ETV Bharat / sports

Virat Kohli : বিরাটকে বল করিয়ে হার্দিকের বিকল্প খোঁজার চেষ্টা ভারতের - হার্দিক পান্ডিয়া

রোহিত কিন্তু জানিয়ে গেলেন বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে বল করার মত অবস্থায় পৌঁছে যাবেন হার্দিক ৷ তবুও কিন্তু থেকেই যাচ্ছে ৷ আর সে কারণেই বিরাটকে বিকল্প হিসেবে দেখে নিলেন অধিনায়ক রোহিত ৷ নেটিজেনদের বিশ্বাস অন্তত তেমনটাই ৷

Virat Kohli
বিরাটকে বল করিয়ে হার্দিকের বিকল্প খোঁজার চেষ্টা ভারতের
author img

By

Published : Oct 20, 2021, 10:15 PM IST

দুবাই, 20 অক্টোবর : হার্দিক পান্ডিয়া টি-20 বিশ্বকাপে বল না করতে পারলেও ভারতের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ৷ বাকিরা সেই অভাব পূরণ করে দিতে প্রস্তুত ৷ প্রথম অনুশীলন ম্যাচের পর জানিয়েছিলেন কপিল দেব ৷ বুধবার দ্বিতীয় অনুশীলন ম্যাচেও বল করলেন না হার্দিক ৷ কিন্তু পরীক্ষা-নিরীক্ষা জারি রইল দলে ৷

দিনের প্রথম চমকটা ছিল কোহলির পরিবর্তে রোহিতের টস করতে মাঠে আসা ৷ এরপর চমক বাড়িয়ে স্টিভ স্মিথদের বিরুদ্ধে হাতে বল তুলে নিলেন কোহলি ৷ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বলে কথা, এমনি এমনি তো আর অনুশীলন ম্যাচে বল হাতে তুলে নেবেন না কোহলি ৷ তাহলে কি হার্দিকের বিকল্প হিসেবে এদিন বল হাতে ষষ্ঠ বোলার কোহলিকে দেখে নিল ম্য়ানেজমেন্ট ? প্রশ্ন ঘুরপাক খেল ইতিউতি ৷

যদিও রোহিত কিন্তু জানিয়ে গেলেন বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে বল করার মত অবস্থায় পৌঁছে যাবেন হার্দিক ৷ তবুও কিন্তু থেকেই যাচ্ছে ৷ আর সে কারণেই বিরাটকে বিকল্প হিসেবে দেখে নিলেন অধিনায়ক রোহিত ৷ নেটিজেনদের বিশ্বাস অন্তত তেমনটাই ৷

আরও পড়ুন : 'মেন্টর ধোনি'র উপস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, বলছেন লোকেশ রাহুল

ফিঞ্চদের বিরুদ্ধে এদিন 2 ওভার হাত ঘুরিয়ে 12 রান খরচ করলেন বিরাট ৷ অজিদের বিরুদ্ধে জিততে যদিও বিরাটকে ব্যাট হাতে নামতে হয়নি ৷ প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার দেওয়া 153 রালের লক্ষ্যমাত্রা 13 বল বাকি থাকতেই তুলে দেয় ভারতীয় দল ৷ ইংরেজদের পর 'অজি বধ' করে বিশ্বকাপের প্রস্তুতি সারে টিম ইন্ডিয়া ৷

দুবাই, 20 অক্টোবর : হার্দিক পান্ডিয়া টি-20 বিশ্বকাপে বল না করতে পারলেও ভারতের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ৷ বাকিরা সেই অভাব পূরণ করে দিতে প্রস্তুত ৷ প্রথম অনুশীলন ম্যাচের পর জানিয়েছিলেন কপিল দেব ৷ বুধবার দ্বিতীয় অনুশীলন ম্যাচেও বল করলেন না হার্দিক ৷ কিন্তু পরীক্ষা-নিরীক্ষা জারি রইল দলে ৷

দিনের প্রথম চমকটা ছিল কোহলির পরিবর্তে রোহিতের টস করতে মাঠে আসা ৷ এরপর চমক বাড়িয়ে স্টিভ স্মিথদের বিরুদ্ধে হাতে বল তুলে নিলেন কোহলি ৷ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বলে কথা, এমনি এমনি তো আর অনুশীলন ম্যাচে বল হাতে তুলে নেবেন না কোহলি ৷ তাহলে কি হার্দিকের বিকল্প হিসেবে এদিন বল হাতে ষষ্ঠ বোলার কোহলিকে দেখে নিল ম্য়ানেজমেন্ট ? প্রশ্ন ঘুরপাক খেল ইতিউতি ৷

যদিও রোহিত কিন্তু জানিয়ে গেলেন বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে বল করার মত অবস্থায় পৌঁছে যাবেন হার্দিক ৷ তবুও কিন্তু থেকেই যাচ্ছে ৷ আর সে কারণেই বিরাটকে বিকল্প হিসেবে দেখে নিলেন অধিনায়ক রোহিত ৷ নেটিজেনদের বিশ্বাস অন্তত তেমনটাই ৷

আরও পড়ুন : 'মেন্টর ধোনি'র উপস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, বলছেন লোকেশ রাহুল

ফিঞ্চদের বিরুদ্ধে এদিন 2 ওভার হাত ঘুরিয়ে 12 রান খরচ করলেন বিরাট ৷ অজিদের বিরুদ্ধে জিততে যদিও বিরাটকে ব্যাট হাতে নামতে হয়নি ৷ প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার দেওয়া 153 রালের লক্ষ্যমাত্রা 13 বল বাকি থাকতেই তুলে দেয় ভারতীয় দল ৷ ইংরেজদের পর 'অজি বধ' করে বিশ্বকাপের প্রস্তুতি সারে টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.