ETV Bharat / sports

ICC World Cup 2023: মুম্বইয়ে পাওয়ার-হিটিংয়ের প্রদর্শনী, ইংল্যান্ডের সামনে 400 রানের টার্গেট রাখল দক্ষিণ আফ্রিকা - South Africa vs England

South Africa vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার ৷ শুরুতে কুইন্টন ডি’ককের উইকেট হারালেও, রিজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিক ক্লাসন এবং মার্কো জানসেনদের ব্যাটিং শোয়ে ধরাশায়ী ব্রিটিশ বোলিং ৷

Image Courtesy X
ইংল্যান্ডের সামনে 398 রানের টার্গেট রাখল প্রোটিয়ারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 6:18 PM IST

Updated : Oct 21, 2023, 6:41 PM IST

ওয়াংখেড়ে, 21 অক্টোবর: হেনরিক ক্লাসন, গত একবছরে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ৷ আর তাঁর বিস্ফোরক 67 বলে 109 রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে 7 উইকেট 399 রানে বিশাল স্কোর দাঁড় করালো প্রোটিয়ারা ৷ ব্রিটিশ পেস আক্রমণকে ধরাশায়ী করে 400 রানের বিশাল টার্গেট জস বাটলাদের সামনে রাখলেন ক্লাসন, হেনড্রিকস, ভ্যান ডার ডুসেন এবং জানসেনরা ৷ স্লগ ওভারে হেনরিক ক্লাসেনের সঙ্গে 42 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস খেললেন মার্কো জানসেন ৷

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে 428 রান তুলে বিশ্বকাপের সূচনা করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ মাঝে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের গাড়ি লাইনচ্যুত হয়েছিল ৷ কিন্তু, গতবারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে তাঁদেরই দাওয়াই দিলেন এডেন মার্করামরা ৷ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসের পরেই প্রায় ম্যাচ থেকে বের করে দিলেন তাঁরা ৷ এ দিন অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছেন দক্ষিণ আফ্রিকা ৷ অধিনায়কত্বের দায়িত্ব এডেন মার্করামের কাঁধে ৷

তবে, তাঁর দায়িত্ব কিছুটা হালকা করে দিলেন ব্যাটাররা ৷ এ দিন ইনিংসের শুরুতে টুর্নামেন্টে দু’টি সেঞ্চুরি করা উইকেট-কিপার ব্যাটার কুইন্টন ডি’কক এ দিন মাত্র 4 রানে রিস টপলির শিকার হন ৷ কিন্তু, এর পর প্রোটিয়াস ব্রিগেডের ইনিংস সামলান রিজা হেনড্রিকস (85) এবং রাসি ভ্যান ডার ডুসেন (60) ৷ দ্বিতীয় উইকেটে তাঁরা 121 রানের পার্টনারশিপ করেন ৷ মাঝে অধিনায়ক এডেন মার্করাম (42) কিছুটা ধীরে খেলছিলেন ৷ সঙ্গে ছিলেন হেনরিক ক্লাসেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কিন্তু, মার্করাম এবং ডেভিড মিলার (5) দ্রুত ফিরে যেতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ সেই চাপ কাটাতে ইংল্যান্ডের বোলারদের প্রতিআক্রমণে যান দক্ষিণ আফ্রিকার উইকেট-কিপার ব্যাটার ক্লাসেন ৷ তিনি এবং অল-রাউন্ডার মার্কো ইয়ানসেন (42 বলে 75) 151 রানের দুরন্ত পার্টনারশিপ করেন ষষ্ঠ উইকেটে ৷ যে পার্টনারশিপের দৌলতে 399 রানের বিশাল স্কোর পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন: টেবল টপারদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের হয়ে রিস টপলি 3 উইকেট নিলেও 8.5 ওভারে 88 রান দিয়েছেন তিনি ৷ মার্ক উড এ দিন মাত্র 7 ওভার করে 76 রান দিয়েছেন ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা গুস অ্যাটকিনসন এবং আদিল রাশিদ 2টি করে উইকেট নিয়েছেন ৷ ইংল্যান্ডের বাকি সব বোলার ব্যর্থ হয়েছেন ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডও এ দিন ভারতের মাটিতে দ্বিতীয় স্পিনারের অভাব টের পেলেন ৷ যার জেরে জো রুটকে দিয়ে 6.1 ওভার বল করাতে হল জস বাটলারকে ৷ আর তিনি 48 দিয়ে গেলেন ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে ৷

