হারারে, 7 জুলাই: পঞ্চমবার আইসিসি বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডস ৷ বৃহস্পতিবার স্কটিশদের 4 উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে প্রবেশ করেছে ডাচরা ৷ তবে যোগ্যতা অর্জন পর্ব থেকে পয়লা নম্বর হয়ে নাকি দু'নম্বর হয়ে মূলপর্বে পৌঁছবে, তা এখনও চূড়ান্ত ৷ নয় আগামী 9 জুলাই রবিবার হারারে স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডের ফাইনাল ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ৷ সেই ম্যাচের জয়ী দল মূলপর্বে কোয়ালিফায়ার ওয়ান হিসেবে যাবে ৷ আর রানার্স-আপ হবে কোয়ালিফায়ার টু ৷
তবে, ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে কোয়ালিফায়ারের এক নম্বর দল হিসেবে শ্রীলঙ্কাই ভারত পৌঁছাবে ৷ সেখানে ডাচদের দ্বিতীয় স্থানেই রাখছে ক্রিকেট মহল ৷ তাই যদি হয় সেক্ষেত্রে, 2 নভেম্বর ভারতকে গ্রুপ পর্বের সপ্তম ম্যাচ খেলতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ আর প্রথম কোয়ালিফায়ার দলের সঙ্গে ভারতের ম্যাচ রয়েছে 11 নভেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷
স্কটল্যান্ডের বিরুদ্ধে 278 রান তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে ছিল নেদারল্যান্ডস ৷ 23.3 ওভারে 108 রানের মাথায় 4 উইকেট পড়ে যায় ডাচদের ৷ এরপর 165 রানে পঞ্চম উইকেট হারায় তারা ৷ তবে, 32-42 এই 10 ওভারের মধ্যে ঝড় তোলেন ডাচ মিডল-অর্ডার ব্যাটার বাস ডে লিডে ৷ তাঁর 92 বলে 123 রানের ইনিংসের দৌলতে মাত্র 42.2 ওভারে 6 উইকেট হারিয়ে 278 রান তুলে নেয় নেদারল্যান্ড ৷ যেখানে একটা সময় মনে হয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্কটল্যান্ডের হাতে রয়েছে ৷
আরও পড়ুন: শহরে এল বিশ্বকাপ ট্রফি ! স্বাগত জানিয়ে কাপ ফেরানোর ডাক ঝুলনের
লিডে 123 রান করে দলের 276 রানের মাথায় রান-আউট হন ৷ তবে, সাকিব জুলফিকার (33 অপরাজিত) এবং ভ্যান উইক (1 অপরাজিত) ৷ বাকি কাজটা করে ফেলেন ডাচদের হয়ে ৷ আগমী 9 জুলাই হারারে স্টেডিয়ামে বিশ্বকাপ কোয়ালিফায়ার পর্বের ফাইনাল ম্যাচ রয়েছে ৷ যেখানে ডাচদের প্রতিপক্ষ কঠিন শ্রীলঙ্কা ৷ অন্তত ধারেভারে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল ৷ তবে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকেও স্কটিশদের বিরুদ্ধে হারতে হয়েছিল ৷ এমনকি ক্যারিবিয়ানরা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে নেই ৷ ফলে ফাইনালে শ্রীলঙ্কাই জিতবে, একথা এখনই নিশ্চিতভাবে বলা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না ৷