ETV Bharat / sports

T20 World Cup 2022 : 5 মিনিটেই শেষ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট - India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes

মাত্র 5 মিনিটে বিক্রি হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট ৷ আইসিসি গতকাল টি-20 বিশ্বকাপ 2022’র (T20 World Cup 2022) কিছু টিকিট সাধারণ দর্শকদের জন্য ওয়েব সাইট মারফত ছেড়েছিল ৷ টিকিট ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যে 23 অক্টোবরের মেগা ইভেন্টের সব টিকিট শেষ হয়ে গিয়েছে (India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes) ৷

T20 World Cup 2022 India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes
T20 World Cup 2022 India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes
author img

By

Published : Feb 8, 2022, 9:46 AM IST

দুবাই, 8 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-20 বিশ্বকাপ 2022’র (T20 World Cup 2022) 45টি ম্যাচের সীমিত সংখ্যক টিকিট দু’দিনের জন্য আইসিসি তাঁদের ওয়েব সাইটে ছেড়েছিল ৷ যেখানে 23 অক্টোবর হতে চলা ভারত-পাক ম্যাচের টিকিটও দর্শকদের জন্য ছেড়েছিল ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ কিন্তু, মাত্র 5 মিনিটের মধ্যে মেগা দ্বৈরথের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে (India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes) ৷ এমনটাই জানিয়েছে আইসিসি ৷

সোমবার 45টি ম্যাচের টিকিট আইসিসি টি-20 বিশ্বকাপের ওয়েব সাইটে ছেড়েছিল সাধারণ দর্শকদের জন্য ৷ কিন্তু, ওয়েব সাইটে টিকিট ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যে 23 অক্টোবর হতে চলা ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায় ৷ এমনকি 27 অক্টোবর টুর্নামেন্টের ডবল হেডার রয়েছে ৷ সেই দু’টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ যেখানে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ এবং ভারত বনাম গ্রুপ-এ রানার আপ ৷

আরও পড়ুন : T20 World Cup 2022 : টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করল আইসিসি

আইসিসি’র তরফে জানানো হয়েছে, প্রথমদিনেই 45টি ম্যাচে 2 লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ আইসিসি মনে করছে 8 লক্ষের বেশি দর্শক অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-20 বিশ্বকাপের এই মেগা ইভেন্ট দেখতে মাঠে যাবে ৷ বিশেষ করে যেখানে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷ আর সাধারণ দর্শকদের কাছে অন্য দলের ম্যাচ উপভোগ করার সুযোগ রয়েছে ৷

দুবাই, 8 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-20 বিশ্বকাপ 2022’র (T20 World Cup 2022) 45টি ম্যাচের সীমিত সংখ্যক টিকিট দু’দিনের জন্য আইসিসি তাঁদের ওয়েব সাইটে ছেড়েছিল ৷ যেখানে 23 অক্টোবর হতে চলা ভারত-পাক ম্যাচের টিকিটও দর্শকদের জন্য ছেড়েছিল ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ কিন্তু, মাত্র 5 মিনিটের মধ্যে মেগা দ্বৈরথের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে (India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes) ৷ এমনটাই জানিয়েছে আইসিসি ৷

সোমবার 45টি ম্যাচের টিকিট আইসিসি টি-20 বিশ্বকাপের ওয়েব সাইটে ছেড়েছিল সাধারণ দর্শকদের জন্য ৷ কিন্তু, ওয়েব সাইটে টিকিট ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যে 23 অক্টোবর হতে চলা ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায় ৷ এমনকি 27 অক্টোবর টুর্নামেন্টের ডবল হেডার রয়েছে ৷ সেই দু’টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ যেখানে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ এবং ভারত বনাম গ্রুপ-এ রানার আপ ৷

আরও পড়ুন : T20 World Cup 2022 : টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করল আইসিসি

আইসিসি’র তরফে জানানো হয়েছে, প্রথমদিনেই 45টি ম্যাচে 2 লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ আইসিসি মনে করছে 8 লক্ষের বেশি দর্শক অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-20 বিশ্বকাপের এই মেগা ইভেন্ট দেখতে মাঠে যাবে ৷ বিশেষ করে যেখানে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷ আর সাধারণ দর্শকদের কাছে অন্য দলের ম্যাচ উপভোগ করার সুযোগ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.