ETV Bharat / sports

India in T-20 WC: অক্ষর না অশ্বিন ? পাক-মহারণের আগে একাদশ গঠনই মাথাব্যথা রোহিত-দ্রাবিড়ের - রবিচন্দ্রন অশ্বিন

টাইট শিডিউল এবং খেলোয়াড়দের ধারাবাহিক চোটের কারণে গত এক বছরে নিয়মিত একাদশ পায়নি ভারত । ফলে এক্ষেত্রে দেশ-বিদেশের মাটিতে একাধিক খেলোয়াড়কে পরখ করে নিতে পারলেও দলগঠনে তা প্রভাব ফেলছে (India in T-20 World Cup) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 21, 2022, 7:59 PM IST

মেলবোর্ন, 21 অক্টোবর: আর মাত্র একদিন । তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামবে 'রোহিত অ্যান্ড কোং' । অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রবিবারের ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে । অজি মেটারোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস, প্রায় 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যদিও এই মুহূর্তে বৃষ্টি নয়, 'মেন ইন ব্লু'র প্রধান মাথাব্যথা তাদের একাদশ ।

শুক্রবার হেডস্যর রাহুল দ্রাবিড়ের কড়া নজরে নেট-সেশন সেরেছেন অক্ষর প্যাটেল । যদিও ভারতের একাদশে শেষ পর্যন্ত তাঁর শিঁকে ছিড়বে কি না, তা এখনও নিশ্চিত নয় । তার প্রধান কারণ, পাকিস্তানের ব্যাটিং লাইনআপে তিন বাঁ-হাতি রয়েছে । ফখর জামান, মহম্মদ নওয়াজ এবং খুশদিল শাহ'র বিপরীতে অক্ষরকে আনলে ফলাফল কী হবে, তা নিয়ে এখনও সন্দিহান দল । বরং এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন ভালো বিকল্প হবে বলেই মনে করছেন অনেকে (Toss up between Axar and Ashwin) ।

দ্বিতীয়ত, টাইট শিডিউল এবং খেলোয়াড়দের ধারাবাহিক চোটের কারণে গত এক বছরে নিয়মিত একাদশ পায়নি ভারত । ফলে এক্ষেত্রে দেশ-বিদেশের মাটিতে একাধিক খেলোয়াড়কে পরখ করে নিতে পারলেও দলগঠনে তা প্রভাব ফেলছে । শুক্রবারের অনুশীলন দেখেও চূড়ান্ত একাদশ সম্পর্কে ধারণা করা কঠিন, কারণ বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়রা এদিন বিশ্রাম নিয়েছেন ।

এই মুহূর্তে অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার একাদশে নিশ্চিত । দীনেশ কার্তিকের বর্তমান ফর্ম তাঁকে ঋষভ পন্থের চেয়ে এগিয়ে রেখেছে । এদিনও ব্যাটিং সেশনের পরেও ঘাম ঝরিয়েছেন কার্তিক । যদিও পন্থই দলে একমাত্র বাঁ-হাতি ব্যাটার । ফলে কার্তিক এবং পন্থ, দু'জনকেই যদি একাদশে স্থান দেওয়া হয়, তাহলে পান্ডিয়াকে পঞ্চম বোলিং বিকল্প হিসাবে খেলাতে হবে টিম ইন্ডিয়াকে । যা বাবর আজমদের দলের বিরুদ্ধে বুমেরাংও হতে পারে ।

আরও পড়ুন: ‘ম্যাচ রিডিং’এ ধোনির অভাব পূরণে কতটা সক্ষম পন্থ-কার্তিকরা

অন্যদিকে, প্রথম স্পিনার হিসেবে দলে যুজবেন্দ্র চহালের থাকা প্রায় পাকা । অস্ট্রেলিয়ার মাঠে সাইডলাইন কার্যত 'বিরাট', সেখানে চহালের মতো রিস্ট-স্পিনার দলে অপরিহার্য । আর্শদীপ সিং এবং ভুবনেশ্বর কুমারের সঙ্গে শুরু করতে পারেন মহম্মদ শামি । গা-ঘামানো ম্যাচে বঙ্গ-পেসারের দুরন্ত বোলিং একাদশে তাঁর স্থান প্রায় পাকা করে দিয়েছে ।

