ETV Bharat / sports

India Tour Of SA : ওয়ান্ডারার্স অতীত, ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে কেপটাউনে পা টিম ইন্ডিয়ার - Indian Players Recieve Warm Welcome In Cape Town

দু'দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে এদিন দ্রাবিড়বাহিনীকে ঊষ্ণ অভ্যর্থনা জানাল কেপটাউন (Indian Players Recieve Warm Welcome In Cape Town) ৷ তবে এত সবকিছুর মধ্যেও কড়া নিরাপত্তা বলয় অটুট বিরাটদের জন্য ৷

India Tour Of SA
ওয়ান্ডারার্স অতীত, ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে কেপটাউনে পা টিম ইন্ডিয়ার
author img

By

Published : Jan 8, 2022, 9:58 PM IST

Updated : Jan 8, 2022, 10:20 PM IST

কেপটাউন, 8 জানুয়ারি : সপ্তাহ ঘুরতে না-ঘুরতে ভারতীয় শিবিরের চেনা হাসিখুশি ভাবটা উধাও ৷ ওয়ান্ডারার্সে হার বদলে দিয়েছে অনেক সমীকরণ ৷ তবে থমথমে পরিবেশের মধ্যেও দ্বিতীয় টেস্টে হার থেকে শিক্ষা নিয়ে সংকল্পবদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা ৷ এই পরিস্থিতিতে শনিবার জো'বার্গ থেকে কেপটাউনে পৌঁছে গেল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি (Team India Arrive In Cape Town On Saturday) ৷ 11 জানুয়ারি সেখানে সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া ৷

ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন দলের কেপটাউন যাত্রার একটি ভিডিও শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ দু'দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে কেপটাউনে এদিন দ্রাবিড়বাহিনীকে ঊষ্ণ অভ্যর্থনা জানায় কেপটাউন (Indian Players Recieve Warm Welcome In Cape Town) ৷

তবে এত সবকিছুর মধ্যেও কড়া নিরাপত্তা বলয় অটুট বিরাটদের জন্য ৷ জৈব বলয়ে থেকেই নিউল্যান্ডসে প্রস্তুতি সারবেন বিরাট-রাহানেরা ৷ সব ঠিক থাকলে রবিবারেই নিউল্যান্ডসে অনুশীলনে নামবে ভারত ৷ একইদিনে কেপটাউনে পৌঁছল প্রোটিয়ারাও ৷ ওয়ান্ডারার্সে 113 রানে জয় কেপটাউন টেস্টের আগে প্রোটিয়াদের যে বাড়তি উদ্দীপ্ত করবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন : IND vs SA : ওয়ান্ডারার্সে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

অন্যদিকে ম্যান্ডেলার দেশে প্রথমবার সিরিজ জিততে ওয়ান্ডারার্সের ভুল শুধরে নিতে চাইবে ভারতীয় দল ৷ পিঠের চোট সারিয়ে বিরাটের দলে প্রত্যাবর্তন নিশ্চিত ৷ সেঞ্চুরিয়নে ইতিহাসের স্মৃতি কি কেপটাউনে উস্কে দিতে পারবে বিরাটের দল, উত্তরের অপেক্ষায় অনুরাগীরা ৷

কেপটাউন, 8 জানুয়ারি : সপ্তাহ ঘুরতে না-ঘুরতে ভারতীয় শিবিরের চেনা হাসিখুশি ভাবটা উধাও ৷ ওয়ান্ডারার্সে হার বদলে দিয়েছে অনেক সমীকরণ ৷ তবে থমথমে পরিবেশের মধ্যেও দ্বিতীয় টেস্টে হার থেকে শিক্ষা নিয়ে সংকল্পবদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা ৷ এই পরিস্থিতিতে শনিবার জো'বার্গ থেকে কেপটাউনে পৌঁছে গেল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি (Team India Arrive In Cape Town On Saturday) ৷ 11 জানুয়ারি সেখানে সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া ৷

ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন দলের কেপটাউন যাত্রার একটি ভিডিও শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ দু'দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে কেপটাউনে এদিন দ্রাবিড়বাহিনীকে ঊষ্ণ অভ্যর্থনা জানায় কেপটাউন (Indian Players Recieve Warm Welcome In Cape Town) ৷

তবে এত সবকিছুর মধ্যেও কড়া নিরাপত্তা বলয় অটুট বিরাটদের জন্য ৷ জৈব বলয়ে থেকেই নিউল্যান্ডসে প্রস্তুতি সারবেন বিরাট-রাহানেরা ৷ সব ঠিক থাকলে রবিবারেই নিউল্যান্ডসে অনুশীলনে নামবে ভারত ৷ একইদিনে কেপটাউনে পৌঁছল প্রোটিয়ারাও ৷ ওয়ান্ডারার্সে 113 রানে জয় কেপটাউন টেস্টের আগে প্রোটিয়াদের যে বাড়তি উদ্দীপ্ত করবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন : IND vs SA : ওয়ান্ডারার্সে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

অন্যদিকে ম্যান্ডেলার দেশে প্রথমবার সিরিজ জিততে ওয়ান্ডারার্সের ভুল শুধরে নিতে চাইবে ভারতীয় দল ৷ পিঠের চোট সারিয়ে বিরাটের দলে প্রত্যাবর্তন নিশ্চিত ৷ সেঞ্চুরিয়নে ইতিহাসের স্মৃতি কি কেপটাউনে উস্কে দিতে পারবে বিরাটের দল, উত্তরের অপেক্ষায় অনুরাগীরা ৷

Last Updated : Jan 8, 2022, 10:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.