নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: আর মাত্র 6 দিন ৷ তার পরেই ক্রিকেট বিশ্বকাপের মহারণ শুরু হবে ৷ কিন্তু, এই অবস্থায় প্রথম একাদশের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে ছাড়া বিশ্বকাপের মঞ্চে নামছে দক্ষিণ আফ্রিকা ৷ পেসার এনরিক নখিয়া এবং অল-রাউন্ডার সিসান্দা মাগালা ৷ তা সত্ত্বেও প্রোটিয়াস অধিনায়ক তেম্বা বাভুমা বিশ্বাস করেন, তাঁর দল বিশ্বকাপের ত্রয়োদশ সিজনে ইতিহাস গড়বে ৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলের উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কক বিশ্বকাপের পরেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন ৷ তাই তিরিশ বছরের ক্রিকেটারের জন্য এই বিশ্বকাপ জিততে চান অধিনায়ক বাভুমা ৷
মাত্র তিরিশেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন ডি'কক ৷ পারিবারের কঠিন পরিস্থিতির কারণে ক্রিকেট মাঠ থেকে দূরে সরে যাচ্ছেন ৷ টি-20 খেলবেন কিন্তু, তাও কালেভদ্রে ৷ এই পরিস্থিতিতে বন্ধু কুইন্টনকে বিশ্বকাপ উপহার দিতে চান বাভুমা ৷ তবে, তাঁর সামনে পাহাড় প্রমাণ বাধা ৷ দলের প্রধান পেস অস্ত্র এনরিক নখিয়া ফিটনেস ইস্যুতে বাইরে ৷ লোয়ার মিডল-অর্ডারে খেলা অল-রাউন্ডার সিসান্দা মাগালাও ফিটনেস সমস্যার কারণে বাদ ৷ তাঁদের বদলে পেসার লিজাড উইলিয়ামসন এবং অলরাউন্ডার আন্দিলে ফেহলুকওয়ায়োকে 15 জনের দলে সামিল করানো হয়েছে ৷
কিন্তু, এর বাইরে দল হিসেবে খুবই শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ব্রিগেড ৷ যে দলে এডন মার্করাম, ডেভিড মিলার, ব়্যাসি ভ্যানডার ডুসেন, হেনরিক ক্লাসেনের মতো সফল ক্রিকেটাররা রয়েছেন ৷ পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা ৷ রয়েছেন লুঙ্গি এনগিদি, জেরার্ড কোয়েটজির মতো পেসার ৷ কোয়েটজির অভিজ্ঞতা কম থাকলেও, দেড়শোর পেসে যেমন বল করতে পারেন ৷ তেমনি একলাফে 120 কিলোমিটারের স্লোয়ার বলও হাতে রয়েছে ৷ ফলে প্রতিপক্ষের ব্যাটারের বিরুদ্ধে স্লগ-ওভারে ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি ৷
আরও পড়ুন: লয়েড-কপিল থেকে মাহি, ফিরে দেখা বিশ্বকাপ ফাইনালের 'এক ডজন গল্প'
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ 3-2 ফলাফলে জিতেছে প্রোটিয়ারা ৷ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে 2-0 পিছিয়ে থেকে দুরন্ত কামব্যাক করে তেম্বা বাভুমার দল ৷ যেখানে বোলিং বিভাগ যেমন ভালো পারফর্ম করেছে ৷ তার থেকেও বেশি প্রশংসনীয় ছিল তাদের ব্যাটিং ৷ বাভুমা, মার্করাম, ক্লাসেন, মিলার সকলেই দুরন্ত ফর্মে রয়েছেন ৷ লোয়ার-অর্ডারে ফেহলুকওয়ায়ো রানের মধ্যে রয়েছেন ৷
আর উপমহাদেশীয় পরিস্থিতিতে প্রোটিয়াদের হাতে উন্নতমানের স্পিনার রয়েছে ৷ যার নেতৃত্বে থাকবেন স্বয়ং কেশব মহারাজ ৷ ভারতের পরিবেশে তাঁর বাঁ-হাতি স্পিন বোলিং কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে ৷ সঙ্গে রয়েছেন তাবরেজ শামসি ৷ ভারতের পিচে তাঁর রিস্ট স্পিন দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দেবে ৷
প্রোটিয়াস কোচ রব ওয়াল্টার বলছেন, ‘‘অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রথমবার 50 ওভারের বিশ্বকাপ খেলবে, এমন মিলিত দল থাকা খুবই ভালো ৷ আপনি এই ধরনের নতুনদের উত্তেজনাকে ব্যবহার করে অনেকরকম পদক্ষেপ করা যায় ৷’’ দক্ষিণ আফ্রিকা 7 অক্টোবর তাদের প্রথম ম্যাচ খেলতে নামবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ 12 অক্টোবর অজিদের বিরুদ্ধে নামবে প্রোটিয়রা ৷
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানস্যান, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এডন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ব়্যাসি ভ্যানডার ডুসেন, লিজাড উইলিয়ামস ৷