচ্ছে ৷ জানা গিয়েছে, শেন ওয়ার্নের দেহ অস্ট্রেলিয়ায় প্রত্যাপর্ণের আগে রবিবার ময়নাতদন্ত করা হয়েছে ৷
আরও পড়ুন : Shane Warne Death : ওয়ার্নের মৃত্যুতে তাইল্যান্ডের ভিলায় তদন্তে ফরেন্সিক দল
-
I’ve just informed the Warne family that the Government will rename the Great Southern Stand at the MCG - the place he took his hat trick and 700th wicket - to honor Shane and his contribution to the game.
— Dan Andrews (@DanielAndrewsMP) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The S.K. Warne Stand will be a permanent tribute to an amazing Victorian.
">I’ve just informed the Warne family that the Government will rename the Great Southern Stand at the MCG - the place he took his hat trick and 700th wicket - to honor Shane and his contribution to the game.
— Dan Andrews (@DanielAndrewsMP) March 5, 2022
The S.K. Warne Stand will be a permanent tribute to an amazing Victorian.I’ve just informed the Warne family that the Government will rename the Great Southern Stand at the MCG - the place he took his hat trick and 700th wicket - to honor Shane and his contribution to the game.
— Dan Andrews (@DanielAndrewsMP) March 5, 2022
The S.K. Warne Stand will be a permanent tribute to an amazing Victorian.
শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা ক্রিকেট বিশ্ব এবং তাঁর অনুরাগীরা ৷ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা সকলে ওয়ার্নের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ৷ বিশেষ করে মাঠে এবং মাঠের বাইরে যে সব ক্রিকেটারের সঙ্গে ওয়ার্নের অত্যন্ত সুসম্পর্ক ছিল, তাঁরা গভীর শোকপ্রকাশ করেছেন ৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ওয়ার্নের আবক্ষ মূর্তির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা ৷