ETV Bharat / sports

কেপটাউনে প্রোটিয়াদের সামনে লিটমাস 'টেস্ট' ভারতের - Virat Kohli

Acid Test for Indian Batters: টেস্ট সিরিজ ড্র-এর লক্ষ্যে আগামিকাল কেপটাউনের নিউল্যান্ডসে নামবে ভারত ৷ যেখানে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির সামনে বড় চ্যালেঞ্জ প্রোটিয়াস পেসাররা ৷ সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস হারের ক্ষত ভুলে এখন দ্বিতীয় টেস্টে মনোনিবেশ করছে ভারতীয় দল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 12:50 PM IST

কেপটাউন, 2 জানুয়ারি: সেঞ্চুরিয়নে মাত্র তিনদিনে ইনিংস হারের ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পালা ৷ কিন্তু, কেপটাউনের নিউল্যান্ডসে সেই কাজটা আরও কঠিন হতে চলেছে মেন ইন ব্লু-র জন্য ৷ অজিদের জন্য গাব্বা যদি হয় দুর্ভেদ্য দুর্গ ৷ তবে, প্রোটিয়াদের ক্ষেত্রে দুর্ভেদ্য দুর্গ হল নিউল্যান্ডস স্টেডিয়াম ৷ যেখানে ফের একবার কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার এবং মার্কো ইয়ানসেনদের চ্যালেঞ্জের সামনে ভারতীয় ব্যাটিং ৷ যেখানে এবার জুড়তে চলেছেন লুঙ্গি এনগিডি ৷ আর তাঁর সামনে টেস্ট ক্রিকেটে বরাবর নড়বড়ে ভারতীয় টপঅর্ডার ৷

'সেনা' কান্ট্রিগুলির মধ্যে একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা ৷ যেখানে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন এখনও অধরা ৷ আর সেই অধরা স্বপ্নকে সফল করতে হলে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে ৷ প্রথম টেস্টের দুই ইনিংসে যাঁর ব্যাটে সাকুল্য মোট রান মাত্র 5 ৷ দ্বিতীয় ইনিংসে তো রানের খাতা খুলতেই পারেননি রোহিত ৷ তাই ব্যাটহাতে তাঁকে রান করতেই হবে কেপটাউনের দ্বিতীয় টেস্টে ৷ পাশাপাশি, বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশা একই রয়ে গিয়েছে ৷

কেরিয়ারে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলা ওপেনার যস্বশী জয়সওয়ালও প্রথম টেস্টে ব্যর্থ ৷ দুই ইনিংসেই নান্দ্রে বার্গারের গতি ও বাউন্সের সামনে পরাস্ত হয়েছিলেন তিনি ৷ প্রায় তিনবছর ধরে ভারতীয় টেস্ট দলে নিয়মিত শুভমন গিল ৷ কিন্তু, বিদেশের মাটিতে তাঁর ব্যাটে রান যেন 'ডুমুরের ফুল' ৷ তাই তিননম্বরে খেলা শুভমনের ব্যাটেও রান চাইবে টিম ম্যানেজমেন্ট ৷ আর পাঁচনম্বরে শ্রেয়স আইয়ারের বড় পরীক্ষা নিজের জায়গা বাঁচানোর ৷ ওয়ান-ডে ও টি-20 ফরম্যাটে তাঁর ব্যাটিং কাজে এলেও, টেস্ট ক্রিকেটের জন্য আদউ তিনি কতটা যোগ্য ? প্রশ্ন তো রয়েছে ৷

ভারতের এই ব্যাটিং লাইনআপে ভরসার পাত্র বলতে গেলে বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়, তা বিরাটের থেকে ভালো কেউ জানতে পারেন না ৷ এমনকি অধিনায়ক রোহিতও নন ৷ আর টেস্ট দলে কামব্যাকে কেএল রাহুল ফের একবার নিজেকে প্রমাণ করলেন ৷ সেঞ্চুরিয়নের 'সেঞ্চুরিয়ন' বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে 'ক্লাসিক' লোকেশ রাহুল বলা হয় ৷

