ETV Bharat / sports

T20 World Cup : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশকে হারিয়ে দেওয়া স্কটল্যান্ড - গ্রুপ বি থেকে 1 নং দল হিসেবে যোগ্যতা অর্জন

টি-20 বিশ্বকাপের মূলপর্বে প্রবেশ করল স্কটল্যান্ড ৷ ওমানকে 8 উইকেটে হারিয়েছে তারা ৷ তাও টেস্ট প্লেইং বাংলাদেশকে পিছনে ফেলে এক নম্বর দল হিসেবে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে স্কটিশরা ৷ গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে টি-20 বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পাকা করেছে বাংলাদেশ ৷

Scotland defeat Oman to qualify for Super 12 of T-20 World Cup alongside Bangladesh
গ্রুপ বি’র 1নং দল হিসেবে টি-20 বিশ্বকাপের সুপার টুয়েলভে স্কটল্যান্ড
author img

By

Published : Oct 22, 2021, 1:14 PM IST

মাসকট (ওমান), 22 অক্টোবর : ওমানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের মূলপর্বে অর্থাৎ, সুপার টুয়েলভ রাউন্ডে কোয়ালিফাই করল স্কটল্যান্ড ৷ গ্রুপ বি থেকে 1 নং দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে স্কটিশরা ৷ অধিনায়ক কেল কোয়েটজার সহ টপ অর্ডারের দুর্দান্ত ব্য়াটিংয়ের দৌলতে 17 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে 8 উইকেটে ম্যাচ জেতে স্কটল্যান্ড ৷ অন্যদিকে, পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে বাংলাদেশ ৷

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওমান ৷ কিন্তু, শুরুতেই ফর্মে থাকা ওপেনার জিতেন্দ্র সিংয়ের উইকেট হারায় তারা ৷ এরপর তিন নম্বরে নামা কাশ্যপ মাত্র 3 রান করে আউট হন ৷ যার পর আর সেভাবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি ওমান ৷ মাত্র 122 রানে অল আউট হয়ে যায় মধ্য প্রাচ্যের এই দেশ ৷ ওমানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার আকিব ইলিয়াস ৷ তিনি 37 রান করে আউট হন ৷ স্কটল্যান্ডের হয়ে জস ড্যাভি 25 রান দিয়ে 3 উইকেট নেন ৷

আরও পড়ুন : IND vs PAK : বাইশ গজে ভারত-পাক লড়াই নিয়ে উচ্ছ্বসিত হেডেন

অন্যদিকে, 123 রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন স্কটিশ অধিনায়ক কেল কোয়েটজার ৷ দুই ওপেনারই দুর্দান্ত শুরু করেন ৷ স্কটল্যান্ডের দলগত 33 রানের মাথায় ওপেনার জর্জ মুনসে 20 রানে আউট হওয়ার পর, রান গতি কিছুটা স্লথ হয়ে যায় ৷ কিন্তু, কখনই তা জরুরি রান রেটের নিচে নামেনি ৷ স্কটল্যান্ড 17 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 123 রান তুলে নেয় ৷ গ্রুপের সব ম্যাচ জিতে সবার উপরে শেষ করেছে তারা ৷ মূলপর্বে তারা গ্রুপ টু-তে জায়গা করে নিয়েছে ৷ অর্থাৎ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে স্কটিশদের খেলতে হবে ৷

আরও পড়ুন : Shakib Al Hasan : বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশকে বিশ্বকাপের মূলপর্বে তুললেন শাকিব

মাসকট (ওমান), 22 অক্টোবর : ওমানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের মূলপর্বে অর্থাৎ, সুপার টুয়েলভ রাউন্ডে কোয়ালিফাই করল স্কটল্যান্ড ৷ গ্রুপ বি থেকে 1 নং দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে স্কটিশরা ৷ অধিনায়ক কেল কোয়েটজার সহ টপ অর্ডারের দুর্দান্ত ব্য়াটিংয়ের দৌলতে 17 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে 8 উইকেটে ম্যাচ জেতে স্কটল্যান্ড ৷ অন্যদিকে, পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে বাংলাদেশ ৷

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওমান ৷ কিন্তু, শুরুতেই ফর্মে থাকা ওপেনার জিতেন্দ্র সিংয়ের উইকেট হারায় তারা ৷ এরপর তিন নম্বরে নামা কাশ্যপ মাত্র 3 রান করে আউট হন ৷ যার পর আর সেভাবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি ওমান ৷ মাত্র 122 রানে অল আউট হয়ে যায় মধ্য প্রাচ্যের এই দেশ ৷ ওমানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার আকিব ইলিয়াস ৷ তিনি 37 রান করে আউট হন ৷ স্কটল্যান্ডের হয়ে জস ড্যাভি 25 রান দিয়ে 3 উইকেট নেন ৷

আরও পড়ুন : IND vs PAK : বাইশ গজে ভারত-পাক লড়াই নিয়ে উচ্ছ্বসিত হেডেন

অন্যদিকে, 123 রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন স্কটিশ অধিনায়ক কেল কোয়েটজার ৷ দুই ওপেনারই দুর্দান্ত শুরু করেন ৷ স্কটল্যান্ডের দলগত 33 রানের মাথায় ওপেনার জর্জ মুনসে 20 রানে আউট হওয়ার পর, রান গতি কিছুটা স্লথ হয়ে যায় ৷ কিন্তু, কখনই তা জরুরি রান রেটের নিচে নামেনি ৷ স্কটল্যান্ড 17 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 123 রান তুলে নেয় ৷ গ্রুপের সব ম্যাচ জিতে সবার উপরে শেষ করেছে তারা ৷ মূলপর্বে তারা গ্রুপ টু-তে জায়গা করে নিয়েছে ৷ অর্থাৎ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে স্কটিশদের খেলতে হবে ৷

আরও পড়ুন : Shakib Al Hasan : বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশকে বিশ্বকাপের মূলপর্বে তুললেন শাকিব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.