ETV Bharat / sports

IND vs SL 3rd T20I: সূর্যর মারকাটারি শতরানে আলোকিত ভারত, নির্ণায়ক ম্যাচে শ্রীলঙ্কাকে 229 রানের লক্ষ্যমাত্রা

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল ভারত ৷ সৌজন্যে সূর্যকুমার যাদবের বিস্ফোরক শতরান (Suryakumar Yadav hits third ton in T20I in Rajkot) ৷ সিরিজ জিততে শ্রীলঙ্কার চাই 229 রান (SL need 229 runs to win the series) ৷

Etv Bharat
রাজকোটে সূর্যকুমারের শতরান
author img

By

Published : Jan 7, 2023, 8:30 PM IST

Updated : Jan 7, 2023, 9:00 PM IST

রাজকোট, 7 জানুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে ভারত ৷ সৌজন্যে সূর্যকুমার যাদব ৷ রাজকোটে শনিবার সিরিজের নির্ণায়ক ম্য়াচে মারকাটারি শতরান এল তাঁর ব্যাটে (Suryakumar Yadav hits third ton in T20I) ৷ 45 বলে তৃতীয়বার টি-20 তিন অঙ্কের রান ছুঁলেন তিনি ৷ যা সংক্ষিপ্ত ফরম্যাটে সপ্তম দ্রুততম হলেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৷ দ্রুততম 35 বলে শতরানটি ছ'বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছিল আরেক মুম্বইকর রোহিত শর্মার ব্যাটে ৷ মাত্র 51 বলে সূর্যর ধুন্ধুমার 112 রানের অপরাজিত ইনিংসে সিরিজ ডিসাইডারে দ্বীপরাষ্ট্রকে 229 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া (SL need 229 runs to win the series) ৷

টস জিতে এদিন প্রথমে ব্য়াট করে প্রতিপক্ষের ঘাড়ে রানে বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া ৷ কিন্তু শুরুতে মাত্র এক রানে ডাগ-আউটে ফিরে অধিনায়কের পরিকল্পনায় জোরালো ধাক্কা দেন ঈশান কিষাণ ৷ কিন্তু দ্বিতীয় উইকেটে হাল ধরে বড় রানের ভিত তৈরি করে শুভমান গিল-রাহুল ত্রিপাঠী জুটি ৷ অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্য়াচে 16 বলে 35 রানের সময়োপযোগী ইনিংস আসে ত্রিপাঠীর ব্যাটে ৷ এরপর তৃতীয় উইকেটে দলের বড় রানের ইমারৎ গড়ে দেয় শুভমন-সূর্যকুমার ৷

গিল সমঝে খেললেও শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ছিলেন সূর্য ৷ মাত্র 26 বলে হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাটে ৷ 46 রানে গিলকে ফিরতে হলেও সূর্যর ব্যাটে জারি ছিল চার-ছক্কার ফুলঝুরি ৷ হার্দিক পান্ডিয়া-দীপক হুডা শেষদিকে চালিয়ে খেলতে গিয়ে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত সূর্যকে সঙ্গত করেন গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা অক্ষর ৷ 19তম ওভারের প্রথম বলে কাসুন রাজিতাকে কভারে ঠেলে তৃতীয় শতরানটি পূর্ণ করেন ভারতের মিস্টার 360 ৷ 9 বলে 21 রানে অপরাজিত থাকেন অক্ষর ৷

আরও পড়ুন: বাতিল ঘোড়াতেই আস্থা বোর্ডের, নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান চেতন

20 ওভারে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 228 রান তোলে ভারত ৷ উল্লেখ্য, প্রথম ম্যাচে 2 রানে জিতে ভারত সিরিজে এগিয়ে গেলেও পুনেতে 16 রানে জিতে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা ৷ অর্থাৎ, রাজকোটে শনিবার বিজয়ী দলের হাতেই উঠবে সিরিজ জয়ের ট্রফি ৷

রাজকোট, 7 জানুয়ারি: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে ভারত ৷ সৌজন্যে সূর্যকুমার যাদব ৷ রাজকোটে শনিবার সিরিজের নির্ণায়ক ম্য়াচে মারকাটারি শতরান এল তাঁর ব্যাটে (Suryakumar Yadav hits third ton in T20I) ৷ 45 বলে তৃতীয়বার টি-20 তিন অঙ্কের রান ছুঁলেন তিনি ৷ যা সংক্ষিপ্ত ফরম্যাটে সপ্তম দ্রুততম হলেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৷ দ্রুততম 35 বলে শতরানটি ছ'বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছিল আরেক মুম্বইকর রোহিত শর্মার ব্যাটে ৷ মাত্র 51 বলে সূর্যর ধুন্ধুমার 112 রানের অপরাজিত ইনিংসে সিরিজ ডিসাইডারে দ্বীপরাষ্ট্রকে 229 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া (SL need 229 runs to win the series) ৷

টস জিতে এদিন প্রথমে ব্য়াট করে প্রতিপক্ষের ঘাড়ে রানে বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া ৷ কিন্তু শুরুতে মাত্র এক রানে ডাগ-আউটে ফিরে অধিনায়কের পরিকল্পনায় জোরালো ধাক্কা দেন ঈশান কিষাণ ৷ কিন্তু দ্বিতীয় উইকেটে হাল ধরে বড় রানের ভিত তৈরি করে শুভমান গিল-রাহুল ত্রিপাঠী জুটি ৷ অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্য়াচে 16 বলে 35 রানের সময়োপযোগী ইনিংস আসে ত্রিপাঠীর ব্যাটে ৷ এরপর তৃতীয় উইকেটে দলের বড় রানের ইমারৎ গড়ে দেয় শুভমন-সূর্যকুমার ৷

গিল সমঝে খেললেও শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ছিলেন সূর্য ৷ মাত্র 26 বলে হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাটে ৷ 46 রানে গিলকে ফিরতে হলেও সূর্যর ব্যাটে জারি ছিল চার-ছক্কার ফুলঝুরি ৷ হার্দিক পান্ডিয়া-দীপক হুডা শেষদিকে চালিয়ে খেলতে গিয়ে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত সূর্যকে সঙ্গত করেন গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা অক্ষর ৷ 19তম ওভারের প্রথম বলে কাসুন রাজিতাকে কভারে ঠেলে তৃতীয় শতরানটি পূর্ণ করেন ভারতের মিস্টার 360 ৷ 9 বলে 21 রানে অপরাজিত থাকেন অক্ষর ৷

আরও পড়ুন: বাতিল ঘোড়াতেই আস্থা বোর্ডের, নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান চেতন

20 ওভারে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 228 রান তোলে ভারত ৷ উল্লেখ্য, প্রথম ম্যাচে 2 রানে জিতে ভারত সিরিজে এগিয়ে গেলেও পুনেতে 16 রানে জিতে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা ৷ অর্থাৎ, রাজকোটে শনিবার বিজয়ী দলের হাতেই উঠবে সিরিজ জয়ের ট্রফি ৷

Last Updated : Jan 7, 2023, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.