ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড মার্করামের, রানের পাহাড়ে প্রোটিয়াবাহিনী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:25 PM IST

Updated : Oct 7, 2023, 6:26 PM IST

12 বছরের পুরনো রেকর্ড ভেঙে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম শতরানের অধিকারী হলেন এইডেন মার্করাম ৷ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে 49 বলে সেঞ্চুরি করলেন এই বাঁ-হাতি ব্যাটার ৷ সেঞ্চুরি করলেন আরও দুই ব্যাটার ৷ সবমিলিয়ে রানের পাহাড়ে চড়ল প্রোটিয়াবাহিনী ৷

দ্রুততম শতরানের রেকর্ড মার্করামের
ICC World Cup 2023

নয়াদিল্লি, 7 অক্টোবর: কুইন্টন ডি'কক এবং ভ্যান ডার ডুসেনের জোড়া শতরান বড় রানের মজবুত ভিত গড়ে দিয়েছিলেন আগেই ৷ এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং সেই ভিতে যেন ইমারৎ গড়লেন ৷ ডি'কক-ডুসেনের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন অঙ্কের রান ছুঁলেন প্রোটিয়াদের কুড়ি-বিশের অধিনায়ক ৷ শুধু শতরানই নয়, 49 বলে বিশ্বকাপের সেঞ্চুরি হাঁকিয়ে কেভিন ও'ব্রায়েন 12 বছর আগের রেকর্ড ভাঙলেন তিনি ৷ 14টি চার, 3টি ছয় মেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্করাম খেললেন 54 বলে 106 রানের ইনিংস ৷ তিন ব্যাটারের শতরানে 50 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 428 রান তুলল দক্ষিণ আফ্রিকা ৷

অরুণ জেটলি স্টেডিয়ামে টস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৷ ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিজ ছেড়েছেন প্রোটিয়াদের দলনায়ক ৷ ব্যক্তিগত 8 রানে ফিরেছেন তেম্বা বাভুমা ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন কুইন্টন ডি’কক ও ভার দেন দাসেন ৷

বড় রানের পথে প্রোটিয়ারা: বাভুমা শুরুতে ফিরলেও ডি’কক ও ডাসেনের ব্যাটে লড়াই চালাচ্ছিল প্রোটিয়ারা ৷ দুই ব্যাটারের লড়াইয়ে 17 ওভারেই একশো পেরিয়েছিল প্রোটিয়াদের রান ৷ ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন ভ্যান ডার ডাসেন ৷ শতরান এসেছে স্টাম্পার-ব্যাটার কুইন্টনের ব্যাট থেকেও ৷ যদিও তিন অঙ্কে পৌঁছেই মাথিসা পাথিরানার বলে ক্রিজ ছেড়েছেন ডি’কক ৷

কুইন্টনের এদিনের ইনিংস সাজানো 12টি চার ও 3টি ছয়ে ৷ বিশ্বকাপের পরেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন ডি’কক ৷ তাই তিরিশ বছরের ক্রিকেটারের জন্য এই বিশ্বকাপ জিততে চান অধিনায়ক বাভুমা ৷ এদিন সেই কুইন্টনের ব্যাটে শুরুতেই ম্যাচের রাশ হাতে নিল দক্ষিণ আফ্রিকা ৷ স্টাম্পার-ব্যাটারকে যোগ্য সঙ্গত দিলেন রাসি ভ্যান ডার ডাসেন ৷

নয়াদিল্লিতে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম একাদশের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে ছাড়া বিশ্বকাপের মঞ্চে নেমেছে দক্ষিণ আফ্রিকা ৷ পেসার এনরিক নখিয়া এবং অল-রাউন্ডার সিসান্দা মাগালাকে ছাড়াই খেলছে প্রোটিয়ারা ৷ অন্যদিকে, তেমনই শ্রীলঙ্কা পাচ্ছে না দলের সেরা খেলোয়াড় ওয়ারিঙ্গু হাসারাঙ্গাকে ৷ নেই দুষ্মন্ত চামিরা, মহেশ থিকসানারাও ৷ ফলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই জয়ের স্ট্র্যাটেজি সাজিয়েছে দুই দল ৷

