ETV Bharat / sports

Taliban Rule: তালিবানি ফতোয়া, বিশ্বকাপেও খেলতে পারবেন না আফগান মহিলারা - Women's cricket

গত বছর নভেম্বরে 25 জন মহিলা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড ৷ কাবুলে 40 জন মহিলাকে ক্রিকেটারকে নিয়ে 21 দিনের ট্রেনিং ক্যাম্পও করা হয়েছিল ৷ কিন্তু এক বছরের ব্যবধানে চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেল ৷

Taliban Rule
তালিবানি ফতোয়া
author img

By

Published : Sep 8, 2021, 8:30 PM IST

কাবুল, 8 সেপ্টেম্বর : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ 12 সদস্যের দলে রয়েছে আফগানিস্তান মহিলা ক্রিকেট দল ৷ কিন্তু অন্যান্য খেলার মতো বাইশ গজেও আফগান মহিলাদের পা-বেঁধে দিল তালিবানরা ৷ আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হল মহিলাদের খেলাধুলো ৷

বুধবার তালিবানদের তরফে মহিলাদের খেলাধুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ ক্রিকেট-সহ কোনও স্পোর্টসেই অংশ নিতে পারবেন না আফগান মহিলারা ৷ এর ফলে নভেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের একমাত্র টেস্ট ম্যাচটি হওয়া নিয়েও সংশয় দেখা দিল ৷

আরও পড়ুন: আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

এক সাক্ষাৎকারে তালিবান কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, " আমার মনে হয় না মহিলা ক্রিকেট খেলতে পারবে বলে ৷ কারণ মেয়েরা ক্রিকেট খেলার প্রয়োজনীয়তা নেই ৷ ক্রিকেটে মহিলাদের মুখ এবং শরীর ঢাকা যায় না ৷ ইসলাম ধর্মে মহিলাদের এভাবে দেখার অনুমতি দেয় না ৷ আধুনিক যুগে সমস্থ ফোটো ও ভিডিয়ো জনসমক্ষে চলে আসে ৷"

আরও পড়ুন: আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

অস্ট্রেলিয়া-আফগানিস্তান মহিল টেস্ট ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ ব্যাপারেও তালিবানরা কোনও সমঝোতা করবে না ৷ সমস্যা হলেও ধর্মের হয়ে আমাদের লড়াই করতে হবে ৷ এর বিরোধিতা হলেও আমরা ইসলামের মূল্যকে অস্বীকার করতে পারবে না ৷" কিন্তু এক বছর আগেও আফগান মহিলাদের এই দিন দেখতে হয়নি ৷ গত বছর নভেম্বরে মহিলা ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি করেছিল আফগান ক্রিকেট বোর্ড ৷ আফগান মহিলারা যখন খেলাধুলোর হাত ধরে বর্হিবিশ্বের সঙ্গে তাল মেলাতে শুরু করেছিল, ঠিক সেই সময় তালিবানি ফতোয়ায় তা বন্ধ হয়ে গেল ৷

কাবুল, 8 সেপ্টেম্বর : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ 12 সদস্যের দলে রয়েছে আফগানিস্তান মহিলা ক্রিকেট দল ৷ কিন্তু অন্যান্য খেলার মতো বাইশ গজেও আফগান মহিলাদের পা-বেঁধে দিল তালিবানরা ৷ আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হল মহিলাদের খেলাধুলো ৷

বুধবার তালিবানদের তরফে মহিলাদের খেলাধুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ ক্রিকেট-সহ কোনও স্পোর্টসেই অংশ নিতে পারবেন না আফগান মহিলারা ৷ এর ফলে নভেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের একমাত্র টেস্ট ম্যাচটি হওয়া নিয়েও সংশয় দেখা দিল ৷

আরও পড়ুন: আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

এক সাক্ষাৎকারে তালিবান কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, " আমার মনে হয় না মহিলা ক্রিকেট খেলতে পারবে বলে ৷ কারণ মেয়েরা ক্রিকেট খেলার প্রয়োজনীয়তা নেই ৷ ক্রিকেটে মহিলাদের মুখ এবং শরীর ঢাকা যায় না ৷ ইসলাম ধর্মে মহিলাদের এভাবে দেখার অনুমতি দেয় না ৷ আধুনিক যুগে সমস্থ ফোটো ও ভিডিয়ো জনসমক্ষে চলে আসে ৷"

আরও পড়ুন: আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

অস্ট্রেলিয়া-আফগানিস্তান মহিল টেস্ট ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ ব্যাপারেও তালিবানরা কোনও সমঝোতা করবে না ৷ সমস্যা হলেও ধর্মের হয়ে আমাদের লড়াই করতে হবে ৷ এর বিরোধিতা হলেও আমরা ইসলামের মূল্যকে অস্বীকার করতে পারবে না ৷" কিন্তু এক বছর আগেও আফগান মহিলাদের এই দিন দেখতে হয়নি ৷ গত বছর নভেম্বরে মহিলা ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি করেছিল আফগান ক্রিকেট বোর্ড ৷ আফগান মহিলারা যখন খেলাধুলোর হাত ধরে বর্হিবিশ্বের সঙ্গে তাল মেলাতে শুরু করেছিল, ঠিক সেই সময় তালিবানি ফতোয়ায় তা বন্ধ হয়ে গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.