ETV Bharat / sports

Asian Games 2023: যস্বশীর সেঞ্চুরি, এশিয়ান গেমস ক্রিকেটের শেষ চারে ভারত - রিংকু সিং

Indian Cricket Team Qualify to Semifinals in 19th Asian Games: 19 তম এশিয়াডে ক্রিকেটের সেমি-ফাইনালে পৌঁছাল ভারত ৷ আজ নেপালকে 23 রানে হারিয়ে 6 অক্টোবরের সেমি-ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়রা ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 2:39 PM IST

হ্যাংঝাউ, 3 অক্টোবর: যস্বশী জয়সওয়ালের সেঞ্চুরির সুবাদে এশিয়াডে জয় দিয়ে শুরু করল ভারতীয় ক্রিকেট দল ৷ কোয়ার্টার ফাইনালে নেপালকে 23 রানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল ভারত ৷ মঙ্গলবার হ্যাংঝাউয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এশিয়াডে ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৷ যেখানে 49 বলে 100 রানের ইনিংস খেলেন যশস্বী ৷ তাঁর এবং মিডল-অর্ডারে নামা রিংকু সিংয়ের 15 বলে অপরাজিত 37 রানের ইনিংসে ভর করে ভারত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 202 রান তোলেন ৷ জবাবে নেপাল 9 উইকেট হারিয়ে 179 রানের বেশি তুলতে পারেনি ৷

ম্যাচ হারলেও এদিন টুর্নামেন্টের ফেভারিট ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন নেপালের ব্যাটাররা ৷ তবে দিনের শুরুতে যশস্বী এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথম উইকেটে 103 রান তোলেন ৷ সেঞ্চুরি পার্টনারশিপ হলেও, অধিনায়ক রুতুরাজকে একেবারেই ছন্দে দেখা যায়নি ৷ তিনি 23 বলে 25 রান করেন ৷ এরপর তিলক বর্মাও ব্যাট করতে নেমে 10 বলে মাত্র 2 রানে আউট হন ৷ ভারতীয় জার্সিতে আত্মপ্রকাশ করা স্টাম্পার-ব্যাটার অভিষেক শর্মা 4 বলে 5 রান করে ফিরে যান ৷ এরই মাঝে একমাত্র ছন্দে থাকা যস্বশীর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷

প্রথম 10 ওভারে একশোর বেশি রান তুললেও, নেপালের দুরন্ত বোলিংয়ে ভারতের 170 রান তোলা কঠিন বলে মনে হচ্ছিল ৷ কিন্তু শিবম দুবের 19 বলে 25 রানের অ্যাংকর ইনিংস এবং 6 নম্বরে নেমে রিংকু সিংয়ের 15 বলে 37 রানের বিস্ফোরক ইনিংসে ভারত 202 রান তুলতে সক্ষম হয় ৷

আরও পড়ুন: তিরন্দাজির ফাইনালে অভিষেক-ওজাস, পদক নিশ্চিত করলেন জ্যোতি সুরেখাও

তবে, 203 রান তাড়া করতে নেমে ভারতীয় দলকে চাপে ফেলে দেয় নেপাল ৷ মাঠ ছোট হওয়ার কারণে, পেসারদের বলের গতি তাঁদের বিপক্ষে যেতে থাকে ৷ তবে, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নেওয়ায় চাপের পরিস্থিতি থেকে বেরিয়ে আসে ভারত ৷ এ দিন ভারতের পেস বিভাগ খুব একটা সুবিধা করতে পারেনি ৷ আরশদীপ সিং এবং শিবম দুবের বিরুদ্ধে আক্রমণে যান নেপালের ব্যাটাররা ৷ তবে, অভিষেক ম্যাচ খেলা বাঁ-হাতি স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোর ও লেগ-স্পিনার রবি বিষ্ণোই এবং পেসার আবেশ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ম্যাচ বের করে নেয় ৷ আগামী শুক্রবার ভারতীয় দল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ৷

হ্যাংঝাউ, 3 অক্টোবর: যস্বশী জয়সওয়ালের সেঞ্চুরির সুবাদে এশিয়াডে জয় দিয়ে শুরু করল ভারতীয় ক্রিকেট দল ৷ কোয়ার্টার ফাইনালে নেপালকে 23 রানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল ভারত ৷ মঙ্গলবার হ্যাংঝাউয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এশিয়াডে ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৷ যেখানে 49 বলে 100 রানের ইনিংস খেলেন যশস্বী ৷ তাঁর এবং মিডল-অর্ডারে নামা রিংকু সিংয়ের 15 বলে অপরাজিত 37 রানের ইনিংসে ভর করে ভারত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 202 রান তোলেন ৷ জবাবে নেপাল 9 উইকেট হারিয়ে 179 রানের বেশি তুলতে পারেনি ৷

ম্যাচ হারলেও এদিন টুর্নামেন্টের ফেভারিট ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন নেপালের ব্যাটাররা ৷ তবে দিনের শুরুতে যশস্বী এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথম উইকেটে 103 রান তোলেন ৷ সেঞ্চুরি পার্টনারশিপ হলেও, অধিনায়ক রুতুরাজকে একেবারেই ছন্দে দেখা যায়নি ৷ তিনি 23 বলে 25 রান করেন ৷ এরপর তিলক বর্মাও ব্যাট করতে নেমে 10 বলে মাত্র 2 রানে আউট হন ৷ ভারতীয় জার্সিতে আত্মপ্রকাশ করা স্টাম্পার-ব্যাটার অভিষেক শর্মা 4 বলে 5 রান করে ফিরে যান ৷ এরই মাঝে একমাত্র ছন্দে থাকা যস্বশীর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷

প্রথম 10 ওভারে একশোর বেশি রান তুললেও, নেপালের দুরন্ত বোলিংয়ে ভারতের 170 রান তোলা কঠিন বলে মনে হচ্ছিল ৷ কিন্তু শিবম দুবের 19 বলে 25 রানের অ্যাংকর ইনিংস এবং 6 নম্বরে নেমে রিংকু সিংয়ের 15 বলে 37 রানের বিস্ফোরক ইনিংসে ভারত 202 রান তুলতে সক্ষম হয় ৷

আরও পড়ুন: তিরন্দাজির ফাইনালে অভিষেক-ওজাস, পদক নিশ্চিত করলেন জ্যোতি সুরেখাও

তবে, 203 রান তাড়া করতে নেমে ভারতীয় দলকে চাপে ফেলে দেয় নেপাল ৷ মাঠ ছোট হওয়ার কারণে, পেসারদের বলের গতি তাঁদের বিপক্ষে যেতে থাকে ৷ তবে, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নেওয়ায় চাপের পরিস্থিতি থেকে বেরিয়ে আসে ভারত ৷ এ দিন ভারতের পেস বিভাগ খুব একটা সুবিধা করতে পারেনি ৷ আরশদীপ সিং এবং শিবম দুবের বিরুদ্ধে আক্রমণে যান নেপালের ব্যাটাররা ৷ তবে, অভিষেক ম্যাচ খেলা বাঁ-হাতি স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোর ও লেগ-স্পিনার রবি বিষ্ণোই এবং পেসার আবেশ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ম্যাচ বের করে নেয় ৷ আগামী শুক্রবার ভারতীয় দল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.