ETV Bharat / sports

Sourav on IPL : আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন রহমান-রণবীররা, জানালেন বোর্ড প্রেসিডেন্ট - আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন রহমান রণবীররা

আইপিএল ফাইনাল শুরুর আগে বিসিসিআই যে বড় পরিসরে সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তাও জানালেন সৌরভ (Sourav says BCCI have arranged special closing ceremony for IPL) । কারা কারা থাকছেন সেই অনুষ্ঠানে ? এ আর রহমান, রণবীর সিং-রা মাতাবেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ ।

Sourav on IPL
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন রহমান রণবীররা
author img

By

Published : May 24, 2022, 4:57 PM IST

Updated : May 24, 2022, 5:15 PM IST

কলকাতা, 24 মে : মঙ্গলবার ইডেনে প্লে-অফের প্রথম ম্যাচ ৷ খাতায়-কলমে অভিষেক ডালমিয়া সিএবি প্রেসিডেন্ট হলেও স্বর্গোদ্যানে ম্যাচ হলে জুতো-সেলাই থেরে চন্ডীপাঠ, সবটাই করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার স্বর্গোদ্যানের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দফায় ইডেন ঘুরে গিয়েছেন মহারাজ ৷ ম্যাচের দিন সকালে চরম ব্য়স্ততার মাঝেও মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে এক বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে সিএবি-র বরকর্তা হয়ে নয়, বোর্ড প্রধান হিসেবে আইপিএল নিয়ে নানা পরিকল্পনার কথা সাংবাদিকদের জানালেন তিনি ৷

সকাল থেকে তিলোত্তমায় বারিধারা ৷ মঙ্গল-বুধে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচে 'ভিলেন' হতে পারে বৃষ্টি ৷ বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফোনে মাঠ-কর্মীদের নির্দেশ দিতেও শোনা যায় বোর্ড সভাপতিকে। যদিও পরে জানালেন বৃষ্টি হলেও ম্যাচ আয়োজনের সব ব্যবস্থা মজুত রয়েছে ৷
পাশাপাশি আইপিএল ফাইনাল শুরুর আগে বিসিসিআই যে বড় পরিসরে সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তাও জানালেন সৌরভ (Sourav says BCCI have arranged special closing ceremony for IPL) । কারা কারা থাকছেন সেই অনুষ্ঠানে ? সৌরভ জানালেন এ আর রহমান, রণবীর সিং-রা মাতাবেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ ।

সৌরভ বললেন, "আইপিএল উদ্বোধন সেভাবে করা যায়নি। তবে এবার সমাপ্তি অনুষ্ঠান বড় করে হবে। উপস্থিত থাকবেন এ আর রহমান, রণবীর সিং-সহ আরও অনেকে। থাকছে আরও একটা সারপ্রাইজ ।" পঞ্চদশ আইপিএল প্রায় শেষের পথে ৷ প্রতিশ্রুতিমান হিসেবে মনে ধরল কাদের ? বোর্ড প্রধান বললেন, "অনেক নতুন ছেলেদের দেখলাম ভাল ব্যাট করতে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা ভাল ব্যাট করেছে। সানরাইজার্সের হয়ে রাহুল ত্রিপাঠী, গুজরাত টাইটান্সের রাহুল তেওয়াটিয়া ভাল খেলেছে।"

আইপিএল নিয়ে যা বললেন মহারাজ

আরও পড়ুন : লাল-হলুদে রেড ডেভিলস যোগের সম্ভাবনায় সিলমোহর দিলেন সৌরভ

তবে সৌরভকে বেশি তৃপ্তি দিয়েছে ফাস্ট বোলারদের উত্থান । জসপ্রীত বুমরার ফিরে আসা দারুণ উপভোগ করেছেন সৌরভ। তিনি বলেন, ''অনেক ফাস্ট বোলারও উঠে এসেছে ৷ যেমন উমরান মালক, মহসিন খান, অর্শদীপ সিং, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা সকলেই দারুণ। বুমরাও দারুণ বল করল। ও তো অনেকদিন ধরেই ভাল খেলছে। প্রতিষ্ঠিত বোলার। এটা একটা দারুণ মঞ্চ নতুন ক্রিকেটারদের জন্য।"