মেলবোর্ন, 21 অক্টোবর: আর মাত্র একদিন । তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামবে 'রোহিত অ্যান্ড কোং' । অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রবিবারের ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে । অজি মেটারোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস, প্রায় 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যদিও এই মুহূর্তে বৃষ্টি নয়, 'মেন ইন ব্লু'র প্রধান মাথাব্যথা তাদের একাদশ ।

শুক্রবার হেডস্যর রাহুল দ্রাবিড়ের কড়া নজরে নেট-সেশন সেরেছেন অক্ষর প্যাটেল । যদিও ভারতের একাদশে শেষ পর্যন্ত তাঁর শিঁকে ছিড়বে কি না, তা এখনও নিশ্চিত নয় । তার প্রধান কারণ, পাকিস্তানের ব্যাটিং লাইনআপে তিন বাঁ-হাতি রয়েছে । ফখর জামান, মহম্মদ নওয়াজ এবং খুশদিল শাহ'র বিপরীতে অক্ষরকে আনলে ফলাফল কী হবে, তা নিয়ে এখনও সন্দিহান দল । বরং এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন ভালো বিকল্প হবে বলেই মনে করছেন অনেকে (Toss up between Axar and Ashwin) ।

দ্বিতীয়ত, টাইট শিডিউল এবং খেলোয়াড়দের ধারাবাহিক চোটের কারণে গত এক বছরে নিয়মিত একাদশ পায়নি ভারত । ফলে এক্ষেত্রে দেশ-বিদেশের মাটিতে একাধিক খেলোয়াড়কে পরখ করে নিতে পারলেও দলগঠনে তা প্রভাব ফেলছে । শুক্রবারের অনুশীলন দেখেও চূড়ান্ত একাদশ সম্পর্কে ধারণা করা কঠিন, কারণ বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়রা এদিন বিশ্রাম নিয়েছেন ।

এই মুহূর্তে অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার একাদশে নিশ্চিত । দীনেশ কার্তিকের বর্তমান ফর্ম তাঁকে ঋষভ পন্থের চেয়ে এগিয়ে রেখেছে । এদিনও ব্যাটিং সেশনের পরেও ঘাম ঝরিয়েছেন কার্তিক । যদিও পন্থই দলে একমাত্র বাঁ-হাতি ব্যাটার । ফলে কার্তিক এবং পন্থ, দু'জনকেই যদি একাদশে স্থান দেওয়া হয়, তাহলে পান্ডিয়াকে পঞ্চম বোলিং বিকল্প হিসাবে খেলাতে হবে টিম ইন্ডিয়াকে । যা বাবর আজমদের দলের বিরুদ্ধে বুমেরাংও হতে পারে ।

আরও পড়ুন: ‘ম্যাচ রিডিং’এ ধোনির অভাব পূরণে কতটা সক্ষম পন্থ-কার্তিকরা

অন্যদিকে, প্রথম স্পিনার হিসেবে দলে যুজবেন্দ্র চহালের থাকা প্রায় পাকা । অস্ট্রেলিয়ার মাঠে সাইডলাইন কার্যত 'বিরাট', সেখানে চহালের মতো রিস্ট-স্পিনার দলে অপরিহার্য । আর্শদীপ সিং এবং ভুবনেশ্বর কুমারের সঙ্গে শুরু করতে পারেন মহম্মদ শামি । গা-ঘামানো ম্যাচে বঙ্গ-পেসারের দুরন্ত বোলিং একাদশে তাঁর স্থান প্রায় পাকা করে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.