হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: আফগানিস্তান ৷ এই দলটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটি নাম, যারা বিশ্ব ক্রিকেটে নিজেদের পরিচিতি তৈরির চেষ্টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে ৷ এই দেশের ক্রিকেটাররা আবার বিভিন্ন দেশের লিগে খেলেন ৷ আইপিএল থেকে সিপিএল, বিগ ব্যাশ লিগ সর্বত্রই তারা নিজেদের প্রতিভার ছাপ রাখেন ৷ এই নিয়ে তৃতীয়বার আফগানিস্তান ওডিআই বিশ্বকাপ ক্রিকেটে খেলতে নামছে ৷ এর আগে 2015 ও 2019 সালে তারা দু’বার খেলেছে ৷ আগামী 7 অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা এবার বিশ্বকাপ অভিযান শুরু করছে ৷
শক্তি: আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি হল স্পিন ৷ সাফল্য আনতে স্পিনই তাদের অন্যতম ভরসা ৷ তাদের স্পিন ব্রিগেডের অন্যতম বড় ভরসা রশিদ খান ৷ আইপিএলে তিনি নিজেকে বহুবার প্রমাণ করেছেন ৷ 94 ম্যাচে 172 উইকেট পেয়েছেন তিনি ৷ রশিদ যে একজন বিশ্বমানের স্পিনার, তা এই পরিসংখ্যানেই প্রমাণিত ৷ এছাড়া রয়েছেন মুজিব-উর-রহমান ও নূর আহমেদ ৷ এই স্পিন ত্রয়ী যেদিন ভালো খেলবেন, সেদিন বিপক্ষ ব্যাটারদের নাকাল করে ছাড়বেন ৷ এছাড়াও রয়েছেন মহম্মদ নবী ৷ তিনি অফ-ব্রেক বল যেমন করতে পারেন, তেমনই বাঁ-হাতে ব্যাটটাও মন্দ করেন না ৷ ভারতের উইকেট যেহেতু স্পিন সহায়ক, তাই তা আফগানিস্তানের জন্য সহায়ক হতে পারে ৷
দুর্বলতা: আফগানিস্তানের স্পিন বিভাগ শক্তিশালী হলেও ব্যাটিং ওই দলের জন্য উদ্বেগের একটি প্রধান জায়গা ৷ কারণ, তাদের কাছে এমন ব্যাটার নেই, যাঁরা ভালোমানের বোলিংয়ের বিরুদ্ধে খেলতে পারবেন ৷ যদিও তাদের দলে ইব্রাহিম জাদরানের মতো ভালো ব্যাটার রয়েছে, 19 ম্যাচে 911 রান করার পর যাঁর গড় 53.58 ৷ তার পরও তাদের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী বলা যায় না ৷ এর সাম্প্রতিক উদাহরণ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ ৷ 291 রান তাড়া করতে নেমে লক্ষ্যের কাছে গিয়েও তারা ম্যাচ জিততে পারেনি ৷
ভয়: স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দুর্বল দলগুলি ভারতীয় পিচে অনেক সমস্যার মুখোমুখি হতে চলেছে । কিন্তু এমন দুর্বলতা বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রাণঘাতী হয়ে উঠতে পারে অনেক দলের কাছেই । ফলে এই বিশ্বকাপে অনেক দলের বিপর্যয়ের কারণ হতে পারে আফগানিস্তান ৷
সুযোগ: কোনও সন্দেহ নেই যে ইব্রাহিম জাদরান আফগানিস্তানের সেরা ক্রিকেটার একজন ব্যতিক্রমী প্রতিভা ও তাই বিশ্বকাপ তাঁর কাছে নিজের প্রতিভা প্রদর্শনের সবচেয়ে বড় মঞ্চ হবে । সুতরাং, এই ক্রিকেটার তাঁর প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন । নুর আহমেদ হলেন আরেক তরুণ, যাঁর প্রতিভা প্রদর্শনের জন্য একটি বিশ্বকাপ বড় প্ল্যাটফর্ম হবে ।
আরও পড়ুন: বিশ্বকাপের ঠিক আগে তামিম বিতর্কে অবসরের জল্পনা উসকে দিলেন শাকিব