ETV Bharat / sports

ICC World Cup 2023: টেবিল-টপারদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া

India vs New Zealand in ICC Cricket World Cup: বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 9 বারের সাক্ষাৎকারে মাত্র 3 বার ম্যাচ জিতেছে ভারত ৷ আর পাঁচবার ভারতকে হারিয়ে এই দ্বৈরথে এগিয়ে কিউয়িরা ৷ রবিবার রোহিত শর্মার নেতৃত্বে সেই পরিসংখ্যানে বদল আনার লক্ষ্যে মাঠে নামবে মেন ইন ব্লু ৷ লিখছেন ইটিভি ভারতের প্রদীপ সিং রাওয়াত ৷

Image Courtesy: BCCI and BLACKCAPS X
Image Courtesy: BCCI and BLACKCAPS X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 4:21 PM IST

Updated : Oct 21, 2023, 10:52 PM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে 'মেন ইন ব্লু' ৷ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অজেয় এই দুই দল ৷ এবার তারা মুখোমুখি ৷ অতীত রেকর্ড বলছে, বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি টিম ইন্ডিয়া ৷ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে 9 ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে নিউজিল্যান্ড এবং 3 ম্যাচে জয় এসেছে ভারতের ঝুলিতে ৷ আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় ৷

1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে এখনও পর্যন্ত নিউজিল্যান্ড ভারতকে নাস্তানাবুদ করেছে ৷ একমাত্র 1987 এবং 2003 সালের বিশ্বকাপ ম্যাচ বাদে ৷ তাই আগামিকাল বিশ্বকাপের সেরা দু’টি দলের এই দ্বৈরথ দেখার মতো হতে চলেছে ৷ ফিরে দেখা যাক দুই দলের অতীত ম্যাচের পরিসংখ্যান ৷

1975 বিশ্বকাপ

ক্রিকেটের প্রথম বিশ্বকাপ টুর্নামেন্টে দুই দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ হয় ৷ জয় পায় নিউজিল্যান্ড ৷ 60 ওভারের ম্যাচে, ভারত টস জিতে প্রথমে ব্যাট করে 230 রানে অল-আউট হয়ে যায় ৷ সৈয়দ আবিদ আলির 70 রান ছাড়া আর কোনও ব্যাটার স্মরণীয় ইনিংস খেলতে পারেননি ৷ জবাবে নিউজিল্যান্ড দল 58.5 ওভারে 6 উইকেট হারিয়ে 233 রান তুলে ম্যাচ জিতে নেয় ৷ 114 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অধিনায়ক গ্লেন টার্নার ৷

1979 বিশ্বকাপ

দ্বিতীয় বিশ্বকাপে আবারও দুই দল মুখোমুখি হয় ৷ তবে, ফলাফলের কোনও পরিবর্তন হয়নি ৷ টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড ৷ ভেঙ্কটরাঘবনের নেতৃত্বে, ভারতীয় দলের ইনিংস 182 রানে শেষ হয়ে যায় ৷ যেখানে ওপেনিং ব্যাটার কিংবদন্তি সুনীল গাভাসকর 55 রানের একটি ইনিংস খেলেছিলেন ৷ যদিও এর জন্য তিনি 144 বল খেলেন ৷ লক্ষ্য তাড়া করতে আসা নিউজিল্যান্ডের ওপেনার জন রাইট এবং ব্রুস এডগার প্রথম উইকেটে 100 রানের পার্টনারশিপ করে কিউয়িদের জয়ে সিলমোহর দেন ৷ জন রাইটের 48 রান এবং গ্লেন টার্নারের 43 রানের সুবাদে নিউজিল্যান্ড দল 57 ওভারে 2 উইকেট হারিয়ে 183 রান তোলেন ৷ সেই ম্যাচে ভারতকে 8 উইকেটে হারায় নিউজিল্যান্ড ৷

আরও পড়ুন: সংকোচে ছিলেন বিরাট, তাঁর কথাতেই ব্যক্তিগত প্রাপ্তির পিছনে ছোটেন; জানালেন রাহুল

