ETV Bharat / sports

প্রথম ভারতীয় হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে ইরফান পাঠান - প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার

ক্য়ান্ডি টাস্করসের মালিক তথা বলিউড প্রোডিউসর, অভিনেতা সোহেল খান বলেন, ইরফান পাঠানের দলে আসা তাঁদের শক্তি অনেকটাই বাড়িয়েছে ৷ পাশাপাশি তাঁর অভিজ্ঞতা দলের অনেক বড় সম্পদ বলে মনে করেন সোহেল ৷

irfan-pathan-to-feature-in-lanka-premier-league
প্রথম ভারতীয় হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে ইরফান পাঠান
author img

By

Published : Nov 1, 2020, 8:35 PM IST

কলম্বো, 1 নভেম্বর : লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান ৷ তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এই টুর্নামেন্টে খেলবেন ৷ ইরফান ক্য়ান্ডি টাস্করসে সই করেছেন ৷ যে দলে রয়েছেন ইউনিভার্স বস ক্রিস গেল, ক্য়ান্ডির লোকাল আইকন বাঁ হাতি ব্য়াটসম্য়ান কুশল পেরেরা ৷ শ্রীলঙ্কার টি-20 স্পেশালিস্ট কুশল মেন্ডিস এবং নুয়ান প্রদীপ ৷ এছাড়াও ইংল্য়ান্ডের ডান হাতি পেসার লিয়াম প্লাংকেটের মতো আন্তর্জাতিক ক্রিকেটারেরা ৷

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্য়ান্ডি ফ্র্য়াঞ্চাইজ়ির অংশ হতে পেরে তিনি বেশ খুশি বলে জানান ইরফান পাঠান ৷ ক্য়ান্ডি টাস্করসে তাঁদের দলে খুব ভালো খেলোয়াড়রা রয়েছেন এবং তাঁদের সঙ্গে খেলার নতুন অভিজ্ঞতা হবে বলে জানান তিনি ৷ প্রাক্তন শ্রীলঙ্কান উইকেট কিপার হাসান তিলকরত্নে ক্য়ান্ডির কোচিং দলের সদস্য় ৷ এ নিয়ে ক্য়ান্ডি টাস্করসের মালিক তথা বলিউড প্রোডিউসর, অভিনেতা সোহেল খান বলেন, ইরফান পাঠানের দলে আসা তাঁদের শক্তি অনেকটাই বাড়িয়েছে ৷ পাশাপাশি তাঁর অভিজ্ঞতা দলের অনেক বড় সম্পদ বলে মনে করেন সোহেল ৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার টি-20 লিগে খেলবেন ইরফান ৷ এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের ভাইস প্রেসিডেন্ট এবং LPL-র ডিরেক্টর রবীন বিক্ররামারান্তে বলেন, ইরফান পাঠান একজন অভিজ্ঞ এবং ভালো অলরাউন্ডার ৷ ক্য়ান্ডির হয়ে তাঁর LPL-এ খেলা সমর্থকেরা উপভোগ করবেন বলেই তাঁর বিশ্বাস ৷

LPL টুর্নামেন্ট শুরু হবে 21 নভেম্বর থেকে ৷ চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷ কোরোনার কারণে বায়ো বাবল তৈরি করে মোট দু’টি স্টেডিয়ামে খেলা হবে LPL. হামবানটোটার রাজাপাকসা এবং ক্য়ান্ডির পাল্লাকেলে স্টেডিয়ামকে টুর্নামেন্টের জন্য় বেছে নেওয়া হয়েছে ৷ LPL টুর্নামেন্টে মোট পাঁচটি ফ্র্য়াঞ্চাইজি দল খেলবে ৷ কলম্বো, ক্য়ান্ডি, গল, ডাম্বুলা এবং জাফনার ফ্র্য়াঞ্চাইজি রয়েছে ৷ মোট 23টি ম্য়াচ খেলা হবে ৷ 21 নভেম্বর ডাম্বুলা এবং কলম্বোর ম্য়াচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৷ LPL টুর্নামেন্টে 13 ডিসেম্বর ফাইনালের দিন ঠিক করা হয়েছে ৷ পাশাপাশি 14 ডিসেম্বর রিজ়ার্ভ ডে রাখা হয়েছে ৷

