ETV Bharat / sports

Legends League Cricket : কিংবদন্তি ক্রিকেট লিগে খেলছেন না সচিন

শনিবার মাস্টার ব্লাস্টারের ম্যানেজমেন্ট সংস্থার ঘোষণার পর ভুল শুধরে নিয়েছেন অমিতাভও ৷ নয়া প্রোমো প্রকাশ করে অনুরাগীদের কাছে ক্ষমাপ্রার্থী 'বিগ বি' (Amitabh Bachchan apologises to the fans) ৷

Legends League Cricket
কিংবদন্তি ক্রিকেট লিগে খেলছেন না সচিন
author img

By

Published : Jan 8, 2022, 6:11 PM IST

Updated : Jan 8, 2022, 6:50 PM IST

মুম্বই, 8 জানুয়ারি : আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন না সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar not part of Legends League Cricket) ৷ শনিবার অনুরাগীদের মন খারাপ করা খবর দিল মাস্টার-ব্লাস্টারের ম্যানেজমেন্ট সংস্থা ৷ সম্প্রতি কিংবদন্তি ক্রিকেট লিগের একটি প্রোমোশনাল ভিডিয়োয় জানা গিয়েছিল, বহু প্রতীক্ষিত এই লিগে অংশ নিতে চলেছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ তবে এদিন সেই দাবি খারিজ করে দিলেন এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্টের মুখপাত্র (SRT Sports Management confirms the news) ৷

তিনি বলেন, "লেজেন্ডস লিগ ক্রিকেটে সচিন রমেশ তেন্ডুলকর অংশগ্রহণ করতে চলেছেন বলে যে খবর প্রচারিত হচ্ছে, সেটা সত্যি নয় ৷ আয়োজকদের উচিৎ অনুরাগী এবং অমিতাভ বচ্চন মহাশয়কে ভুল তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকা ৷" উল্লেখ্য, লিগের প্রোমোশনাল ভিডিয়োয় সচিন খেলছেন বলে প্রথমে জানিয়েছিলেন 'বিগ বি' ৷

এদিন মাস্টার ব্লাস্টার্সের ম্যানেজমেন্ট সংস্থার ঘোষণার পর ভুল শুধরে নিয়েছেন অমিতাভও ৷ নয়া প্রোমো প্রকাশ করে অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন 'বিগ বি' (Amitabh Bachchan apologises to the fans) ৷ আগামী 20 জানুয়ারি ঢাকে কাঠি পড়ছে লেজেন্ডস লিগ ক্রিকেটের ৷ অবসরপ্রাপ্তদের নিয়ে তৈরি তারকা-ঠাসা তিনটি দল অংশ নিতে চলেছে সেখানে ৷

আরও পড়ুন : Sachin Tendulkar : বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের তালিকায় 12 নম্বরে সচিন

মাস্টার ব্লাস্টার না থাকলেও বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান এবং ইউসুফ পাঠান ভারতের প্রতিনিধিত্ব করবেন কিংবদন্তি ক্রিকেট লিগে ৷ লিগে ভারতীয় দলে আত্মপ্রকাশ করবে 'ইন্ডিয়া মহারাজা' নামে ৷ এছাড়া শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, সনৎ জয়সূর্য, মুথাইয়া মুরলিধরন, চামিন্ডা ভাসের মতো তারকারা প্রতিনিধিত্ব করবেন 'এশিয়া লায়ন্সের' হয়ে ৷

মুম্বই, 8 জানুয়ারি : আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন না সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar not part of Legends League Cricket) ৷ শনিবার অনুরাগীদের মন খারাপ করা খবর দিল মাস্টার-ব্লাস্টারের ম্যানেজমেন্ট সংস্থা ৷ সম্প্রতি কিংবদন্তি ক্রিকেট লিগের একটি প্রোমোশনাল ভিডিয়োয় জানা গিয়েছিল, বহু প্রতীক্ষিত এই লিগে অংশ নিতে চলেছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ তবে এদিন সেই দাবি খারিজ করে দিলেন এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্টের মুখপাত্র (SRT Sports Management confirms the news) ৷

তিনি বলেন, "লেজেন্ডস লিগ ক্রিকেটে সচিন রমেশ তেন্ডুলকর অংশগ্রহণ করতে চলেছেন বলে যে খবর প্রচারিত হচ্ছে, সেটা সত্যি নয় ৷ আয়োজকদের উচিৎ অনুরাগী এবং অমিতাভ বচ্চন মহাশয়কে ভুল তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকা ৷" উল্লেখ্য, লিগের প্রোমোশনাল ভিডিয়োয় সচিন খেলছেন বলে প্রথমে জানিয়েছিলেন 'বিগ বি' ৷

এদিন মাস্টার ব্লাস্টার্সের ম্যানেজমেন্ট সংস্থার ঘোষণার পর ভুল শুধরে নিয়েছেন অমিতাভও ৷ নয়া প্রোমো প্রকাশ করে অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন 'বিগ বি' (Amitabh Bachchan apologises to the fans) ৷ আগামী 20 জানুয়ারি ঢাকে কাঠি পড়ছে লেজেন্ডস লিগ ক্রিকেটের ৷ অবসরপ্রাপ্তদের নিয়ে তৈরি তারকা-ঠাসা তিনটি দল অংশ নিতে চলেছে সেখানে ৷

আরও পড়ুন : Sachin Tendulkar : বিশ্বের শ্রদ্ধেয় পুরুষদের তালিকায় 12 নম্বরে সচিন

মাস্টার ব্লাস্টার না থাকলেও বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান এবং ইউসুফ পাঠান ভারতের প্রতিনিধিত্ব করবেন কিংবদন্তি ক্রিকেট লিগে ৷ লিগে ভারতীয় দলে আত্মপ্রকাশ করবে 'ইন্ডিয়া মহারাজা' নামে ৷ এছাড়া শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, সনৎ জয়সূর্য, মুথাইয়া মুরলিধরন, চামিন্ডা ভাসের মতো তারকারা প্রতিনিধিত্ব করবেন 'এশিয়া লায়ন্সের' হয়ে ৷

Last Updated : Jan 8, 2022, 6:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.