বিশ্বকাপ 1987

ভারত ও পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল এই প্রতিযোগিতার ৷ এই বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড দু’বার মুখোমুখি হয়েছিল ৷ আর দু’বারই ভারতীয় দল নিউজিল্যান্ডকে পরাজিত করে ৷ প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে খেলা হয়েছিল ৷ যেখানে টিম ইন্ডিয়া কপিল দেবের নেতৃত্বে প্রথমে ব্যাট করে 50 ওভারে 252 রান করেছিল ৷ নভজ্যোৎ সিং সিধু খেলেছিলেন 75 রানের ইনিংস ৷ আর কপিল দেব করেছিলেন 58 বলে 72 রান ৷ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও 50 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 236 রান তুলতে পারে তারা ৷ 16 রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল ৷ কপিল দেব ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৷

1987 বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি 'মেন ইন ব্লু'র জন্য অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে এসেছিল ৷ নাগপুরের এই ম্যাচে, নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ 50 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 221 রান সংগ্রহ করে তারা ৷ এই ম্যাচে ভারতীয় বোলার চেতন শর্মা হ্যাটট্রিক করেন ৷ বিশ্বের প্রথম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

সেদিন ভারতের পারফরম্যান্স ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই ৷ 1983 সালের বিশ্বকাপ জয়ীর শিরোপা রক্ষার জন্য মাঠে নেমেছিলেন কপিল দেব এবং সুনীল গাভাসকররা ৷ সানি সেদিন করেন 103 রান ৷ অন্যপ্রান্তে শ্রীকান্তের 75 রানের সুবাদে ভারতীয় দল ম্যাচটি 9 উইকেটে জেতে ৷ মাত্র 32.1 ওভারে 224 রান তুলে ম্যাচ জয় করে ভারত ৷ দুই ওপেনারই প্রথম উইকেটে 136 রান করেছিলেন ৷ শ্রীকান্ত আউট হওয়ার পর, মহম্মদ আজহারউদ্দিন (41 রান) গাভাসকরের সঙ্গে দলের জয় নিশ্চিত করেছিলেন ৷ এই ম্যাচে সুনীল গাভাস্কার ও চেতন শর্মাকে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় ৷

বিশ্বকাপ 1992

92’র বিশ্বকাপে টস জিতে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড ৷ ভারতীয় দল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে 50 ওভারে 6 উইকেট হারিয়ে 230 রান করেছিল সেই ম্যাচে ৷ যেখানে সচিন তেন্ডুলকর 84 রান এবং আজহার 55 রান করেন ৷ জবাবে নিউজিল্যান্ড দল 47.1 ওভারে 6 উইকেট হারিয়ে 231 রান তুলে নেয় ৷ মনোজ প্রভাকর 3টি এবং ভেঙ্কটপতি রাজু 2টি উইকেট নেন ৷

আরও পড়ুন: একটা 'ম্যাড়ম্যাড়ে' জন্মদিন কাটাও, বীরুকে সচিনের অভিনন্দনবার্তা

বিশ্বকাপ 1999

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহম্মদ আজহারউদ্দিন ৷ ভারতীয় দল 50 ওভারে 6 উইকেট হারিয়ে 251 রান তোলে ৷ অজয় জাদেজা সেই ম্যাচে 76 রান করেন ৷ কিন্তু, 35 রান অতিরিক্ত হিসেবে দেয় নিউজিল্যান্ডের বোলাররা ৷ নিউজিল্যান্ড 48.2 ওভারে 5 উইকেট হারিয়ে 253 রান করে ও ম্যাচটি জিতে নেয় ৷ এই জয়ে ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ 4-2-এ পিছিয়ে যায় ৷

