ETV Bharat / sports

Asia Cup 2023: পাকিস্তান-সহ এশিয়া কাপে প্রথম দু'ম্যাচে নেই রাহুল, জানিয়ে দিলেন দ্রাবিড় - BCCI

KL Rahul will Miss First half of Asia Cup: কেএল রাহুল এশিয়া কাপের ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাচ্ছেন না ৷ আজ কোচ রাহুল দ্রাবিড় এই খবর নিশ্চিতভাবে জানিয়ে দিলেন ৷ 4 সেপ্টেম্বর ফের এ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট ৷

Image Courtesy: Video Capture (BCCI Twitter)
Image Courtesy: Video Capture (BCCI Twitter)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 3:10 PM IST

বেঙ্গালুরু, 29 অগস্ট: এশিয়া কাপের প্রথম দু'ম্যাচে নেই কান্নুর লোকেশ রাহুল ৷ মঙ্গলবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় দলের প্রথম দিনের প্রস্তুতি শিবিরে এই খবর নিশ্চিত করেছেন কোচ রাহুল দ্রাবিড় ৷ এশিয়া কাপের জন্য কলম্বো উড়ে যাওয়ার আগে আজ থেকে প্রস্তুতি শুরু করেছেন দলের 17 জন ক্রিকেটার ৷ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, তিলক বর্মাদের ব্যাটিংয়ে কড়া নজরদারি চালালেন দলের হেডস্যর ৷ বোলিংয়েও শামি, বুমরা, সিরাজদের উপরেও নজর ছিল বোলিং কোচ পরশ মামব্রের ৷

এদিন বেঙ্গালুরুতে অনুশীলনে উপস্থিত ছিলেন কেএল রাহুল ৷ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন না তিনি ৷ পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই ৷ আজ বিসিসিআই টুইটারে কোচ রাহুল দ্রাবিড়কে উল্লেখ করে একথা জানিয়েছে ৷ রাহুল দ্রাবিড় বলেছেন, "আমরা যখন শ্রীলঙ্কা সফরে থাকব ৷ আগামী কয়েকদিন কেএল এনসিএ'তে থাকবেন ৷ আমরা 4 সেপ্টেম্বর আবার ওর চোটের বিষয়টি মূল্যায়ণ করব ৷ তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

তবে, কেএল রাহুলের যে চোট রয়েছে, তার থেকে দ্রুত সুস্থ হচ্ছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ কোচ রাহুল দ্রাবিড় বলেন, "লক্ষ্মণ খুব ভালো ৷ কেএল আমাদের সঙ্গে প্রায় একসপ্তাহের ভালো সময় কাটিয়েছে ৷ খেলতে পারছে ৷ সেই সঙ্গে দ্রুত উন্নতিও করছে ৷ তবে, ক্যান্ডিতে প্রথমভাগের সফরে আমরা ওকে পাচ্ছি না ৷ প্রথম দু’টি ম্যাচে ও খেলবে না ৷’’ তবে, আজ বিসিসিআই-এর পোস্ট করা ভারতীয় দলের অনুশীলনে কেএল রাহুলকে হালকা ড্রিল করতে দেখা গিয়েছে ৷ সেই সঙ্গে উইকেট কিপিংও করেছেন তিনি ৷ তবে, নেটে ব্যাট করতে দেখা গিয়েছে স্ট্যান্ডবাই সঞ্জু স্যামসনকে ৷

আরও পড়ুন: তাঁর চেয়ে বেশি কেউ বিশ্বকাপ জিততে চায় না, ক্রিকেট যজ্ঞের আগে ‘বিরাট’ বার্তা কোহলির

এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ 2 সেপ্টেম্বর শনিবার ৷ ওই দিন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন রোহিত শর্মারা ৷ দ্বিতীয় ম্যাচে 4 সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল ৷ দু’টি ম্যাচই হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ৷ আগামিকাল পাকিস্তানের মুলতানে আয়োজক পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নামবে নেপাল ৷ দ্বিতীয় ম্যাচে 31 অগস্ট কলোম্বর পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা ৷

বেঙ্গালুরু, 29 অগস্ট: এশিয়া কাপের প্রথম দু'ম্যাচে নেই কান্নুর লোকেশ রাহুল ৷ মঙ্গলবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় দলের প্রথম দিনের প্রস্তুতি শিবিরে এই খবর নিশ্চিত করেছেন কোচ রাহুল দ্রাবিড় ৷ এশিয়া কাপের জন্য কলম্বো উড়ে যাওয়ার আগে আজ থেকে প্রস্তুতি শুরু করেছেন দলের 17 জন ক্রিকেটার ৷ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, তিলক বর্মাদের ব্যাটিংয়ে কড়া নজরদারি চালালেন দলের হেডস্যর ৷ বোলিংয়েও শামি, বুমরা, সিরাজদের উপরেও নজর ছিল বোলিং কোচ পরশ মামব্রের ৷

এদিন বেঙ্গালুরুতে অনুশীলনে উপস্থিত ছিলেন কেএল রাহুল ৷ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন না তিনি ৷ পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই ৷ আজ বিসিসিআই টুইটারে কোচ রাহুল দ্রাবিড়কে উল্লেখ করে একথা জানিয়েছে ৷ রাহুল দ্রাবিড় বলেছেন, "আমরা যখন শ্রীলঙ্কা সফরে থাকব ৷ আগামী কয়েকদিন কেএল এনসিএ'তে থাকবেন ৷ আমরা 4 সেপ্টেম্বর আবার ওর চোটের বিষয়টি মূল্যায়ণ করব ৷ তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

তবে, কেএল রাহুলের যে চোট রয়েছে, তার থেকে দ্রুত সুস্থ হচ্ছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ কোচ রাহুল দ্রাবিড় বলেন, "লক্ষ্মণ খুব ভালো ৷ কেএল আমাদের সঙ্গে প্রায় একসপ্তাহের ভালো সময় কাটিয়েছে ৷ খেলতে পারছে ৷ সেই সঙ্গে দ্রুত উন্নতিও করছে ৷ তবে, ক্যান্ডিতে প্রথমভাগের সফরে আমরা ওকে পাচ্ছি না ৷ প্রথম দু’টি ম্যাচে ও খেলবে না ৷’’ তবে, আজ বিসিসিআই-এর পোস্ট করা ভারতীয় দলের অনুশীলনে কেএল রাহুলকে হালকা ড্রিল করতে দেখা গিয়েছে ৷ সেই সঙ্গে উইকেট কিপিংও করেছেন তিনি ৷ তবে, নেটে ব্যাট করতে দেখা গিয়েছে স্ট্যান্ডবাই সঞ্জু স্যামসনকে ৷

আরও পড়ুন: তাঁর চেয়ে বেশি কেউ বিশ্বকাপ জিততে চায় না, ক্রিকেট যজ্ঞের আগে ‘বিরাট’ বার্তা কোহলির

এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ 2 সেপ্টেম্বর শনিবার ৷ ওই দিন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন রোহিত শর্মারা ৷ দ্বিতীয় ম্যাচে 4 সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল ৷ দু’টি ম্যাচই হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ৷ আগামিকাল পাকিস্তানের মুলতানে আয়োজক পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নামবে নেপাল ৷ দ্বিতীয় ম্যাচে 31 অগস্ট কলোম্বর পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.