ETV Bharat / sports

Afghanistan unrest : 22 গজে রশিদ, নবিদের অংশগ্রহণ নিয়ে সংশয় - রশিদের আইপিএল খেলা অনিশ্চিত

আফগানিস্তানের প্রায় অধিংকাশ স্থানের দখল নিয়েছে তালিবানরা ৷ দেশের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন ৷ দেশের মানুষের পরিস্থিতি দেখে আতঙ্কিত রশিদ ৷ টুইটারে শান্তির বার্তা দিয়েছেন বিশ্বের এই অন্যতম সেরা স্পিনার ৷

taliban takes over afganistan
taliban takes over afganistan
author img

By

Published : Aug 16, 2021, 9:57 AM IST

নয়াদিল্লি, 16 অগস্ট : তাঁদের গোটা দেশটা জঙ্গিদের দখলে চলে গিয়েছে ৷ যুদ্ধ, রক্তপাত, প্রাণভয়ে আতঙ্কিত মানুষ ৷ তালিবান আতঙ্কে থরথর করে কাঁপছে গোটা আফগানিস্তান ৷ কেউ পালিয়ে বেঁচেছেন, কেউ আবার তালিবানদের বশ্যতা স্বীকার করেছেন ৷ আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের দেশের প্রতিভাবান ও শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ সংশয়ে ৷ বিশেষ করে রশিদ খান, মহম্মদ নবিদের মতো ক্রিকেটাররা ৷ যাঁদের 2021 সালের অবশিষ্ট আইপিএলে অংশ নেওয়ার কথা রয়েছে ৷ শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে ৷

আফগানিস্তানের প্রায় অধিংকাশ স্থানের দখল নিয়েছে তালিবানরা ৷ দেশের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন ৷ দেশের মানুষের পরিস্থিতি দেখে আতঙ্কিত রশিদ ৷ টুইটারে শান্তির বার্তা দিয়েছেন বিশ্বের এই অন্যতম সেরা স্পিনার ৷ শুধুমাত্র 'শান্তি' লিখে এবং জাতীয় পতাকার ছবি টুইট করেছেন তিনি ৷ তবে রশিদ ও নবি এই মুহূর্তে আফগানিস্তানে নেই ৷ দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য তাঁরা ব্রিটেনে রয়েছেন ৷ সেখানে রশিদ ট্রেন্ট রকেটস এবং নবি লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন ৷

  • Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
    Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
    We want peace.🙏

    — Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইপিএলে আফগান ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি নজরে রাখছে বিসিসিআই ৷ পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা বলেছেন, "এখনই এই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না ৷ তবে আমরা আশা করছি রশিদ ও অন্যান্য আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নেবেন ৷" 'দ্যা হান্ড্রেড' টুর্নামেন্ট শেষ হচ্ছে 21 অগস্ট ৷ নিজেরা সুরক্ষিত থাকলেও রশিদ ও নবিদের পরিবার এখনও আফগানিস্তানে রয়েছে ৷ এই পরিস্থিতিতে রশিদরা আফগানিস্তানে ফিরে যাবেন নাকি ইংল্যান্ডেই থেকে যাবেন সেটাও দেখার ৷ রশিদ ও নবি দুজনই সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেন ৷ আশা করা হচ্ছে পরিস্থিতি নিয়ে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে শীঘ্রই কথা বলবে বিসিসিআই ৷ আইপিএলের জন্য 15 সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরশাহীতে যাবে ভারতীয় দল ৷ নবিরা যদি ইংল্যান্ডে থেকে যান তাহলে ভারতীয় দলের সঙ্গেই আমিরশাহী ফিরতে পারেন ৷

আরও পড়ুন : Ashraf Ghani : রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি, আফগানবাসীর উদ্দেশে বার্তা গনির

দেশকে তালিবানদের হাত থেকে রক্ষা করা জন্য আগেই টুইটারে বিশ্বের কাছে করুণ আর্তি জানিয়েছিলেন রশিদ, নবিরা ৷ রশিদ লেখেন, "প্রিয় বিশ্ব নেতারা ৷ আমার দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ মহিলা, শিশু সহ হাজারো নিরপরাধ মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছেন ৷ প্রচুর মানুষ আজ ঘরছাড়া, ভিটেছাড়া ৷ দয়া করে আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেলে চলে যাবেন না ৷ আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক ৷ আমরা শান্তি চাই ৷"