বিশ্বকাপ 2003

2003 বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই বিশ্বকাপে ফাইনাল-সহ মাত্র দু’টি ম্যাচ হেরেছিল ভারত ৷ আর দু’টিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একতরফা জয় পায় দাদা’র ভারত ৷ সৌরভ টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন এবং ভারতীয় বোলাররা নিউজিল্যান্ড দলকে 146 রানে গুটিয়ে দেয় ৷ জহির খান 8 ওভারে 42 রান দিয়ে 4 উইকেট নেন ৷ ভারতীয় ব্যাটাররা 40 ওভারে 3 উইকেট হারিয়ে 150 রান তুলে ম্যাচ জেতে ৷ যদিও, মাত্র 21 রানে ভারতের প্রথম 3 উইকেট পড়ে গিয়েছিল ৷ এরপর মহম্মদ কাইফ 68 রান এবং রাহুল দ্রাবিড় 53 রান করে দলকে জয় এনে দেন ৷ দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন জহির খান ৷

আরও পড়ুন: ওয়ার্নারের ইতিহাস গড়ার দিনে শাহিনের হাতে 'মানরক্ষা' পাকিস্তানের

বিশ্বকাপ 2019

এবার প্রায় 16 বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল ৷ এবারও দুই দলের মধ্যে দু’টি ম্যাচ হলেও, লিগের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায় ৷ যেখানে দ্বিতীয়বার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ 50 ওভারে 8 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড 8 উইকেট হারিয়ে 239 রান তোলে ৷ বৃষ্টির কারণে, ম্যাচটি দুই দিনে খেলা হয়েছিল ৷ দ্বিতীয় দিনে রান তাড়া করতে নামার সময় ভারতীয় দলকে ফেভারিট হিসাবে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু, কিউয়ি বোলারদের সামনে ওভার কাস্ট কনডিশনে নতুন বলের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের টপ-অর্ডার ৷ পুরো দল 221 রানে অল-আউট হয়ে যায় ৷

সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রান আউট এবং চোখে জল নিয়ে তাঁর প্যাভিলিয়নে ফিরে যাওয়া ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্তের একটি ৷ আর সেটিই ছিল, ভারতের সর্বকালের সেরা অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্যাচ ৷ যার পর নীরবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাহি ৷ এবার 22 অক্টোবর বিশ্বকাপে দশমবারের মতো মুখোমুখি হবে দুই দল ৷ যে ম্যাচে জয়ী দল সেমিফাইনালে প্রবেশের প্রথম দাবিদার হবে বলে মনে করা হচ্ছে ৷

হায়দরাবাদ, 21 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে 'মেন ইন ব্লু' ৷ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অজেয় এই দুই দল ৷ এবার তারা মুখোমুখি ৷ অতীত রেকর্ড বলছে, বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি টিম ইন্ডিয়া ৷ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে 9 ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে নিউজিল্যান্ড এবং 3 ম্যাচে জয় এসেছে ভারতের ঝুলিতে ৷ আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় ৷

1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে এখনও পর্যন্ত নিউজিল্যান্ড ভারতকে নাস্তানাবুদ করেছে ৷ একমাত্র 1987 এবং 2003 সালের বিশ্বকাপ ম্যাচ বাদে ৷ তাই আগামিকাল বিশ্বকাপের সেরা দু’টি দলের এই দ্বৈরথ দেখার মতো হতে চলেছে ৷ ফিরে দেখা যাক দুই দলের অতীত ম্যাচের পরিসংখ্যান ৷

1975 বিশ্বকাপ

ক্রিকেটের প্রথম বিশ্বকাপ টুর্নামেন্টে দুই দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ হয় ৷ জয় পায় নিউজিল্যান্ড ৷ 60 ওভারের ম্যাচে, ভারত টস জিতে প্রথমে ব্যাট করে 230 রানে অল-আউট হয়ে যায় ৷ সৈয়দ আবিদ আলির 70 রান ছাড়া আর কোনও ব্যাটার স্মরণীয় ইনিংস খেলতে পারেননি ৷ জবাবে নিউজিল্যান্ড দল 58.5 ওভারে 6 উইকেট হারিয়ে 233 রান তুলে ম্যাচ জিতে নেয় ৷ 114 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অধিনায়ক গ্লেন টার্নার ৷

