ETV Bharat / sports

Virat Kohli 100th Test : শততম ম্যাচের নজির ছোঁয়ার আগে এক নজরে কোহলির টেস্ট পরিসংখ্যান - Virat Kohli 100th Test

12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100 টেস্টের ক্লাবে ঢুকতে চলেছেন 'কিং কোহলি' (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

Virat Kohli
কোহলির টেস্ট পরিসংখ্যান
author img

By

Published : Mar 3, 2022, 9:01 PM IST

মোহালি, 3 মার্চ : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের গ্রহে ঢুকতে বাকি আর কয়েক ঘণ্টা ৷ 12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷ তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ‘কিং কোহলি‘র টেস্টের পরিসংখ্যান (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

  • মোট টেস্ট : 99
  • ইনিংস : 168
  • মোট নট আউট : 10
  • রান : 7962
  • সর্বোচ্চ স্কোর : পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত 254 (অক্টোবর 10-13, 2019)
  • গড় : 50.39
  • স্ট্রাইক রেট : 55.67
  • শত : 27
  • অর্ধশতক : 28
  • বাউন্ডারি : 896
  • ছক্কা : 24
  • ক্যাচ : 100

টেস্ট অভিষেক : 2011 সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ অভিষেক টেস্টের দুই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল 4 এবং 15 রান ৷

দেশের মাটিতে : 44 ম্যাচে কোহলির সংগ্রহ 3766 রান ৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত 254 ৷

বিদেশের মাটিতে : 54 ম্যাচে কোহলির সংগ্রহ 4139 রান ৷ সর্বোচ্চ স্কোর 200 ৷

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি ৷ ক্যাঙ্গারুদের দেশের বিরুদ্ধে মোট 7টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে ৷
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে রান করেছেন কোহলি ৷ মোট সংগ্রহ 1960 রান ৷
  • 68টি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ তার মধ্যে মোট 40টি ম্যাচে জয় এসেছে ।
  • অধিনায়ক হিসেবে কোহলির দখলে রয়েছে 20টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড । একমাত্র দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ কোহলির থেকে বেশিবার শতরান পেয়েছেন ৷ তাঁর সংগ্রহ 25টি সেঞ্চুরি ৷

আরও পড়ুন : Virat Kohli 100th Test Match : ‘কখনও ভাবিনি 100 টেস্ট খেলব’, আবেগে ভাসলেন কোহলি

  • গ্রেগ চ্যাপেলের পর কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন । অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 115 এবং 141 রান ৷
  • বাংলাদেশের বিপক্ষে 2019 সালে ইডেন গার্ডেনে (পিঙ্ক বল টেস্ট) কোহলির ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল । টানা 29টি ইনিংসে তাঁর ব্যাটে শতরান দেখেনি ক্রিকেটবিশ্ব ৷ ফলে শততম টেস্টে কোহলির ব্যাট থেকে শতরান আসুক, প্রার্থনায় কোহলি ভক্তরা ৷

মোহালি, 3 মার্চ : সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের গ্রহে ঢুকতে বাকি আর কয়েক ঘণ্টা ৷ 12তম ভারতীয় খেলোয়াড় হিসেবে 100টি টেস্ট খেলার মাইলফলক ছুঁতে চলেছেন বিরাট কোহলি ৷ তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ‘কিং কোহলি‘র টেস্টের পরিসংখ্যান (Virat Kohli is about to play his 100th Test Match) ৷

  • মোট টেস্ট : 99
  • ইনিংস : 168
  • মোট নট আউট : 10
  • রান : 7962
  • সর্বোচ্চ স্কোর : পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত 254 (অক্টোবর 10-13, 2019)
  • গড় : 50.39
  • স্ট্রাইক রেট : 55.67
  • শত : 27
  • অর্ধশতক : 28
  • বাউন্ডারি : 896
  • ছক্কা : 24
  • ক্যাচ : 100

টেস্ট অভিষেক : 2011 সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ অভিষেক টেস্টের দুই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল 4 এবং 15 রান ৷

দেশের মাটিতে : 44 ম্যাচে কোহলির সংগ্রহ 3766 রান ৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত 254 ৷

বিদেশের মাটিতে : 54 ম্যাচে কোহলির সংগ্রহ 4139 রান ৷ সর্বোচ্চ স্কোর 200 ৷

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি ৷ ক্যাঙ্গারুদের দেশের বিরুদ্ধে মোট 7টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে ৷
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে রান করেছেন কোহলি ৷ মোট সংগ্রহ 1960 রান ৷
  • 68টি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ তার মধ্যে মোট 40টি ম্যাচে জয় এসেছে ।
  • অধিনায়ক হিসেবে কোহলির দখলে রয়েছে 20টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড । একমাত্র দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ কোহলির থেকে বেশিবার শতরান পেয়েছেন ৷ তাঁর সংগ্রহ 25টি সেঞ্চুরি ৷

আরও পড়ুন : Virat Kohli 100th Test Match : ‘কখনও ভাবিনি 100 টেস্ট খেলব’, আবেগে ভাসলেন কোহলি

  • গ্রেগ চ্যাপেলের পর কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন । অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 115 এবং 141 রান ৷
  • বাংলাদেশের বিপক্ষে 2019 সালে ইডেন গার্ডেনে (পিঙ্ক বল টেস্ট) কোহলির ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল । টানা 29টি ইনিংসে তাঁর ব্যাটে শতরান দেখেনি ক্রিকেটবিশ্ব ৷ ফলে শততম টেস্টে কোহলির ব্যাট থেকে শতরান আসুক, প্রার্থনায় কোহলি ভক্তরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.