ব্যাটিংয়ের পাশাপাশি, ভারতীয় দলের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে বোলিং বিভাগও ৷ এই সিরিজে জসপ্রীত বুমরাকে সাহায্য করার যোগ্য ব্যক্তিটির অভাব টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টে বুঝতে পেরেছে ৷ কথা হচ্ছে মহম্মদ শামিকে নিয়ে ৷ শামির অভিজ্ঞতার অভাব ভালোই টের পাচ্ছেন রোহিত শর্মা ৷ মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণা তিন বোলারই প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ ৷ বিশেষত, শার্দূল ঠাকুর ৷ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেলেও, ব্যাটে-বলে নিজের ছাপ ফেলতে ব্যর্থ শার্দূল ৷

দ্বিতীয় টেস্টে শামির পরিবর্ত হিসেবে আবেশ খানকে দলে সামিল করেছে টিম ম্যানেজমেন্ট ৷ ভারত এ দলের আনঅফিসিয়াল টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন তিনি ৷ সেখানে ভালো পারফর্ম করায় সিনিয়র দলে ডাক পেয়েছেন ৷ প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দ্বিতীয় টেস্টে আবেশের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আর কোনও এক 'অজানা' কারণে ফের প্রথম একাদশে নাম থেকে যাবে শার্দূল ঠাকুরের ৷ আরও একটি বদল হবে ভারতীয় দলে ৷ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে আসবেন রবীন্দ্র জাদেজা ৷

অন্যদিকে, কেপটাউন দ্বিতীয় টেস্টে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ডবাই অধিনায়ক ডিন এলগার ৷ প্রথম টেস্টে তাঁর 185 রানের ইনিংসের কারণেই ভারত ম্যাচ থেকে অনেক দূরে চলে গিয়েছিল ৷ এলগারকে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট জয় হিসেবে উপহার দিতে মরিয়া প্রোটিয়ারা ৷ তাই ভারতের বিরুদ্ধে নিউল্যান্ডসের সবুজ গালিচায় দক্ষিণ আফ্রিকান পেস ব্যাটারি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:

  1. বিদায়ী টেস্টে মাঠে নামার আগেই চুরি গেল ব্যাগি গ্রিন, হতাশ ওয়ার্নার
  2. লাল বলের ক্রিকেটে গিলের আগ্রাসী ব্যাটিং না-পসন্দ গাভাসকরের
  3. অবসরে ডেভি, বিশ্বজয়ের পর একদিনের ক্রিকেটকেও বিদায় ওয়ার্নারের

কেপটাউন, 2 জানুয়ারি: সেঞ্চুরিয়নে মাত্র তিনদিনে ইনিংস হারের ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পালা ৷ কিন্তু, কেপটাউনের নিউল্যান্ডসে সেই কাজটা আরও কঠিন হতে চলেছে মেন ইন ব্লু-র জন্য ৷ অজিদের জন্য গাব্বা যদি হয় দুর্ভেদ্য দুর্গ ৷ তবে, প্রোটিয়াদের ক্ষেত্রে দুর্ভেদ্য দুর্গ হল নিউল্যান্ডস স্টেডিয়াম ৷ যেখানে ফের একবার কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার এবং মার্কো ইয়ানসেনদের চ্যালেঞ্জের সামনে ভারতীয় ব্যাটিং ৷ যেখানে এবার জুড়তে চলেছেন লুঙ্গি এনগিডি ৷ আর তাঁর সামনে টেস্ট ক্রিকেটে বরাবর নড়বড়ে ভারতীয় টপঅর্ডার ৷

'সেনা' কান্ট্রিগুলির মধ্যে একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা ৷ যেখানে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন এখনও অধরা ৷ আর সেই অধরা স্বপ্নকে সফল করতে হলে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে ৷ প্রথম টেস্টের দুই ইনিংসে যাঁর ব্যাটে সাকুল্য মোট রান মাত্র 5 ৷ দ্বিতীয় ইনিংসে তো রানের খাতা খুলতেই পারেননি রোহিত ৷ তাই ব্যাটহাতে তাঁকে রান করতেই হবে কেপটাউনের দ্বিতীয় টেস্টে ৷ পাশাপাশি, বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশা একই রয়ে গিয়েছে ৷

