ধরমশালা, 17 অক্টোবর: প্রোটিয়াদের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মরিয়া লড়াই নেদারল্যান্ডসের ৷ চলতি বিশ্বকাপে এখনও অজেয় দক্ষিণ আফ্রিকা ৷ প্রথম দুই ম্যাচেই বিপক্ষকে নাস্তানাবুদ করেছে তারা ৷ মঙ্গলবারও ডাচদের বিরুদ্ধে শুরুটা ভালো করে টেম্বা বাভুমার দল ৷ তবে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের লড়াকু ইনিংস ম্যাচে ফেরায় ডাচদের ৷ মাত্র 82 রানে পাঁচ উইকেট হারানোর পরেও এডওয়ার্ডসের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ভর করে 43 ওভারের ম্যাচে প্রোটিয়াদের 246 রানের টার্গেট দেয় নেদারল্যান্ডস ৷
ধরমশালা স্টেডিয়ামে এদিন কগিসো রাবাদা, মার্কো জানসেন এবং লুঙ্গি এনগিদিদের সাঁড়াশি আক্রমণের সামনে একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ডাচ ব্যাটাররা ৷ মাত্র 82 রানে অর্ধেক দলকে হারিয়ে ধুঁকতে থাকে নেদারল্যান্ডস ৷ সেখান থেকে দলকে অক্সিজেন দেন অধিনায়ক স্কট ৷ 69 বলে 10টি চার এবং 1টি ছক্কার সাহায্যে 78 রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ অন্যপ্রান্তে ক্রমাগত উইকেট পতন কোনও প্রভাব ফেলতে পারেনি তাঁর লড়াকু ব্যাটিংয়ে ৷
ম্যাচের শেষপর্বে অবশ্য় রিওলফ ভ্যান ডার মারউই এবং আরিয়ান দত্ত বেশ কিছু বড় শট খেলে ভালো ফিনিশিং টাচ দেন ৷ শুরুটা ভালো না-হলেও প্রোটিয়াদের সামনে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে অরেঞ্জবিগ্রেড ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত 43 ওভারে 8 উইকেট হারিয়ে 245 রান সংগ্রহ করে ডাচবাহিনী ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট নেন কগিসো রাবাদা, জানসেন এবং এনগিদি ৷
আরও পড়ুন: 'মিশন বাংলাদেশ'! শাকিবদের বিরুদ্ধে ভারতীয় দলে নজর থাকবে যাঁদের দিকে
প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর চলতি বিশ্বকাপে প্রথম জয় স্বাদ পেতে মরিয়া ডাচবাহিনী ৷ এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তাঁদের স্থান একেবারে শেষে ৷ আর লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার লক্ষ্য জয়ের হ্যাটট্রিক ৷