ETV Bharat / sports

Team India diet plan controversy : ভারতীয় দলের খাদ্য়তালিকায় কেবল 'হালাল মিট', টুইটারে প্রশ্নের ঝড় নেটাগরিকদের

দলের অধিকাংশ ক্রিকেটার যেখানে নন-মুসলিম, সেখানে কেন শুধুমাত্র হালাল মিট খাদ্য়াভ্য়াসে অন্তর্ভুক্ত হবে ৷ প্রশ্ন নেটাগরিকদের ৷ রাজনৈতিক স্তরেও এই ঘটনার ব্য়াপক প্রভাব পড়েছে ৷ বিজেপি নেতা গৌরব গোয়েল টুইটারে লিখেছেন, বিসিসিআই'য়ের উচিৎ এখনই এই ডায়েট প্রত্য়াহার করা ৷

Team India diet plan in controversy
ভারতীয় দলের ডায়েট মেনুতে কেবল 'হালাল মিট', প্রশ্ন তুললেন নেটিজেনরা
author img

By

Published : Nov 23, 2021, 9:48 PM IST

মুম্বই, 23 নভেম্বর : মরুশহরে টি-20 বিশ্বকাপে হতশ্রী পারফরম্য়ান্সের পর ঘরের মাঠে নিউজিল্য়ান্ডকে ক্লিন সুইপ করে খানিক শ্রী ফিরেছে ভারতীয় দলের ৷ কোচ হিসেবে অভিষেকে টি-20 সিরিজ জিতে রাহুল দ্রাবিড়ের চোখ এবার টেস্ট সিরিজ জয়ে ৷ 25 নভেম্বর কানপুরে কিউয়িদের বিরুদ্ধে শুরু প্রথম টেস্ট ৷ তার আগে মাঠের বাইরের একটি ঘটনায় শিরোনামে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷

উইলিয়ামসনদের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND v NZ Test Series) নামার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ম করে খাদ্য়তালিকা বেঁধে দিয়েছে বিসিসিআই ৷ সেই তালিকায় কেবলমাত্র হালাল মিটের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Halal meat in team india's diet) ৷ খাদ্য়তালিকায় বিফ কিংবা পর্কে নিষেধাজ্ঞো, অথচ জ্বলজ্বল করছে 'হালাল সার্টিফায়েড মিট' (যা মূলত ইসলাম ধর্মের মানুষের খাদ্য়াভ্য়াসের মধ্য়ে পড়ে) ৷ সব দেখেশুনে বেজায় চটেছেন নেটাগরিকদের একাংশ ৷

কীভাবে টিম ম্য়ানেজমেন্ট এভাবে ক্রিকেটারদের পছন্দ বেঁধে দিতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, ক্রিকেটারদের খাদ্যাভ্য়াসের বিষয়টি নিয়ন্ত্রণ করে টিম ম্য়ানেজমেন্ট ৷ তাদের চাহিদা মেনেই খাবার সরবরাহ করে থাকে সংশ্লিষ্ট ম্য়াচ আয়োজক বোর্ড ৷ সবমিলিয়ে কানপুর টেস্টের আগে হালাল মিট ইস্য়ুতে কাঠগড়ায় টিম ম্য়ানেজমেন্ট ৷

আরও পড়ুন : KL Rahul Ruled Out: চোটের কারণে কানপুর টেস্টে নেই রাহুল

দলের অধিকাংশ ক্রিকেটার যেখানে নন-মুসলিম, সেখানে কেন শুধুমাত্র হালাল মিট খাদ্য়াভ্য়াসে অন্তর্ভুক্ত হবে ৷ প্রশ্ন নেটাগরিকদের ৷ রাজনৈতিক স্তরেও এই ঘটনার প্রভাব পড়েছে ব্য়াপকভাবে ৷ বিজেপি নেতা গৌরব গোয়েল টুইটারে লিখেছেন, বিসিসিআই'য়ের উচিৎ এখনই এই ডায়েট প্রত্য়াহার করা ৷ সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় তিনি বলেন, "দেশ এমন অনৈতিক কাজ কখনও সমর্থন করে না ৷ বিসিসিআই'য়ের উচিৎ এটা প্রত্য়াহার করে নেওয়া ৷"

মুম্বই, 23 নভেম্বর : মরুশহরে টি-20 বিশ্বকাপে হতশ্রী পারফরম্য়ান্সের পর ঘরের মাঠে নিউজিল্য়ান্ডকে ক্লিন সুইপ করে খানিক শ্রী ফিরেছে ভারতীয় দলের ৷ কোচ হিসেবে অভিষেকে টি-20 সিরিজ জিতে রাহুল দ্রাবিড়ের চোখ এবার টেস্ট সিরিজ জয়ে ৷ 25 নভেম্বর কানপুরে কিউয়িদের বিরুদ্ধে শুরু প্রথম টেস্ট ৷ তার আগে মাঠের বাইরের একটি ঘটনায় শিরোনামে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷

উইলিয়ামসনদের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND v NZ Test Series) নামার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ম করে খাদ্য়তালিকা বেঁধে দিয়েছে বিসিসিআই ৷ সেই তালিকায় কেবলমাত্র হালাল মিটের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Halal meat in team india's diet) ৷ খাদ্য়তালিকায় বিফ কিংবা পর্কে নিষেধাজ্ঞো, অথচ জ্বলজ্বল করছে 'হালাল সার্টিফায়েড মিট' (যা মূলত ইসলাম ধর্মের মানুষের খাদ্য়াভ্য়াসের মধ্য়ে পড়ে) ৷ সব দেখেশুনে বেজায় চটেছেন নেটাগরিকদের একাংশ ৷

কীভাবে টিম ম্য়ানেজমেন্ট এভাবে ক্রিকেটারদের পছন্দ বেঁধে দিতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, ক্রিকেটারদের খাদ্যাভ্য়াসের বিষয়টি নিয়ন্ত্রণ করে টিম ম্য়ানেজমেন্ট ৷ তাদের চাহিদা মেনেই খাবার সরবরাহ করে থাকে সংশ্লিষ্ট ম্য়াচ আয়োজক বোর্ড ৷ সবমিলিয়ে কানপুর টেস্টের আগে হালাল মিট ইস্য়ুতে কাঠগড়ায় টিম ম্য়ানেজমেন্ট ৷

আরও পড়ুন : KL Rahul Ruled Out: চোটের কারণে কানপুর টেস্টে নেই রাহুল

দলের অধিকাংশ ক্রিকেটার যেখানে নন-মুসলিম, সেখানে কেন শুধুমাত্র হালাল মিট খাদ্য়াভ্য়াসে অন্তর্ভুক্ত হবে ৷ প্রশ্ন নেটাগরিকদের ৷ রাজনৈতিক স্তরেও এই ঘটনার প্রভাব পড়েছে ব্য়াপকভাবে ৷ বিজেপি নেতা গৌরব গোয়েল টুইটারে লিখেছেন, বিসিসিআই'য়ের উচিৎ এখনই এই ডায়েট প্রত্য়াহার করা ৷ সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় তিনি বলেন, "দেশ এমন অনৈতিক কাজ কখনও সমর্থন করে না ৷ বিসিসিআই'য়ের উচিৎ এটা প্রত্য়াহার করে নেওয়া ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.