দুবাই, 8 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-20 বিশ্বকাপ 2022’র (T20 World Cup 2022) 45টি ম্যাচের সীমিত সংখ্যক টিকিট দু’দিনের জন্য আইসিসি তাঁদের ওয়েব সাইটে ছেড়েছিল ৷ যেখানে 23 অক্টোবর হতে চলা ভারত-পাক ম্যাচের টিকিটও দর্শকদের জন্য ছেড়েছিল ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ কিন্তু, মাত্র 5 মিনিটের মধ্যে মেগা দ্বৈরথের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে (India vs Pakistan Match Tickets Sold Out Within Five Minutes) ৷ এমনটাই জানিয়েছে আইসিসি ৷
সোমবার 45টি ম্যাচের টিকিট আইসিসি টি-20 বিশ্বকাপের ওয়েব সাইটে ছেড়েছিল সাধারণ দর্শকদের জন্য ৷ কিন্তু, ওয়েব সাইটে টিকিট ছাড়ার মাত্র 5 মিনিটের মধ্যে 23 অক্টোবর হতে চলা ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায় ৷ এমনকি 27 অক্টোবর টুর্নামেন্টের ডবল হেডার রয়েছে ৷ সেই দু’টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ যেখানে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ এবং ভারত বনাম গ্রুপ-এ রানার আপ ৷
আরও পড়ুন : T20 World Cup 2022 : টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করল আইসিসি
আইসিসি’র তরফে জানানো হয়েছে, প্রথমদিনেই 45টি ম্যাচে 2 লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ আইসিসি মনে করছে 8 লক্ষের বেশি দর্শক অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-20 বিশ্বকাপের এই মেগা ইভেন্ট দেখতে মাঠে যাবে ৷ বিশেষ করে যেখানে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷ আর সাধারণ দর্শকদের কাছে অন্য দলের ম্যাচ উপভোগ করার সুযোগ রয়েছে ৷