1979 বিশ্বকাপ

দ্বিতীয় বিশ্বকাপে আবারও দুই দল মুখোমুখি হয় ৷ তবে, ফলাফলের কোনও পরিবর্তন হয়নি ৷ টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড ৷ ভেঙ্কটরাঘবনের নেতৃত্বে, ভারতীয় দলের ইনিংস 182 রানে শেষ হয়ে যায় ৷ যেখানে ওপেনিং ব্যাটার কিংবদন্তি সুনীল গাভাসকর 55 রানের একটি ইনিংস খেলেছিলেন ৷ যদিও এর জন্য তিনি 144 বল খেলেন ৷ লক্ষ্য তাড়া করতে আসা নিউজিল্যান্ডের ওপেনার জন রাইট এবং ব্রুস এডগার প্রথম উইকেটে 100 রানের পার্টনারশিপ করে কিউয়িদের জয়ে সিলমোহর দেন ৷ জন রাইটের 48 রান এবং গ্লেন টার্নারের 43 রানের সুবাদে নিউজিল্যান্ড দল 57 ওভারে 2 উইকেট হারিয়ে 183 রান তোলেন ৷ সেই ম্যাচে ভারতকে 8 উইকেটে হারায় নিউজিল্যান্ড ৷

আরও পড়ুন: সংকোচে ছিলেন বিরাট, তাঁর কথাতেই ব্যক্তিগত প্রাপ্তির পিছনে ছোটেন; জানালেন রাহুল

বিশ্বকাপ 1987

ভারত ও পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল এই প্রতিযোগিতার ৷ এই বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড দু’বার মুখোমুখি হয়েছিল ৷ আর দু’বারই ভারতীয় দল নিউজিল্যান্ডকে পরাজিত করে ৷ প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে খেলা হয়েছিল ৷ যেখানে টিম ইন্ডিয়া কপিল দেবের নেতৃত্বে প্রথমে ব্যাট করে 50 ওভারে 252 রান করেছিল ৷ নভজ্যোৎ সিং সিধু খেলেছিলেন 75 রানের ইনিংস ৷ আর কপিল দেব করেছিলেন 58 বলে 72 রান ৷ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও 50 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 236 রান তুলতে পারে তারা ৷ 16 রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল ৷ কপিল দেব ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৷

1987 বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি 'মেন ইন ব্লু'র জন্য অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে এসেছিল ৷ নাগপুরের এই ম্যাচে, নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ 50 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 221 রান সংগ্রহ করে তারা ৷ এই ম্যাচে ভারতীয় বোলার চেতন শর্মা হ্যাটট্রিক করেন ৷ বিশ্বের প্রথম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

সেদিন ভারতের পারফরম্যান্স ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই ৷ 1983 সালের বিশ্বকাপ জয়ীর শিরোপা রক্ষার জন্য মাঠে নেমেছিলেন কপিল দেব এবং সুনীল গাভাসকররা ৷ সানি সেদিন করেন 103 রান ৷ অন্যপ্রান্তে শ্রীকান্তের 75 রানের সুবাদে ভারতীয় দল ম্যাচটি 9 উইকেটে জেতে ৷ মাত্র 32.1 ওভারে 224 রান তুলে ম্যাচ জয় করে ভারত ৷ দুই ওপেনারই প্রথম উইকেটে 136 রান করেছিলেন ৷ শ্রীকান্ত আউট হওয়ার পর, মহম্মদ আজহারউদ্দিন (41 রান) গাভাসকরের সঙ্গে দলের জয় নিশ্চিত করেছিলেন ৷ এই ম্যাচে সুনীল গাভাস্কার ও চেতন শর্মাকে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় ৷