কলম্বো, 1 নভেম্বর : লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান ৷ তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এই টুর্নামেন্টে খেলবেন ৷ ইরফান ক্য়ান্ডি টাস্করসে সই করেছেন ৷ যে দলে রয়েছেন ইউনিভার্স বস ক্রিস গেল, ক্য়ান্ডির লোকাল আইকন বাঁ হাতি ব্য়াটসম্য়ান কুশল পেরেরা ৷ শ্রীলঙ্কার টি-20 স্পেশালিস্ট কুশল মেন্ডিস এবং নুয়ান প্রদীপ ৷ এছাড়াও ইংল্য়ান্ডের ডান হাতি পেসার লিয়াম প্লাংকেটের মতো আন্তর্জাতিক ক্রিকেটারেরা ৷

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্য়ান্ডি ফ্র্য়াঞ্চাইজ়ির অংশ হতে পেরে তিনি বেশ খুশি বলে জানান ইরফান পাঠান ৷ ক্য়ান্ডি টাস্করসে তাঁদের দলে খুব ভালো খেলোয়াড়রা রয়েছেন এবং তাঁদের সঙ্গে খেলার নতুন অভিজ্ঞতা হবে বলে জানান তিনি ৷ প্রাক্তন শ্রীলঙ্কান উইকেট কিপার হাসান তিলকরত্নে ক্য়ান্ডির কোচিং দলের সদস্য় ৷ এ নিয়ে ক্য়ান্ডি টাস্করসের মালিক তথা বলিউড প্রোডিউসর, অভিনেতা সোহেল খান বলেন, ইরফান পাঠানের দলে আসা তাঁদের শক্তি অনেকটাই বাড়িয়েছে ৷ পাশাপাশি তাঁর অভিজ্ঞতা দলের অনেক বড় সম্পদ বলে মনে করেন সোহেল ৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার টি-20 লিগে খেলবেন ইরফান ৷ এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের ভাইস প্রেসিডেন্ট এবং LPL-র ডিরেক্টর রবীন বিক্ররামারান্তে বলেন, ইরফান পাঠান একজন অভিজ্ঞ এবং ভালো অলরাউন্ডার ৷ ক্য়ান্ডির হয়ে তাঁর LPL-এ খেলা সমর্থকেরা উপভোগ করবেন বলেই তাঁর বিশ্বাস ৷

LPL টুর্নামেন্ট শুরু হবে 21 নভেম্বর থেকে ৷ চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷ কোরোনার কারণে বায়ো বাবল তৈরি করে মোট দু’টি স্টেডিয়ামে খেলা হবে LPL. হামবানটোটার রাজাপাকসা এবং ক্য়ান্ডির পাল্লাকেলে স্টেডিয়ামকে টুর্নামেন্টের জন্য় বেছে নেওয়া হয়েছে ৷ LPL টুর্নামেন্টে মোট পাঁচটি ফ্র্য়াঞ্চাইজি দল খেলবে ৷ কলম্বো, ক্য়ান্ডি, গল, ডাম্বুলা এবং জাফনার ফ্র্য়াঞ্চাইজি রয়েছে ৷ মোট 23টি ম্য়াচ খেলা হবে ৷ 21 নভেম্বর ডাম্বুলা এবং কলম্বোর ম্য়াচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৷ LPL টুর্নামেন্টে 13 ডিসেম্বর ফাইনালের দিন ঠিক করা হয়েছে ৷ পাশাপাশি 14 ডিসেম্বর রিজ়ার্ভ ডে রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.