ETV Bharat / sports

ICC World Cup 2023: লিগের শেষ ম্যাচে সেরা ফিল্ডার সূর্য, ঘোষণা করলেন মাঠ কর্মীরা

Surya Kumar Yadav Gets Best Fielder Medal in ICC Cricket World Cup: ভারতীয় দলে প্রতি ম্যাচের শেষে একজন সেরা ফিল্ডারের মেডেল পড়ানোর প্রচলন রয়েছে ৷ এবার ভাগ্যের শিঁকে ছিড়ল সূর্যকুমার যাদবের ৷

Image Courtesy: BCCI
Image Courtesy: BCCI
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 1:24 PM IST

বেঙ্গালুরু, 13 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপের লিগপর্ব শেষ, এবার নক-আউট ৷ এই শেষ ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারের মেডেল জিতলেন সূর্যকুমার যাদব ৷ আর প্রতিবারের মতো এবারেও সেরা ফিল্ডারের নাম ঘোষণায় বিশেষ চমক নিয়ে আসলেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ কর্মীদের দিয়ে এ দিন সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করান তিনি ৷ ফিল্ডিং মেডেল পরে মাঠ কর্মীদের সঙ্গে তাই ছবিও তুললেন ‘স্কাই’ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই মুহূর্তে ভারতের ম্যাচ থাকলেই, সেদিনের সেরা ফিল্ডার কে হবেন ? সেই দিকে নজর থাকে ক্রিকেট বিশ্বের ৷ ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের এই অভিনব উদ্যোগ ক্রিকেটারদের মধ্যে তো অবশ্যই, অনুরাগীদের মধ্যেও সাড়া ফেলেছে ৷ এই বিশ্বকাপে প্রতি ম্যাচের শেষে রীতিমতো জাঁকজমকের সঙ্গে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হয় ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মেডেল পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ বাউন্ডারি লাইনে থাকা ‘হুইল-ক্যামেরা’র ইনডিগেশনের মাধ্যমে রোহিতের নাম ঘোষণা করা হয় ৷

তবে, ভারতীয় দলে এই ফিল্ডিং মেডেল বিশ্বকাপেই প্রথম নয় ৷ এই মেডেল চালুর বিষয় নিয়ে টি দিলীপ জানিয়েছেন, গত চারমাস ধরে দলের সেরা ফিল্ডারের মেডেল দেওয়া হচ্ছে ৷ সঙ্গে সেই নাম ঘোষণায় একটু অভিনবত্ব আনা হয়েছে ৷ এর প্রধান কারণ, যে প্লেয়ার এই মেডেল জিতছেন তিনি নিজেকে সেই মুহূর্তের জন্য কিছুটা হলেও বিশেষ মনে করছেন ৷ তাঁকে দেখে মাঠের বাকি প্লেয়াররাও নিজেদের সেরাটা দেবেন ৷ তাঁরাও এই মেডেল জেতার চেষ্টায় ফিল্ডিংয়ে নিজের সবটুকু দেবেন ৷ এতে দলের লাভ ৷

টি দিলীপ জানান, চারমাস আগে শুরু হলেও, বিসিসিআই-এর সোশাল মিডিয়ায় এই মেডেল দেওয়ার অনুষ্ঠান বিশ্বকাপের সময় থেকে পোস্ট করা হচ্ছে ৷ এর সঙ্গে ভারতীয় সমর্থক এবং বিশ্বের বাকিদেরও যুক্ত করা হচ্ছে ৷ এতে প্লেয়ারদের মধ্যেও একটা উৎসাহ তৈরি হচ্ছে ৷ এমনকি দলের মধ্যে যে একতা, তাও প্রকাশ পাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ওয়াংখেড়েতে সমানে-সমানে লড়াইয়ের বার্তা রাচিনের, সেমির আগে শুরু মাঠের বাইরের লড়াই
  2. পিছিয়ে পড়লেন ডি'কক, লিগ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট

বেঙ্গালুরু, 13 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপের লিগপর্ব শেষ, এবার নক-আউট ৷ এই শেষ ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারের মেডেল জিতলেন সূর্যকুমার যাদব ৷ আর প্রতিবারের মতো এবারেও সেরা ফিল্ডারের নাম ঘোষণায় বিশেষ চমক নিয়ে আসলেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ কর্মীদের দিয়ে এ দিন সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করান তিনি ৷ ফিল্ডিং মেডেল পরে মাঠ কর্মীদের সঙ্গে তাই ছবিও তুললেন ‘স্কাই’ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই মুহূর্তে ভারতের ম্যাচ থাকলেই, সেদিনের সেরা ফিল্ডার কে হবেন ? সেই দিকে নজর থাকে ক্রিকেট বিশ্বের ৷ ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের এই অভিনব উদ্যোগ ক্রিকেটারদের মধ্যে তো অবশ্যই, অনুরাগীদের মধ্যেও সাড়া ফেলেছে ৷ এই বিশ্বকাপে প্রতি ম্যাচের শেষে রীতিমতো জাঁকজমকের সঙ্গে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হয় ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মেডেল পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ বাউন্ডারি লাইনে থাকা ‘হুইল-ক্যামেরা’র ইনডিগেশনের মাধ্যমে রোহিতের নাম ঘোষণা করা হয় ৷

তবে, ভারতীয় দলে এই ফিল্ডিং মেডেল বিশ্বকাপেই প্রথম নয় ৷ এই মেডেল চালুর বিষয় নিয়ে টি দিলীপ জানিয়েছেন, গত চারমাস ধরে দলের সেরা ফিল্ডারের মেডেল দেওয়া হচ্ছে ৷ সঙ্গে সেই নাম ঘোষণায় একটু অভিনবত্ব আনা হয়েছে ৷ এর প্রধান কারণ, যে প্লেয়ার এই মেডেল জিতছেন তিনি নিজেকে সেই মুহূর্তের জন্য কিছুটা হলেও বিশেষ মনে করছেন ৷ তাঁকে দেখে মাঠের বাকি প্লেয়াররাও নিজেদের সেরাটা দেবেন ৷ তাঁরাও এই মেডেল জেতার চেষ্টায় ফিল্ডিংয়ে নিজের সবটুকু দেবেন ৷ এতে দলের লাভ ৷

টি দিলীপ জানান, চারমাস আগে শুরু হলেও, বিসিসিআই-এর সোশাল মিডিয়ায় এই মেডেল দেওয়ার অনুষ্ঠান বিশ্বকাপের সময় থেকে পোস্ট করা হচ্ছে ৷ এর সঙ্গে ভারতীয় সমর্থক এবং বিশ্বের বাকিদেরও যুক্ত করা হচ্ছে ৷ এতে প্লেয়ারদের মধ্যেও একটা উৎসাহ তৈরি হচ্ছে ৷ এমনকি দলের মধ্যে যে একতা, তাও প্রকাশ পাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ওয়াংখেড়েতে সমানে-সমানে লড়াইয়ের বার্তা রাচিনের, সেমির আগে শুরু মাঠের বাইরের লড়াই
  2. পিছিয়ে পড়লেন ডি'কক, লিগ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.