ETV Bharat / sports

লাল বলের ক্রিকেটে গিলের আগ্রাসী ব্যাটিং না-পসন্দ গাভাসকরের - গাভাসকর

Shubman Gill: সাদা বলের ফরম্যাটে ভালো ছন্দে থাকলেও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের প্রয়োজনে কাজে আসেনি শুভমন গিলের ব্যাট ৷ আর সেজন্য তরুণ ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিংকেই দায়ী করছেন সুনীল গাভাসকর ৷ তরুণ ব্যাটারকে বেশ কিছু উপদেশও দিয়েছেন কিংবদন্তি ৷

Shubman Gill
শুভমন গিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:23 PM IST

কেপটাউন, 31 ডিসেম্বর: সাদা বল এবং লাল বলের ক্রিকেটের ঘরানা সম্পূর্ণ আলাদা ৷ তাই টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা প্রয়োজন বুঝে করা উচিৎ ৷ পাঁচদিনের ক্রিকেটে ওপেনার শুভমন গিলের আগ্রাসী ব্যাটিং দেখে পঞ্জাব ব্যাটারকে এমনটাই উপদেশ দিলেন সুনীল মনোহর গাভাসকর ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো ছন্দে থাকলেও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের প্রয়োজনে কাজে আসেনি গিলের ব্যাট ৷ আর সেজন্য তরুণ ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিংকেই দায়ী করছেন 'লিটল মাস্টার' ৷

সুপার স্পোর্টস পার্কে প্রথম টেস্টে দু'টি ইনিংসে গিলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 2 এবং 26 রান ৷ প্রোটিয়া পেসারদের সামনে নতিস্বীকার করে প্রথম ইনিংসে 245 এবং দ্বিতীয় ইনিংসে 131 রানে গুটিয়ে গিয়েছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ ফলত প্রথম টেস্টে ইনিংসে হারতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে ৷ গিলের ব্যাটিং থেকে খানিক ক্ষুব্ধ গাভাসকর তাই বলছেন, "আমার মনে হয় ও একটু বেশিই আগ্রাসী ক্রিকেট খেলছে ৷ টি-20 এবং ওডিআই ক্রিকেটের সঙ্গে টেস্ট ক্রিকেটের অনেক পার্থক্য রয়েছে ৷ আর পার্থক্যটা হচ্ছে বলে ৷"

সানি আরও বলেন, "সাদা বলের তুলনায় লাল বল বাতাসে, এমনকী পিচেও অনেক বেশি স্যুইং হয় ৷ এটির বাউন্সও তুলনায় বেশি ৷ এই বিষয়গুলো মাথায় রেখেই আগামীতে গিলের ব্যাটিং করা উচিৎ ৷" সাদা বলের ক্রিকেটে স্বপ্নের ফর্মে বিরাজ করলেও ক্রিকেটের কুলীন ফরম্যাটে শেষ 10টি ইনিংসে গিলের ব্যাট থেকে এসেছে মাত্র একটি 50 প্লাস স্কোর ৷ তবে বিষয়গুলি মাথায় রাখলে গিল খুব শীঘ্রই টেস্ট ক্রিকেটেও সাফল্যের সরণিতে হাঁটা শুরু করবে বলে মনে করছেন 34টি টেস্ট শতরানের মালিক ৷

গাভাসকর জানান, গিল ওর কেরিয়ারের শুরুটা দারুণ করেছে ৷ সকলের মতো তিনিও তাঁর শটের গুণমুগ্ধ ভক্ত ৷ তাই গাভাসকর আশা রাখছেন আরও কঠোর পরিশ্রম করে টেস্ট ক্রিকেটের ফর্ম ফিরে পাবে ৷ বক্সিং-ডে টেস্টে হারের পর দু'ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি ভারত খেলতে নামছে কেপটাউনে আগামী 3 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ রিচার লড়াই, ওডিআই সিরিজ জিতে হরমনপ্রীতদের বিরুদ্ধে টেস্ট হারের বদলা অজিদের
  2. নেটে ব্যাট করতে গিয়ে বাঁ-কাঁধে চোট শার্দূলের! কেপটাউন টেস্টে অনিশ্চিত
  3. '2024-এ ঋষভ পন্ত পুরনো ফর্মেই ফিরবে, আশাবাদী প্রাক্তন ক্রিকেটার