ওয়াংখেড়ে, 21 অক্টোবর: হেনরিক ক্লাসন, গত একবছরে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ৷ আর তাঁর বিস্ফোরক 67 বলে 109 রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে 7 উইকেট 399 রানে বিশাল স্কোর দাঁড় করালো প্রোটিয়ারা ৷ ব্রিটিশ পেস আক্রমণকে ধরাশায়ী করে 400 রানের বিশাল টার্গেট জস বাটলাদের সামনে রাখলেন ক্লাসন, হেনড্রিকস, ভ্যান ডার ডুসেন এবং জানসেনরা ৷ স্লগ ওভারে হেনরিক ক্লাসেনের সঙ্গে 42 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস খেললেন মার্কো জানসেন ৷

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে 428 রান তুলে বিশ্বকাপের সূচনা করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ মাঝে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের গাড়ি লাইনচ্যুত হয়েছিল ৷ কিন্তু, গতবারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে তাঁদেরই দাওয়াই দিলেন এডেন মার্করামরা ৷ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসের পরেই প্রায় ম্যাচ থেকে বের করে দিলেন তাঁরা ৷ এ দিন অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছেন দক্ষিণ আফ্রিকা ৷ অধিনায়কত্বের দায়িত্ব এডেন মার্করামের কাঁধে ৷

তবে, তাঁর দায়িত্ব কিছুটা হালকা করে দিলেন ব্যাটাররা ৷ এ দিন ইনিংসের শুরুতে টুর্নামেন্টে দু’টি সেঞ্চুরি করা উইকেট-কিপার ব্যাটার কুইন্টন ডি’কক এ দিন মাত্র 4 রানে রিস টপলির শিকার হন ৷ কিন্তু, এর পর প্রোটিয়াস ব্রিগেডের ইনিংস সামলান রিজা হেনড্রিকস (85) এবং রাসি ভ্যান ডার ডুসেন (60) ৷ দ্বিতীয় উইকেটে তাঁরা 121 রানের পার্টনারশিপ করেন ৷ মাঝে অধিনায়ক এডেন মার্করাম (42) কিছুটা ধীরে খেলছিলেন ৷ সঙ্গে ছিলেন হেনরিক ক্লাসেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কিন্তু, মার্করাম এবং ডেভিড মিলার (5) দ্রুত ফিরে যেতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ সেই চাপ কাটাতে ইংল্যান্ডের বোলারদের প্রতিআক্রমণে যান দক্ষিণ আফ্রিকার উইকেট-কিপার ব্যাটার ক্লাসেন ৷ তিনি এবং অল-রাউন্ডার মার্কো ইয়ানসেন (42 বলে 75) 151 রানের দুরন্ত পার্টনারশিপ করেন ষষ্ঠ উইকেটে ৷ যে পার্টনারশিপের দৌলতে 399 রানের বিশাল স্কোর পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন: টেবল টপারদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের হয়ে রিস টপলি 3 উইকেট নিলেও 8.5 ওভারে 88 রান দিয়েছেন তিনি ৷ মার্ক উড এ দিন মাত্র 7 ওভার করে 76 রান দিয়েছেন ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা গুস অ্যাটকিনসন এবং আদিল রাশিদ 2টি করে উইকেট নিয়েছেন ৷ ইংল্যান্ডের বাকি সব বোলার ব্যর্থ হয়েছেন ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডও এ দিন ভারতের মাটিতে দ্বিতীয় স্পিনারের অভাব টের পেলেন ৷ যার জেরে জো রুটকে দিয়ে 6.1 ওভার বল করাতে হল জস বাটলারকে ৷ আর তিনি 48 দিয়ে গেলেন ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে ৷

Last Updated : Oct 21, 2023, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.