ETV Bharat / sports

WTC Final : মিলখাকে শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে ভারতীয় ক্রিকেটাররা - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আসল কারণ জানাল ৷ গতকালই প্রয়াত হয়েছেন ভারতীয় স্প্রিন্টার মিলখা সিং ৷ তাঁকে সম্মান জানাতেই হাতে কালো আর্মব্যান্ড ৷

কালো আর্মব্যান্ড পরে ভারতীয় ক্রিকেটাররা
কালো আর্মব্যান্ড পরে ভারতীয় ক্রিকেটাররা
author img

By

Published : Jun 19, 2021, 6:41 PM IST

সাউদাম্পটন, 19 জুন : চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাটিং করতে নামলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ৷ তবে তাঁদের হাতে দেখা গেল কালো আর্মব্যান্ড ৷ কিন্তু কেন ভারতীয় ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরলেন ?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আসল কারণ জানাল ৷ গতকালই প্রয়াত হয়েছেন ভারতীয় স্প্রিন্টার মিলখা সিং ৷ তাঁকে সম্মান জানাতেই হাতে কালো আর্মব্যান্ড ৷ বিসিসিআই টুইট করে একথা নিশ্চিত করেছেন ৷ টুইটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড লেখে, ‘‘মিলখা সিংয়ের স্মৃতিতে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেছেন ৷ কোভিডে আক্রান্ত হয়ে মিলখা সিং প্রয়াত হয়েছেন ৷’’

  • #TeamIndia is wearing black armbands in remembrance of Milkha Singhji, who passed away due to COVID-19. 🙏#WTC21

    — BCCI (@BCCI) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
আরও পড়ুন : Virat Kohli : অনন্য রেকর্ড নেতা কোহলির

দীর্ঘ যুদ্ধের পর শুক্রবার প্রয়াত হয়েছেন 91 বছরের ভারতের প্রাক্তন স্প্রিন্টার মিলখা সিং ৷ চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চারবার এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট ৷ কয়েকদিন আগেই প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী নির্মল কাউর ৷ রোম অলিম্পিক্সে 400 মিটারের দৌড়ে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মিলখা ৷

সাউদাম্পটন, 19 জুন : চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাটিং করতে নামলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ৷ তবে তাঁদের হাতে দেখা গেল কালো আর্মব্যান্ড ৷ কিন্তু কেন ভারতীয় ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরলেন ?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আসল কারণ জানাল ৷ গতকালই প্রয়াত হয়েছেন ভারতীয় স্প্রিন্টার মিলখা সিং ৷ তাঁকে সম্মান জানাতেই হাতে কালো আর্মব্যান্ড ৷ বিসিসিআই টুইট করে একথা নিশ্চিত করেছেন ৷ টুইটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড লেখে, ‘‘মিলখা সিংয়ের স্মৃতিতে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেছেন ৷ কোভিডে আক্রান্ত হয়ে মিলখা সিং প্রয়াত হয়েছেন ৷’’

  • #TeamIndia is wearing black armbands in remembrance of Milkha Singhji, who passed away due to COVID-19. 🙏#WTC21

    — BCCI (@BCCI) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
আরও পড়ুন : Virat Kohli : অনন্য রেকর্ড নেতা কোহলির

দীর্ঘ যুদ্ধের পর শুক্রবার প্রয়াত হয়েছেন 91 বছরের ভারতের প্রাক্তন স্প্রিন্টার মিলখা সিং ৷ চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চারবার এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট ৷ কয়েকদিন আগেই প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী নির্মল কাউর ৷ রোম অলিম্পিক্সে 400 মিটারের দৌড়ে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মিলখা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.