কেপটাউন, 31 ডিসেম্বর: সাদা বল এবং লাল বলের ক্রিকেটের ঘরানা সম্পূর্ণ আলাদা ৷ তাই টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা প্রয়োজন বুঝে করা উচিৎ ৷ পাঁচদিনের ক্রিকেটে ওপেনার শুভমন গিলের আগ্রাসী ব্যাটিং দেখে পঞ্জাব ব্যাটারকে এমনটাই উপদেশ দিলেন সুনীল মনোহর গাভাসকর ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো ছন্দে থাকলেও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের প্রয়োজনে কাজে আসেনি গিলের ব্যাট ৷ আর সেজন্য তরুণ ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিংকেই দায়ী করছেন 'লিটল মাস্টার' ৷

সুপার স্পোর্টস পার্কে প্রথম টেস্টে দু'টি ইনিংসে গিলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 2 এবং 26 রান ৷ প্রোটিয়া পেসারদের সামনে নতিস্বীকার করে প্রথম ইনিংসে 245 এবং দ্বিতীয় ইনিংসে 131 রানে গুটিয়ে গিয়েছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ ফলত প্রথম টেস্টে ইনিংসে হারতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে ৷ গিলের ব্যাটিং থেকে খানিক ক্ষুব্ধ গাভাসকর তাই বলছেন, "আমার মনে হয় ও একটু বেশিই আগ্রাসী ক্রিকেট খেলছে ৷ টি-20 এবং ওডিআই ক্রিকেটের সঙ্গে টেস্ট ক্রিকেটের অনেক পার্থক্য রয়েছে ৷ আর পার্থক্যটা হচ্ছে বলে ৷"

সানি আরও বলেন, "সাদা বলের তুলনায় লাল বল বাতাসে, এমনকী পিচেও অনেক বেশি স্যুইং হয় ৷ এটির বাউন্সও তুলনায় বেশি ৷ এই বিষয়গুলো মাথায় রেখেই আগামীতে গিলের ব্যাটিং করা উচিৎ ৷" সাদা বলের ক্রিকেটে স্বপ্নের ফর্মে বিরাজ করলেও ক্রিকেটের কুলীন ফরম্যাটে শেষ 10টি ইনিংসে গিলের ব্যাট থেকে এসেছে মাত্র একটি 50 প্লাস স্কোর ৷ তবে বিষয়গুলি মাথায় রাখলে গিল খুব শীঘ্রই টেস্ট ক্রিকেটেও সাফল্যের সরণিতে হাঁটা শুরু করবে বলে মনে করছেন 34টি টেস্ট শতরানের মালিক ৷

গাভাসকর জানান, গিল ওর কেরিয়ারের শুরুটা দারুণ করেছে ৷ সকলের মতো তিনিও তাঁর শটের গুণমুগ্ধ ভক্ত ৷ তাই গাভাসকর আশা রাখছেন আরও কঠোর পরিশ্রম করে টেস্ট ক্রিকেটের ফর্ম ফিরে পাবে ৷ বক্সিং-ডে টেস্টে হারের পর দু'ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি ভারত খেলতে নামছে কেপটাউনে আগামী 3 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ রিচার লড়াই, ওডিআই সিরিজ জিতে হরমনপ্রীতদের বিরুদ্ধে টেস্ট হারের বদলা অজিদের
  2. নেটে ব্যাট করতে গিয়ে বাঁ-কাঁধে চোট শার্দূলের! কেপটাউন টেস্টে অনিশ্চিত
  3. '2024-এ ঋষভ পন্ত পুরনো ফর্মেই ফিরবে, আশাবাদী প্রাক্তন ক্রিকেটার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.