আরও পড়ুন: শাকিবের ঘূর্ণিতে ধরাশায়ী আফগানরা, 156 রানে অল-আউট পাঠানরা

নয়াদিল্লি, 7 অক্টোবর: কুইন্টন ডি'কক এবং ভ্যান ডার ডুসেনের জোড়া শতরান বড় রানের মজবুত ভিত গড়ে দিয়েছিলেন আগেই ৷ এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং সেই ভিতে যেন ইমারৎ গড়লেন ৷ ডি'কক-ডুসেনের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন অঙ্কের রান ছুঁলেন প্রোটিয়াদের কুড়ি-বিশের অধিনায়ক ৷ শুধু শতরানই নয়, 49 বলে বিশ্বকাপের সেঞ্চুরি হাঁকিয়ে কেভিন ও'ব্রায়েন 12 বছর আগের রেকর্ড ভাঙলেন তিনি ৷ 14টি চার, 3টি ছয় মেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্করাম খেললেন 54 বলে 106 রানের ইনিংস ৷ তিন ব্যাটারের শতরানে 50 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 428 রান তুলল দক্ষিণ আফ্রিকা ৷

অরুণ জেটলি স্টেডিয়ামে টস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৷ ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিজ ছেড়েছেন প্রোটিয়াদের দলনায়ক ৷ ব্যক্তিগত 8 রানে ফিরেছেন তেম্বা বাভুমা ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন কুইন্টন ডি’কক ও ভার দেন দাসেন ৷

বড় রানের পথে প্রোটিয়ারা: বাভুমা শুরুতে ফিরলেও ডি’কক ও ডাসেনের ব্যাটে লড়াই চালাচ্ছিল প্রোটিয়ারা ৷ দুই ব্যাটারের লড়াইয়ে 17 ওভারেই একশো পেরিয়েছিল প্রোটিয়াদের রান ৷ ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন ভ্যান ডার ডাসেন ৷ শতরান এসেছে স্টাম্পার-ব্যাটার কুইন্টনের ব্যাট থেকেও ৷ যদিও তিন অঙ্কে পৌঁছেই মাথিসা পাথিরানার বলে ক্রিজ ছেড়েছেন ডি’কক ৷

কুইন্টনের এদিনের ইনিংস সাজানো 12টি চার ও 3টি ছয়ে ৷ বিশ্বকাপের পরেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন ডি’কক ৷ তাই তিরিশ বছরের ক্রিকেটারের জন্য এই বিশ্বকাপ জিততে চান অধিনায়ক বাভুমা ৷ এদিন সেই কুইন্টনের ব্যাটে শুরুতেই ম্যাচের রাশ হাতে নিল দক্ষিণ আফ্রিকা ৷ স্টাম্পার-ব্যাটারকে যোগ্য সঙ্গত দিলেন রাসি ভ্যান ডার ডাসেন ৷

নয়াদিল্লিতে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম একাদশের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে ছাড়া বিশ্বকাপের মঞ্চে নেমেছে দক্ষিণ আফ্রিকা ৷ পেসার এনরিক নখিয়া এবং অল-রাউন্ডার সিসান্দা মাগালাকে ছাড়াই খেলছে প্রোটিয়ারা ৷ অন্যদিকে, তেমনই শ্রীলঙ্কা পাচ্ছে না দলের সেরা খেলোয়াড় ওয়ারিঙ্গু হাসারাঙ্গাকে ৷ নেই দুষ্মন্ত চামিরা, মহেশ থিকসানারাও ৷ ফলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই জয়ের স্ট্র্যাটেজি সাজিয়েছে দুই দল ৷

আরও পড়ুন: শাকিবের ঘূর্ণিতে ধরাশায়ী আফগানরা, 156 রানে অল-আউট পাঠানরা

Last Updated : Oct 7, 2023, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.