বিশ্বকাপ 1992

92’র বিশ্বকাপে টস জিতে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড ৷ ভারতীয় দল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে 50 ওভারে 6 উইকেট হারিয়ে 230 রান করেছিল সেই ম্যাচে ৷ যেখানে সচিন তেন্ডুলকর 84 রান এবং আজহার 55 রান করেন ৷ জবাবে নিউজিল্যান্ড দল 47.1 ওভারে 6 উইকেট হারিয়ে 231 রান তুলে নেয় ৷ মনোজ প্রভাকর 3টি এবং ভেঙ্কটপতি রাজু 2টি উইকেট নেন ৷

আরও পড়ুন: একটা 'ম্যাড়ম্যাড়ে' জন্মদিন কাটাও, বীরুকে সচিনের অভিনন্দনবার্তা

বিশ্বকাপ 1999

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহম্মদ আজহারউদ্দিন ৷ ভারতীয় দল 50 ওভারে 6 উইকেট হারিয়ে 251 রান তোলে ৷ অজয় জাদেজা সেই ম্যাচে 76 রান করেন ৷ কিন্তু, 35 রান অতিরিক্ত হিসেবে দেয় নিউজিল্যান্ডের বোলাররা ৷ নিউজিল্যান্ড 48.2 ওভারে 5 উইকেট হারিয়ে 253 রান করে ও ম্যাচটি জিতে নেয় ৷ এই জয়ে ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ 4-2-এ পিছিয়ে যায় ৷

বিশ্বকাপ 2003

2003 বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই বিশ্বকাপে ফাইনাল-সহ মাত্র দু’টি ম্যাচ হেরেছিল ভারত ৷ আর দু’টিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একতরফা জয় পায় দাদা’র ভারত ৷ সৌরভ টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন এবং ভারতীয় বোলাররা নিউজিল্যান্ড দলকে 146 রানে গুটিয়ে দেয় ৷ জহির খান 8 ওভারে 42 রান দিয়ে 4 উইকেট নেন ৷ ভারতীয় ব্যাটাররা 40 ওভারে 3 উইকেট হারিয়ে 150 রান তুলে ম্যাচ জেতে ৷ যদিও, মাত্র 21 রানে ভারতের প্রথম 3 উইকেট পড়ে গিয়েছিল ৷ এরপর মহম্মদ কাইফ 68 রান এবং রাহুল দ্রাবিড় 53 রান করে দলকে জয় এনে দেন ৷ দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন জহির খান ৷

আরও পড়ুন: ওয়ার্নারের ইতিহাস গড়ার দিনে শাহিনের হাতে 'মানরক্ষা' পাকিস্তানের

বিশ্বকাপ 2019

এবার প্রায় 16 বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল ৷ এবারও দুই দলের মধ্যে দু’টি ম্যাচ হলেও, লিগের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায় ৷ যেখানে দ্বিতীয়বার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ 50 ওভারে 8 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড 8 উইকেট হারিয়ে 239 রান তোলে ৷ বৃষ্টির কারণে, ম্যাচটি দুই দিনে খেলা হয়েছিল ৷ দ্বিতীয় দিনে রান তাড়া করতে নামার সময় ভারতীয় দলকে ফেভারিট হিসাবে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু, কিউয়ি বোলারদের সামনে ওভার কাস্ট কনডিশনে নতুন বলের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের টপ-অর্ডার ৷ পুরো দল 221 রানে অল-আউট হয়ে যায় ৷

সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রান আউট এবং চোখে জল নিয়ে তাঁর প্যাভিলিয়নে ফিরে যাওয়া ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্তের একটি ৷ আর সেটিই ছিল, ভারতের সর্বকালের সেরা অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্যাচ ৷ যার পর নীরবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাহি ৷ এবার 22 অক্টোবর বিশ্বকাপে দশমবারের মতো মুখোমুখি হবে দুই দল ৷ যে ম্যাচে জয়ী দল সেমিফাইনালে প্রবেশের প্রথম দাবিদার হবে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Oct 21, 2023, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.