ETV Bharat / sports

Virat Kohli 100th Test : শততম ম্যাচের নজির ছোঁয়ার আগে এক নজরে কোহলির টেস্ট পরিসংখ্যান

12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100 টেস্টের ক্লাবে ঢুকতে চলেছেন 'কিং কোহলি' (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

Virat Kohli
কোহলির টেস্ট পরিসংখ্যান
author img

By

Published : Mar 3, 2022, 9:01 PM IST

মোহালি, 3 মার্চ : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের গ্রহে ঢুকতে বাকি আর কয়েক ঘণ্টা ৷ 12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷ তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ‘কিং কোহলি‘র টেস্টের পরিসংখ্যান (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

  • মোট টেস্ট : 99
  • ইনিংস : 168
  • মোট নট আউট : 10
  • রান : 7962
  • সর্বোচ্চ স্কোর : পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত 254 (অক্টোবর 10-13, 2019)
  • গড় : 50.39
  • স্ট্রাইক রেট : 55.67
  • শত : 27
  • অর্ধশতক : 28
  • বাউন্ডারি : 896
  • ছক্কা : 24
  • ক্যাচ : 100

টেস্ট অভিষেক : 2011 সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ অভিষেক টেস্টের দুই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল 4 এবং 15 রান ৷

দেশের মাটিতে : 44 ম্যাচে কোহলির সংগ্রহ 3766 রান ৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত 254 ৷

বিদেশের মাটিতে : 54 ম্যাচে কোহলির সংগ্রহ 4139 রান ৷ সর্বোচ্চ স্কোর 200 ৷

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি ৷ ক্যাঙ্গারুদের দেশের বিরুদ্ধে মোট 7টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে ৷
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে রান করেছেন কোহলি ৷ মোট সংগ্রহ 1960 রান ৷
  • 68টি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ তার মধ্যে মোট 40টি ম্যাচে জয় এসেছে ।
  • অধিনায়ক হিসেবে কোহলির দখলে রয়েছে 20টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড । একমাত্র দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ কোহলির থেকে বেশিবার শতরান পেয়েছেন ৷ তাঁর সংগ্রহ 25টি সেঞ্চুরি ৷

আরও পড়ুন : Virat Kohli 100th Test Match : ‘কখনও ভাবিনি 100 টেস্ট খেলব’, আবেগে ভাসলেন কোহলি

  • গ্রেগ চ্যাপেলের পর কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন । অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 115 এবং 141 রান ৷
  • বাংলাদেশের বিপক্ষে 2019 সালে ইডেন গার্ডেনে (পিঙ্ক বল টেস্ট) কোহলির ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল । টানা 29টি ইনিংসে তাঁর ব্যাটে শতরান দেখেনি ক্রিকেটবিশ্ব ৷ ফলে শততম টেস্টে কোহলির ব্যাট থেকে শতরান আসুক, প্রার্থনায় কোহলি ভক্তরা ৷

মোহালি, 3 মার্চ : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের গ্রহে ঢুকতে বাকি আর কয়েক ঘণ্টা ৷ 12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷ তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ‘কিং কোহলি‘র টেস্টের পরিসংখ্যান (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

  • মোট টেস্ট : 99
  • ইনিংস : 168
  • মোট নট আউট : 10
  • রান : 7962
  • সর্বোচ্চ স্কোর : পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত 254 (অক্টোবর 10-13, 2019)
  • গড় : 50.39
  • স্ট্রাইক রেট : 55.67
  • শত : 27
  • অর্ধশতক : 28
  • বাউন্ডারি : 896
  • ছক্কা : 24
  • ক্যাচ : 100

টেস্ট অভিষেক : 2011 সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ অভিষেক টেস্টের দুই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল 4 এবং 15 রান ৷

দেশের মাটিতে : 44 ম্যাচে কোহলির সংগ্রহ 3766 রান ৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত 254 ৷

বিদেশের মাটিতে : 54 ম্যাচে কোহলির সংগ্রহ 4139 রান ৷ সর্বোচ্চ স্কোর 200 ৷

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি ৷ ক্যাঙ্গারুদের দেশের বিরুদ্ধে মোট 7টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে ৷
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে রান করেছেন কোহলি ৷ মোট সংগ্রহ 1960 রান ৷
  • 68টি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ তার মধ্যে মোট 40টি ম্যাচে জয় এসেছে ।
  • অধিনায়ক হিসেবে কোহলির দখলে রয়েছে 20টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড । একমাত্র দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ কোহলির থেকে বেশিবার শতরান পেয়েছেন ৷ তাঁর সংগ্রহ 25টি সেঞ্চুরি ৷

আরও পড়ুন : Virat Kohli 100th Test Match : ‘কখনও ভাবিনি 100 টেস্ট খেলব’, আবেগে ভাসলেন কোহলি

  • গ্রেগ চ্যাপেলের পর কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন । অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 115 এবং 141 রান ৷
  • বাংলাদেশের বিপক্ষে 2019 সালে ইডেন গার্ডেনে (পিঙ্ক বল টেস্ট) কোহলির ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল । টানা 29টি ইনিংসে তাঁর ব্যাটে শতরান দেখেনি ক্রিকেটবিশ্ব ৷ ফলে শততম টেস্টে কোহলির ব্যাট থেকে শতরান আসুক, প্রার্থনায় কোহলি ভক্তরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.