ETV Bharat / sports

Asia Cup 2023: সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে 21 রানে হার বাংলাদেশের, এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে সাকিবরা - এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে সাকিবরা

এশিয়া কাপের সুপার ফোরের খেলা চলছে ৷ গতকাল, শনিবার ছিল দ্বিতীয় ম্যাচ ৷ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ। তাতে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা ৷

Asia Cup 2023
এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে সাকিবরা
author img

By PTI

Published : Sep 10, 2023, 9:19 AM IST

Updated : Sep 10, 2023, 9:36 AM IST

কলম্বো, 10 সেপ্টেম্বর: পাকিস্তানের পর সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ের মুখে বাংলাদেশ। গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে শ্রীলঙ্কা তোলে 257 রান। জবাবে ব্যাট করতে নেমে সাকিব ব্রিগেড শেষ পর্যন্ত 48.1 ওভারে 236 রানে অল আউট হয়ে যায়। শেষ হাসি হেসে বাংলাদেশের বিরুদ্ধে 21 রানে জিতে ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখলেন দাসুন শানাকারা ৷

  • Sri Lanka beat Bangladesh by 21 runs!
    Samarawickrama led the charge with a scintillating 93 in the first innings, while the Lankan bowlers exhibited exceptional skills in restricting Bangladesh. 🇱🇰 #AsiaCup2023 #SLvBAN pic.twitter.com/5R8elHEXW0

    — AsianCricketCouncil (@ACCMedia1) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই 21 রানের জয়ের সুবাদে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ নিয়ে টানা 13টি ওডিআই ম্যাচ জিতল লঙ্কা-বাহিনী । অন্যদিকে, পরপর দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় শাকিব আল হাসানদের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খেল। যদিও অঙ্ক বলছে এখনও ফাইনালে যেতে পারে বাংলাদেশ। কলম্বোর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। পরে দিমুথ করুণারত্নে 18 রানে আউট হবার পর কুশাল মেন্ডিস অর্ধশতরান করে সাজঘরে ফিরে যান ৷ নিশাঙ্কাও 40 রানে আউট হয়ে যান। এরপর কার্যত একা হাতে দলের রান বাড়াতে থাকেন সাদিরা সামারাউইক্রিমা ৷ 72 বলে 93 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি ৷

জবাবে রান তাড়া করতে নেমে সাবধানে খেলা শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও মহম্মদ নইম। অধিনায়ক সাকিব আল হাসান 3 রান করেন ৷ টপ অর্ডারের ব্যাটার পরপর ব্যর্থ হন ৷ শেষ 10 ওভারে জিততে দরকার ছিল 81 রান। 44তম ওভারে মাহেশ থিকশানার বলে 82 রান করে আউট হন তৌহিদ হৃদয়। হৃদয় ফিরতেই বাংলাদেশের 'হৃদয়' ভঙ্গ হওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত 48.1 ওভারে 236 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। হেরে মাঠ ছাড়তে হয় শাকিবদের। অন্যদিকে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: সুপার ফোরেও শাহিনদের বিরুদ্ধে রোহিতদের 'অ্যাসিড টেস্ট'

কলম্বো, 10 সেপ্টেম্বর: পাকিস্তানের পর সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ের মুখে বাংলাদেশ। গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে শ্রীলঙ্কা তোলে 257 রান। জবাবে ব্যাট করতে নেমে সাকিব ব্রিগেড শেষ পর্যন্ত 48.1 ওভারে 236 রানে অল আউট হয়ে যায়। শেষ হাসি হেসে বাংলাদেশের বিরুদ্ধে 21 রানে জিতে ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখলেন দাসুন শানাকারা ৷

  • Sri Lanka beat Bangladesh by 21 runs!
    Samarawickrama led the charge with a scintillating 93 in the first innings, while the Lankan bowlers exhibited exceptional skills in restricting Bangladesh. 🇱🇰 #AsiaCup2023 #SLvBAN pic.twitter.com/5R8elHEXW0

    — AsianCricketCouncil (@ACCMedia1) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই 21 রানের জয়ের সুবাদে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ নিয়ে টানা 13টি ওডিআই ম্যাচ জিতল লঙ্কা-বাহিনী । অন্যদিকে, পরপর দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় শাকিব আল হাসানদের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খেল। যদিও অঙ্ক বলছে এখনও ফাইনালে যেতে পারে বাংলাদেশ। কলম্বোর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। পরে দিমুথ করুণারত্নে 18 রানে আউট হবার পর কুশাল মেন্ডিস অর্ধশতরান করে সাজঘরে ফিরে যান ৷ নিশাঙ্কাও 40 রানে আউট হয়ে যান। এরপর কার্যত একা হাতে দলের রান বাড়াতে থাকেন সাদিরা সামারাউইক্রিমা ৷ 72 বলে 93 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি ৷

জবাবে রান তাড়া করতে নেমে সাবধানে খেলা শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও মহম্মদ নইম। অধিনায়ক সাকিব আল হাসান 3 রান করেন ৷ টপ অর্ডারের ব্যাটার পরপর ব্যর্থ হন ৷ শেষ 10 ওভারে জিততে দরকার ছিল 81 রান। 44তম ওভারে মাহেশ থিকশানার বলে 82 রান করে আউট হন তৌহিদ হৃদয়। হৃদয় ফিরতেই বাংলাদেশের 'হৃদয়' ভঙ্গ হওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত 48.1 ওভারে 236 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। হেরে মাঠ ছাড়তে হয় শাকিবদের। অন্যদিকে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: সুপার ফোরেও শাহিনদের বিরুদ্ধে রোহিতদের 'অ্যাসিড টেস্ট'

Last Updated : Sep 10, 2023, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.