কলকাতা, 24 মে : মঙ্গলবার ইডেনে প্লে-অফের প্রথম ম্যাচ ৷ খাতায়-কলমে অভিষেক ডালমিয়া সিএবি প্রেসিডেন্ট হলেও স্বর্গোদ্যানে ম্যাচ হলে জুতো-সেলাই থেরে চন্ডীপাঠ, সবটাই করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার স্বর্গোদ্যানের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দফায় ইডেন ঘুরে গিয়েছেন মহারাজ ৷ ম্যাচের দিন সকালে চরম ব্য়স্ততার মাঝেও মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে এক বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে সিএবি-র বরকর্তা হয়ে নয়, বোর্ড প্রধান হিসেবে আইপিএল নিয়ে নানা পরিকল্পনার কথা সাংবাদিকদের জানালেন তিনি ৷

সকাল থেকে তিলোত্তমায় বারিধারা ৷ মঙ্গল-বুধে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচে 'ভিলেন' হতে পারে বৃষ্টি ৷ বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফোনে মাঠ-কর্মীদের নির্দেশ দিতেও শোনা যায় বোর্ড সভাপতিকে। যদিও পরে জানালেন বৃষ্টি হলেও ম্যাচ আয়োজনের সব ব্যবস্থা মজুত রয়েছে ৷
পাশাপাশি আইপিএল ফাইনাল শুরুর আগে বিসিসিআই যে বড় পরিসরে সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তাও জানালেন সৌরভ (Sourav says BCCI have arranged special closing ceremony for IPL) । কারা কারা থাকছেন সেই অনুষ্ঠানে ? সৌরভ জানালেন এ আর রহমান, রণবীর সিং-রা মাতাবেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ ।

সৌরভ বললেন, "আইপিএল উদ্বোধন সেভাবে করা যায়নি। তবে এবার সমাপ্তি অনুষ্ঠান বড় করে হবে। উপস্থিত থাকবেন এ আর রহমান, রণবীর সিং-সহ আরও অনেকে। থাকছে আরও একটা সারপ্রাইজ ।" পঞ্চদশ আইপিএল প্রায় শেষের পথে ৷ প্রতিশ্রুতিমান হিসেবে মনে ধরল কাদের ? বোর্ড প্রধান বললেন, "অনেক নতুন ছেলেদের দেখলাম ভাল ব্যাট করতে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা ভাল ব্যাট করেছে। সানরাইজার্সের হয়ে রাহুল ত্রিপাঠী, গুজরাত টাইটান্সের রাহুল তেওয়াটিয়া ভাল খেলেছে।"

আইপিএল নিয়ে যা বললেন মহারাজ

আরও পড়ুন : লাল-হলুদে রেড ডেভিলস যোগের সম্ভাবনায় সিলমোহর দিলেন সৌরভ

তবে সৌরভকে বেশি তৃপ্তি দিয়েছে ফাস্ট বোলারদের উত্থান । জসপ্রীত বুমরার ফিরে আসা দারুণ উপভোগ করেছেন সৌরভ। তিনি বলেন, ''অনেক ফাস্ট বোলারও উঠে এসেছে ৷ যেমন উমরান মালক, মহসিন খান, অর্শদীপ সিং, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা সকলেই দারুণ। বুমরাও দারুণ বল করল। ও তো অনেকদিন ধরেই ভাল খেলছে। প্রতিষ্ঠিত বোলার। এটা একটা দারুণ মঞ্চ নতুন ক্রিকেটারদের জন্য।"

Last Updated : May 24, 2022, 5:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.