কেরিয়ারে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলা ওপেনার যস্বশী জয়সওয়ালও প্রথম টেস্টে ব্যর্থ ৷ দুই ইনিংসেই নান্দ্রে বার্গারের গতি ও বাউন্সের সামনে পরাস্ত হয়েছিলেন তিনি ৷ প্রায় তিনবছর ধরে ভারতীয় টেস্ট দলে নিয়মিত শুভমন গিল ৷ কিন্তু, বিদেশের মাটিতে তাঁর ব্যাটে রান যেন 'ডুমুরের ফুল' ৷ তাই তিননম্বরে খেলা শুভমনের ব্যাটেও রান চাইবে টিম ম্যানেজমেন্ট ৷ আর পাঁচনম্বরে শ্রেয়স আইয়ারের বড় পরীক্ষা নিজের জায়গা বাঁচানোর ৷ ওয়ান-ডে ও টি-20 ফরম্যাটে তাঁর ব্যাটিং কাজে এলেও, টেস্ট ক্রিকেটের জন্য আদউ তিনি কতটা যোগ্য ? প্রশ্ন তো রয়েছে ৷

ভারতের এই ব্যাটিং লাইনআপে ভরসার পাত্র বলতে গেলে বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে কীভাবে ব্যাটিং করতে হয়, তা বিরাটের থেকে ভালো কেউ জানতে পারেন না ৷ এমনকি অধিনায়ক রোহিতও নন ৷ আর টেস্ট দলে কামব্যাকে কেএল রাহুল ফের একবার নিজেকে প্রমাণ করলেন ৷ সেঞ্চুরিয়নের 'সেঞ্চুরিয়ন' বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে 'ক্লাসিক' লোকেশ রাহুল বলা হয় ৷

ব্যাটিংয়ের পাশাপাশি, ভারতীয় দলের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে বোলিং বিভাগও ৷ এই সিরিজে জসপ্রীত বুমরাকে সাহায্য করার যোগ্য ব্যক্তিটির অভাব টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টে বুঝতে পেরেছে ৷ কথা হচ্ছে মহম্মদ শামিকে নিয়ে ৷ শামির অভিজ্ঞতার অভাব ভালোই টের পাচ্ছেন রোহিত শর্মা ৷ মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণা তিন বোলারই প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ ৷ বিশেষত, শার্দূল ঠাকুর ৷ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেলেও, ব্যাটে-বলে নিজের ছাপ ফেলতে ব্যর্থ শার্দূল ৷

দ্বিতীয় টেস্টে শামির পরিবর্ত হিসেবে আবেশ খানকে দলে সামিল করেছে টিম ম্যানেজমেন্ট ৷ ভারত এ দলের আনঅফিসিয়াল টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন তিনি ৷ সেখানে ভালো পারফর্ম করায় সিনিয়র দলে ডাক পেয়েছেন ৷ প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দ্বিতীয় টেস্টে আবেশের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল ৷ আর কোনও এক 'অজানা' কারণে ফের প্রথম একাদশে নাম থেকে যাবে শার্দূল ঠাকুরের ৷ আরও একটি বদল হবে ভারতীয় দলে ৷ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে আসবেন রবীন্দ্র জাদেজা ৷

অন্যদিকে, কেপটাউন দ্বিতীয় টেস্টে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ডবাই অধিনায়ক ডিন এলগার ৷ প্রথম টেস্টে তাঁর 185 রানের ইনিংসের কারণেই ভারত ম্যাচ থেকে অনেক দূরে চলে গিয়েছিল ৷ এলগারকে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট জয় হিসেবে উপহার দিতে মরিয়া প্রোটিয়ারা ৷ তাই ভারতের বিরুদ্ধে নিউল্যান্ডসের সবুজ গালিচায় দক্ষিণ আফ্রিকান পেস ব্যাটারি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:

  1. বিদায়ী টেস্টে মাঠে নামার আগেই চুরি গেল ব্যাগি গ্রিন, হতাশ ওয়ার্নার
  2. লাল বলের ক্রিকেটে গিলের আগ্রাসী ব্যাটিং না-পসন্দ গাভাসকরের
  3. অবসরে ডেভি, বিশ্বজয়ের পর একদিনের ক্রিকেটকেও বিদায় ওয়ার্নারের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.