ETV Bharat / sports

Virat Kohli : আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি, হেরে স্বীকারোক্তি কোহলির - NZ beat India

ইশ সোধি, ট্রেন্ট বোল্টদের দাপটে প্রথমে ব্য়াট করে এদিন মাত্র 110 রান স্কোরবোর্ডে তোলে 'মেন ইন ব্লু'৷ ওখানেই ম্যাচ হেরে যায় তাঁরা ৷ কোহলিও ম্যাচের পর স্বীকার করে নিলেন 110 রান ডিফেন্ড করা সম্ভব ছিল না ৷

Virat Kohli
দলের শরীরী ভাষায় সাহসের অভাব ছিল, হেরে বললেন কোহলি
author img

By

Published : Nov 1, 2021, 8:22 AM IST

দুবাই, 1 নভেম্বর : পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অসহায় আত্মসমর্পণ ৷ সবমিলিয়ে মিরাকল না হলে সেমিফাইনালের আগেই কুড়ি বিশের বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে ভারত ৷ আইপিএলে নামক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপাদাপি করা ভারতীয় ক্রিকেটারদের বিশ্বকাপের মঞ্চে যেন কাগুজে বাঘ দেখাচ্ছে ৷ অধিনায়ক বিরাটের বিদায় বেলায় কোহলি বুঝিয়ে দিচ্ছেন, এরপরও তিনি দায়িত্ব না ছাড়লে হয়তো ছেঁটেই ফেলা হত তাঁকে ৷

কিন্তু রবিবার উইলিয়ামসনদের বিরুদ্ধে হারের পর অনুরাগীরা আশা ছেড়ে দিলেও একেবারে নিরাশ হচ্ছেন না ভারত অধিনায়ক ৷ কোহলি বলছেন, এখনও অনেক খেলা বাকি ৷ তবে কিউয়িদের বিরুদ্ধে তাঁর দলের শরীরী ভাষায় যে সাহসের লেশমাত্র ছিল না, তা মেনে নিলেন তিনি ৷ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, "আমার মনে হয় ব্যাটে-বলে আমরা আজ সাহস দেখাতে পারিনি ৷ আমাদের শরীরী ভাষাতেও কুঁকড়ে থাকার ছাপ স্পষ্ট ছিল ৷"

ইশ সোধি, ট্রেন্ট বোল্টদের দাপটে প্রথমে ব্যাট করে এদিন মাত্র 110 রান স্কোরবোর্ডে তোলে 'মেন ইন ব্লু'৷ ওখানেই ম্যাচ হেরে যায় তাঁরা ৷ কোহলিও ম্যাচের পর স্বীকার করে নিলেন 110 রান ডিফেন্ড করা সম্ভব ছিল না ৷ প্রত্যাশার ফানুস এভাবে চুপসে যাওয়ার পিছনে কি অতিরিক্ত প্রত্যাশাই দায়ী ? উত্তরে ভারত অধিনায়ক বলেন, "ভারতীয় দলের হয়ে খেলার সময় ক্রিকেটারদের থেকে প্রত্যাশা শুধু অনুরাগীদের নয়, ক্রিকেটারদের নিজেদেরও থাকে ৷ তাই প্রত্যেক ক্রিকেটারকে সেই চাপ কাঁধে নিয়েই মাঠে নামতে হয় এবং সেটাকে ঝেড়ে ফেলতে হয় ৷ গত দু'টো ম্যাচে আমরা সেই চাপটা মাঠে ঝেড়ে ফেলতে পারিনি ৷"

আরও পড়ুন : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

সবকিছুর পরেও পুরোপুরি নিরাশ না হয়ে ভারত অধিনায়ক বলছেন, সবকিছু শেষ হয়ে যায়নি ৷ গ্রুপের বাকি ম্যাচগুলো জিতে এখনও সেমির দৌড়ে থাকা সম্ভব ৷ উল্লেখ্য, আগামী 3, 5 এবং 8 নভেম্বর ভারত গ্রুপের বাকি ম্যাচগুলো খেলবে যথাক্রমে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে ৷

দুবাই, 1 নভেম্বর : পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অসহায় আত্মসমর্পণ ৷ সবমিলিয়ে মিরাকল না হলে সেমিফাইনালের আগেই কুড়ি বিশের বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে ভারত ৷ আইপিএলে নামক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপাদাপি করা ভারতীয় ক্রিকেটারদের বিশ্বকাপের মঞ্চে যেন কাগুজে বাঘ দেখাচ্ছে ৷ অধিনায়ক বিরাটের বিদায় বেলায় কোহলি বুঝিয়ে দিচ্ছেন, এরপরও তিনি দায়িত্ব না ছাড়লে হয়তো ছেঁটেই ফেলা হত তাঁকে ৷

কিন্তু রবিবার উইলিয়ামসনদের বিরুদ্ধে হারের পর অনুরাগীরা আশা ছেড়ে দিলেও একেবারে নিরাশ হচ্ছেন না ভারত অধিনায়ক ৷ কোহলি বলছেন, এখনও অনেক খেলা বাকি ৷ তবে কিউয়িদের বিরুদ্ধে তাঁর দলের শরীরী ভাষায় যে সাহসের লেশমাত্র ছিল না, তা মেনে নিলেন তিনি ৷ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, "আমার মনে হয় ব্যাটে-বলে আমরা আজ সাহস দেখাতে পারিনি ৷ আমাদের শরীরী ভাষাতেও কুঁকড়ে থাকার ছাপ স্পষ্ট ছিল ৷"

ইশ সোধি, ট্রেন্ট বোল্টদের দাপটে প্রথমে ব্যাট করে এদিন মাত্র 110 রান স্কোরবোর্ডে তোলে 'মেন ইন ব্লু'৷ ওখানেই ম্যাচ হেরে যায় তাঁরা ৷ কোহলিও ম্যাচের পর স্বীকার করে নিলেন 110 রান ডিফেন্ড করা সম্ভব ছিল না ৷ প্রত্যাশার ফানুস এভাবে চুপসে যাওয়ার পিছনে কি অতিরিক্ত প্রত্যাশাই দায়ী ? উত্তরে ভারত অধিনায়ক বলেন, "ভারতীয় দলের হয়ে খেলার সময় ক্রিকেটারদের থেকে প্রত্যাশা শুধু অনুরাগীদের নয়, ক্রিকেটারদের নিজেদেরও থাকে ৷ তাই প্রত্যেক ক্রিকেটারকে সেই চাপ কাঁধে নিয়েই মাঠে নামতে হয় এবং সেটাকে ঝেড়ে ফেলতে হয় ৷ গত দু'টো ম্যাচে আমরা সেই চাপটা মাঠে ঝেড়ে ফেলতে পারিনি ৷"

আরও পড়ুন : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত

সবকিছুর পরেও পুরোপুরি নিরাশ না হয়ে ভারত অধিনায়ক বলছেন, সবকিছু শেষ হয়ে যায়নি ৷ গ্রুপের বাকি ম্যাচগুলো জিতে এখনও সেমির দৌড়ে থাকা সম্ভব ৷ উল্লেখ্য, আগামী 3, 5 এবং 8 নভেম্বর ভারত গ্রুপের বাকি ম্যাচগুলো খেলবে যথাক্রমে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.