আরও পড়ুন : Taliban Captures Kabul : বিমানবন্দরে গুলির শব্দ ! বাচ্চা কোলে প্রাণভয়ে ছুটছেন মানুষ

নয়াদিল্লি, 16 অগস্ট : তাঁদের গোটা দেশটা জঙ্গিদের দখলে চলে গিয়েছে ৷ যুদ্ধ, রক্তপাত, প্রাণভয়ে আতঙ্কিত মানুষ ৷ তালিবান আতঙ্কে থরথর করে কাঁপছে গোটা আফগানিস্তান ৷ কেউ পালিয়ে বেঁচেছেন, কেউ আবার তালিবানদের বশ্যতা স্বীকার করেছেন ৷ আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের দেশের প্রতিভাবান ও শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ সংশয়ে ৷ বিশেষ করে রশিদ খান, মহম্মদ নবিদের মতো ক্রিকেটাররা ৷ যাঁদের 2021 সালের অবশিষ্ট আইপিএলে অংশ নেওয়ার কথা রয়েছে ৷ শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে ৷

আফগানিস্তানের প্রায় অধিংকাশ স্থানের দখল নিয়েছে তালিবানরা ৷ দেশের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন ৷ দেশের মানুষের পরিস্থিতি দেখে আতঙ্কিত রশিদ ৷ টুইটারে শান্তির বার্তা দিয়েছেন বিশ্বের এই অন্যতম সেরা স্পিনার ৷ শুধুমাত্র 'শান্তি' লিখে এবং জাতীয় পতাকার ছবি টুইট করেছেন তিনি ৷ তবে রশিদ ও নবি এই মুহূর্তে আফগানিস্তানে নেই ৷ দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য তাঁরা ব্রিটেনে রয়েছেন ৷ সেখানে রশিদ ট্রেন্ট রকেটস এবং নবি লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন ৷

  • Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
    Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
    We want peace.🙏

    — Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইপিএলে আফগান ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি নজরে রাখছে বিসিসিআই ৷ পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা বলেছেন, "এখনই এই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না ৷ তবে আমরা আশা করছি রশিদ ও অন্যান্য আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নেবেন ৷" 'দ্যা হান্ড্রেড' টুর্নামেন্ট শেষ হচ্ছে 21 অগস্ট ৷ নিজেরা সুরক্ষিত থাকলেও রশিদ ও নবিদের পরিবার এখনও আফগানিস্তানে রয়েছে ৷ এই পরিস্থিতিতে রশিদরা আফগানিস্তানে ফিরে যাবেন নাকি ইংল্যান্ডেই থেকে যাবেন সেটাও দেখার ৷ রশিদ ও নবি দুজনই সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেন ৷ আশা করা হচ্ছে পরিস্থিতি নিয়ে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে শীঘ্রই কথা বলবে বিসিসিআই ৷ আইপিএলের জন্য 15 সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরশাহীতে যাবে ভারতীয় দল ৷ নবিরা যদি ইংল্যান্ডে থেকে যান তাহলে ভারতীয় দলের সঙ্গেই আমিরশাহী ফিরতে পারেন ৷

আরও পড়ুন : Ashraf Ghani : রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছি, আফগানবাসীর উদ্দেশে বার্তা গনির

দেশকে তালিবানদের হাত থেকে রক্ষা করা জন্য আগেই টুইটারে বিশ্বের কাছে করুণ আর্তি জানিয়েছিলেন রশিদ, নবিরা ৷ রশিদ লেখেন, "প্রিয় বিশ্ব নেতারা ৷ আমার দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ মহিলা, শিশু সহ হাজারো নিরপরাধ মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছেন ৷ প্রচুর মানুষ আজ ঘরছাড়া, ভিটেছাড়া ৷ দয়া করে আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেলে চলে যাবেন না ৷ আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক ৷ আমরা শান্তি চাই ৷"

আরও পড়ুন : Taliban Captures Kabul : বিমানবন্দরে গুলির শব্দ ! বাচ্চা কোলে প্রাণভয়ে ছুটছেন মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.