ধরমশালা, 21 অক্টোবর: ভারতের মাটিতে বিশ্বকাপে একমাত্র বিদেশি দল হিসেবে সফল নিউজিল্যান্ড ৷ উপমহাদেশীয় পরিস্থিতিতে বিশ্বকাপ হলেও, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান এখনও পর্যন্ত সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি ৷ সেখানে ভারতের পর, একমাত্র নিউজিল্যান্ড টুর্নামেন্টের ধারাবাহিক সফল দল ৷ আর এই সাফল্যের রহস্য কী ? যা নিয়ে কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম জানালেন, তাঁরা দ্রুত ভারতের পরিস্থিতি অর্থাৎ, আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন ৷ আর সেই কারণে, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করে চলেছে কিউয়িরা ৷
রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড ৷ অতীত পরিসংখ্যান কিউয়িদের পক্ষে কথা বললেও, রবিবারের ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের মাটিতে রোহিত শর্মার দলের বিরুদ্ধে ৷ ফলে ভারত তাঁদের বড় চ্যালেঞ্জ ছুঁড়বে বলে মনে করেন ল্যাথাম ৷ আর এখনও পর্যন্ত টুর্নামেন্টে ভালো খেলার রহস্য হিসেবে তিনি বলেন, ‘‘একটা দল হিসেবে এখানে আমরা কত দ্রুত মানিয়ে নিতে পারছি সেটা বড় বিষয় ৷ আর সেটা যত দ্রুত করা সম্ভব, সেই চেষ্টাটাই করেছি ৷ আমরা ভারতে রয়েছি ৷ এখানে আমরা পুরোপুরি আলাদা পরিবেশ পেয়েছি ৷ তাই দ্রুত মানিয়ে নেওয়া এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেলে, ভালো ফলাফল পাওয়া সম্ভব ৷’’
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তবে, শুধু এই বিশ্বকাপে নয় ৷ 2015 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড হোক বা 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপ ৷ কিউয়িরা লাগাতার দু’টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৷ আর দু’টিতেই রানার-আপ হয়েছে তারা ৷ চ্যাম্পিয়ন হতে না পারলেও, বিশ্বকাপ এই মুহূর্তে ধারাবাহিক দল নিউজিল্যান্ড ৷ যা নিয়ে টম ল্যাথাম বলেন, ‘‘আমাদের সাফল্যের আসল কারণ, নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলা ৷ আর সেটা দীর্ঘসময় ধরে বজায় রাখা ৷ আর একটা ম্যাচ যত বেশি নিজেদের হাতে রাখা যায়, সেই চেষ্টা করে যাওয়া ৷’’
আরও পড়ুন: টেবল-টপারদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া
তবে, 2015 সালে অস্ট্রেলিয়া এবং কিউয়িদের ঘরের মাঠে বিশ্বকাপ হয়েছিল ৷ আর 2019 সালে ইংল্যান্ডে ৷ দু’টি ক্ষেত্রেই আবহাওয়া ও পরিস্থিতি প্রায় একরকম ছিল বলে জানান টম ৷ কিন্তু, এবার ভারতে বিশ্বকাপ হচ্ছে, যা তাঁদের কাছে একেবারে আলাদা পরিস্থিতি ৷ সেই সঙ্গে আগামিকাল প্রতিপক্ষ ভারত নিয়ে সতর্ক টম ল্যাথাম ৷ তিনি বলেন, ‘‘ভারত অসাধারণ একটা দল ৷ আর সেটা আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি ৷ এমনকি বিশ্বকাপের মঞ্চেও তা দেখেছি ৷ ওরা কয়েকবছরে অসাধারণ ক্রিকেট খেলছে ৷ যা দেখতে ভালো লাগে ৷’’ আর যেহেতু বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দু’টি দল মুখোমুখি হতে চলেছে, তাই দ্বৈরথটা আসাধারণ হবে বলে জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক ৷