ETV Bharat / sports

Team India Celebrates Diwali: শনি-রাতে দীপাবলি উদযাপন! আলোর উৎসবে সামিল রোহিত-বিরাট-শামিরা - বেঙ্গালুরুর হোটেলে দীপাবলি উদযাপন

আজ দীপাবলি ৷ আবার রবিবারই বিশ্বকাপের ম্যাচে ভারত নেদারল্যান্ডস মুখোমুখি হবে ৷ তাই আগের রাতেই বেঙ্গালুরুর হোটেলে দীপাবলি উদযাপন করল ভারতীয় ক্রিকেট দল ৷ সামিল হলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও।

ETV Bharat
ভারতীয় ক্রিকেট দলের দীপাবলি উদযাপন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 10:41 AM IST

Updated : Nov 12, 2023, 11:04 AM IST

বেঙ্গালুরু, 12 নভেম্বর: দেশজুড়ে দীপাবলির উদযাপন শুরু হয়ে গিয়েছে ৷ আবার বিশ্বকাপ ক্রিকেটের জ্বরেও কাঁপছে ভারত ৷ আজ বেঙ্গালুরুরতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত ৷ গ্রুপ লিগের এটাই শেষ ম্যাচ ৷ এরপর শুরু সেমিফাইনালের লড়াই। ভারত ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ৷ অন্য তিনটি দলও নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এমনই আবহে আলোর উৎসবে মেতে উঠল টিম ইন্ডিয়া।

ম্যাচের আগের রাতে অর্থাৎ শনিবার বেঙ্গালুরুতে জমিয়ে দিওয়ালি সেলিব্রেশন করল ভারতীয় ক্রিকেট দল ৷ এদিনের উদযাপনে ক্রিকেট দলের তারকারা ছাড়াও দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন ৷ ছিলেন পরিবারের সদস্যরাও। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের তরফে। সহ-অধিনায়ক কেএল রাহুলও অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷

এছাড়া বিরাট কোহলির ফ্যান ক্লাবও একটি ভিডিয়ো পোস্ট করেছে সোশাল মিডিয়ায় ৷ তা দেখে অনুরাগীরা নিশ্চিত, বিরাট-পত্নী অনুষ্কা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন ৷ গত কয়েকদিন ধরেই এ নিয়ে জল্পনা চলে আসছিল। এবার তা আরও বাড়ল। ভিডিয়োয় দেখা যাচ্ছে সবুজ সিল্কের পাঞ্জাবি পরেছেন বিরাট কোহলি ৷ আর অভিনেত্রী অনুষ্কা শর্মা গোলাপী রঙের সালোয়ার পরেছেন ৷ দু'জনে একসঙ্গে বেঙ্গালুরুর হোটেলে ঢুকছেন ৷ এই ভিডিয়ো আবারও অনুষ্কার মা হওয়ার জল্পনাকে সত্যি প্রমাণ করেছে বলে মনে করছেন অনুরাগীদের একটা বড় অংশ ৷

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেঙ্গালুরু, 12 নভেম্বর: দেশজুড়ে দীপাবলির উদযাপন শুরু হয়ে গিয়েছে ৷ আবার বিশ্বকাপ ক্রিকেটের জ্বরেও কাঁপছে ভারত ৷ আজ বেঙ্গালুরুরতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত ৷ গ্রুপ লিগের এটাই শেষ ম্যাচ ৷ এরপর শুরু সেমিফাইনালের লড়াই। ভারত ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ৷ অন্য তিনটি দলও নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এমনই আবহে আলোর উৎসবে মেতে উঠল টিম ইন্ডিয়া।

ম্যাচের আগের রাতে অর্থাৎ শনিবার বেঙ্গালুরুতে জমিয়ে দিওয়ালি সেলিব্রেশন করল ভারতীয় ক্রিকেট দল ৷ এদিনের উদযাপনে ক্রিকেট দলের তারকারা ছাড়াও দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন ৷ ছিলেন পরিবারের সদস্যরাও। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের তরফে। সহ-অধিনায়ক কেএল রাহুলও অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷

এছাড়া বিরাট কোহলির ফ্যান ক্লাবও একটি ভিডিয়ো পোস্ট করেছে সোশাল মিডিয়ায় ৷ তা দেখে অনুরাগীরা নিশ্চিত, বিরাট-পত্নী অনুষ্কা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন ৷ গত কয়েকদিন ধরেই এ নিয়ে জল্পনা চলে আসছিল। এবার তা আরও বাড়ল। ভিডিয়োয় দেখা যাচ্ছে সবুজ সিল্কের পাঞ্জাবি পরেছেন বিরাট কোহলি ৷ আর অভিনেত্রী অনুষ্কা শর্মা গোলাপী রঙের সালোয়ার পরেছেন ৷ দু'জনে একসঙ্গে বেঙ্গালুরুর হোটেলে ঢুকছেন ৷ এই ভিডিয়ো আবারও অনুষ্কার মা হওয়ার জল্পনাকে সত্যি প্রমাণ করেছে বলে মনে করছেন অনুরাগীদের একটা বড় অংশ ৷

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্ত্রীকে নিয়ে রোহিত শর্মা একটি ছবি পোস্ট করেছেন তাঁর সোশাল মিডিয়ায় ৷ রয়েছেন মহম্মদ শামিও ৷ দীপাবলিতে উৎসবের মেজাজে ভারতীয় ক্রিকেট দলের পেসার ৷ ক্রিকেট দলের বাকি সদস্যরাও আলোর উৎসবে হাজির ছিলেন ৷ শুভম গিল, ঈষাণ কিশান, মহম্মদ শিরাজরাও সোশাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট করেছেন ৷

আরও পড়ুন:

1 প্রতিপক্ষ নেদারল্যান্ডস, একাদশ নিয়ে কোনও পরীক্ষায় হাঁটতে নারাজ দ্রাবিড়

2 ইতিহাসে নাম তুলল ভারতে আয়োজিত বিশ্বকাপ, দর্শক সংখ্যা ছাড়াল 1 মিলিয়ন

3 বুধবার প্রথম সেমিতে ভারত-নিউজিল্যান্ড, নন্দনকাননে পাক-বিদায়ের সঙ্গেই চূড়ান্ত শেষ চারের সূচি

Last Updated : Nov 12, 2023, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.