বেঙ্গালুরু, 9 মে : ঝটিকা সফরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জাতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী ৷ সাক্ষাৎ করলেন এনসিএ-তে অনুশীলনরত উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে ৷ কথা বললেন অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও (Sunil Chhetri meets VVS Laxman) ৷ আর এত সবকিছুর মধ্যে উল্লেখযোগ্যভাবে নিজের ফিল্ডিং দক্ষতা ঝালিয়ে নিলেন আন্তর্জাতিক স্তরে দেশের সর্বাধিক গোলস্কোরার (Sunil Chettri visits NCA in Bengaluru and flaunts his fielding skills) ৷
দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হলেও ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি ৷ একাধিক সাক্ষাৎকারে সেকথা জানিয়ে এসেছেন সুনীল ছেত্রী ৷ পাশাপাশি তিনি যে বিরাট কোহলির কাছের বন্ধুও, তাও অজানা নয় ক্রীড়া অনুরাগীদের ৷ বর্তমানে গার্ডেন সিটিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাছাকাছিই থাকেন বেঙ্গালুরু এফসি তারকা ৷ রবিবার বিসিসিআইয়ের আমন্ত্রণেই ছেত্রী এনসিএ-তে এসেছিলেন বলে খবর ৷ আসলে মণিপুর, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ডের মত উত্তর-পূর্বের রাজ্যগুলো বছর তিনেক হল প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্তর্ভুক্ত হয়েছে ৷ তাদের কাছে আইকন বলতে এখনও ছেত্রী, বাইচুংরা ৷
স্বাভাবিকভাবেই উত্তর-পূর্বের ক্রিকেটারদের তাতাতে ছেত্রীর অভিজ্ঞতা অমূল্য মনে হয়েছে বিসিসিআই'য়ের ৷ তাই এই উদ্যোগ ৷ সোমবার অনুশীলনরত অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ছেত্রীর ফিল্ডিং অনুশীলনের একটি ছোট্ট স্লো-মো ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড লেখে, "এনসিএ-র প্রতিবেশী, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তথা কিংবদন্তি সুনীল ছেত্রী রবিবার বিকেলে হঠাৎই অ্যাকাডেমিতে ৷
-
🎥 NCA's Neighbour, Indian Football Captain and Legend, @chetrisunil11 dropping by on Sunday evening. 👏 👏
— BCCI (@BCCI) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
He had a delightful fielding competition and shared some learnings from his own incredible journey in Football with the boys from North East and Plate Teams. 👍 👍 pic.twitter.com/1O1Gx7F12K
">🎥 NCA's Neighbour, Indian Football Captain and Legend, @chetrisunil11 dropping by on Sunday evening. 👏 👏
— BCCI (@BCCI) May 9, 2022
He had a delightful fielding competition and shared some learnings from his own incredible journey in Football with the boys from North East and Plate Teams. 👍 👍 pic.twitter.com/1O1Gx7F12K🎥 NCA's Neighbour, Indian Football Captain and Legend, @chetrisunil11 dropping by on Sunday evening. 👏 👏
— BCCI (@BCCI) May 9, 2022
He had a delightful fielding competition and shared some learnings from his own incredible journey in Football with the boys from North East and Plate Teams. 👍 👍 pic.twitter.com/1O1Gx7F12K
আরও পড়ুন : কোহলির ব্যর্থতা সত্ত্বেও বিরাট জয়, প্লে-অফের সম্ভাবনা জোরাল হল আরসিবির
আনন্দের সঙ্গে ফিল্ডিং দক্ষতা ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ফুটবল মাঠের নানা অভিজ্ঞতা তিনি শেয়ার করে নিলেন উত্তর-পূর্বের ক্রিকেটার এবং প্লেট গ্রুপের দলগুলোর সঙ্গে ৷" আরেকটি টুইটে এনসিএ প্রধান লক্ষ্মণের সঙ্গে ছেত্রীর আলাপচারিতা এবং ক্রিকেটারদের সঙ্গে ওয়ান অন ওয়ান সেশন ভাগ করে নেওয়ার ছবিও পোস্ট করে বিসিসিআই ৷