কলকাতা, 24 মে : মঙ্গলবার ইডেনে প্লে-অফের প্রথম ম্যাচ ৷ খাতায়-কলমে অভিষেক ডালমিয়া সিএবি প্রেসিডেন্ট হলেও স্বর্গোদ্যানে ম্যাচ হলে জুতো-সেলাই থেরে চন্ডীপাঠ, সবটাই করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার স্বর্গোদ্যানের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দফায় ইডেন ঘুরে গিয়েছেন মহারাজ ৷ ম্যাচের দিন সকালে চরম ব্য়স্ততার মাঝেও মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে এক বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে সিএবি-র বরকর্তা হয়ে নয়, বোর্ড প্রধান হিসেবে আইপিএল নিয়ে নানা পরিকল্পনার কথা সাংবাদিকদের জানালেন তিনি ৷
সকাল থেকে তিলোত্তমায় বারিধারা ৷ মঙ্গল-বুধে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচে 'ভিলেন' হতে পারে বৃষ্টি ৷ বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফোনে মাঠ-কর্মীদের নির্দেশ দিতেও শোনা যায় বোর্ড সভাপতিকে। যদিও পরে জানালেন বৃষ্টি হলেও ম্যাচ আয়োজনের সব ব্যবস্থা মজুত রয়েছে ৷
পাশাপাশি আইপিএল ফাইনাল শুরুর আগে বিসিসিআই যে বড় পরিসরে সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তাও জানালেন সৌরভ (Sourav says BCCI have arranged special closing ceremony for IPL) । কারা কারা থাকছেন সেই অনুষ্ঠানে ? সৌরভ জানালেন এ আর রহমান, রণবীর সিং-রা মাতাবেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ ।
সৌরভ বললেন, "আইপিএল উদ্বোধন সেভাবে করা যায়নি। তবে এবার সমাপ্তি অনুষ্ঠান বড় করে হবে। উপস্থিত থাকবেন এ আর রহমান, রণবীর সিং-সহ আরও অনেকে। থাকছে আরও একটা সারপ্রাইজ ।" পঞ্চদশ আইপিএল প্রায় শেষের পথে ৷ প্রতিশ্রুতিমান হিসেবে মনে ধরল কাদের ? বোর্ড প্রধান বললেন, "অনেক নতুন ছেলেদের দেখলাম ভাল ব্যাট করতে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা ভাল ব্যাট করেছে। সানরাইজার্সের হয়ে রাহুল ত্রিপাঠী, গুজরাত টাইটান্সের রাহুল তেওয়াটিয়া ভাল খেলেছে।"
আরও পড়ুন : লাল-হলুদে রেড ডেভিলস যোগের সম্ভাবনায় সিলমোহর দিলেন সৌরভ
তবে সৌরভকে বেশি তৃপ্তি দিয়েছে ফাস্ট বোলারদের উত্থান । জসপ্রীত বুমরার ফিরে আসা দারুণ উপভোগ করেছেন সৌরভ। তিনি বলেন, ''অনেক ফাস্ট বোলারও উঠে এসেছে ৷ যেমন উমরান মালক, মহসিন খান, অর্শদীপ সিং, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা সকলেই দারুণ। বুমরাও দারুণ বল করল। ও তো অনেকদিন ধরেই ভাল খেলছে। প্রতিষ্ঠিত বোলার। এটা একটা দারুণ মঞ্চ নতুন ক্রিকেটারদের জন্য।"